Sunra
Yamaha Banner
Search

Hyosung GV300S FAQ

কতো কিমি পর Hyosung GV300Sএর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর Hyosung GV300Sএর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।

Views: 195

Hyosung GV300S সম্পর্কে আরো প্রশ্ন

Hyosung GV300S এর মাইলেজ কত?

Hyosung GV300S ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ২৫কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।

উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

Hyosung GV300S এর সর্বোচ্চ গতি কত?

Hyosung GV300S এর সর্বোচ্চ গতি ১৫০কিমি/ঘন্টা।

বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

Hyosung GV300S এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

Hyosung GV300S এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।

Hyosung GV300S এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

Hyosung GV300S এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১.২লি। 

Hyosung GV300S এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

Hyosung GV300S এর সামনের চাকায় ২৮ পিএস আই এবং পেছনে ৩৬ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

Hyosung GV300S এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

Hyosung GV300S এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১২.৫ লিটার। 

Hyosung GV300S এর পার্টাস কি সহজলভ্য?

Hyosung GV300S এর সকল পার্টস সহজলভ্য এবং Hyosung এর যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়। 

কোন তেল Hyosung GV300Sএর জন্য ভালো?

Hyosung GV300Sএর জন্য অকটেন সব থেকে ভালো।

কতো কিমি পরপর Hyosung GV300Sএর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে?

৯০০-১০০০কিমি পরপর Hyosung GV300Sএর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর Hyosung GV300Sএর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর Hyosung GV300Sএর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর Hyosung GV300Sএর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর Hyosung GV300Sএর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর Hyosung GV300Sএর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে?

প্রতি ১৫০০০কিমি পর পর Hyosung GV300Sএর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।

ব্রেক ইন পিরিয়ডের সময় Hyosung GV300Sএর স্পীড কতো রাখতে হবে?

ব্রেক ইন পিরিয়ডের সময় Hyosung GV300Sএর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে

Filter

Filter