Yamaha Banner
Search

English Version
2016-11-18

ZNEN Goldfish Scooter Review by Nipun


ZNEN Goldfish Scooter Review by Nipunবাংলাদেশ কত বছর পিছিয়ে আছে? আমরা মেয়েরা যারা কলেজ, ভার্সিটি কিংবা কর্মক্ষেত্রে যাতায়াত করি, তারা যে পরিমান ভোগান্তির শিকার হই, পৃথিবীর আর কোনো দেশের মেয়েরা এত ভোগান্তির শিকার হয় বলে আমার মনে হয় না। লোকাল বাসে মহিলাদের আসন সংখ্যা এমনিতেই সীমিত, তার উপর আমাদের দেশের বেশির ভাগ পুরুষেরা বাসে উঠে নিজেদের মেয়ে ভেবে আমাদের আসন গ্রহন করে। এমনকি সেই বাসে আমরা উঠলে্ও তাদের বিন্দু মাত্র আসন ছাড়ার আগ্রহ দেখা যায় না। আবার রিক্সা, সিএনজির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। উপরন্তু বহু বখাটে লোকজনের কুদৃষ্টি আমাদের সহ্য করতে হয়। তারা আমাদের দূর্বল অসহায় ভেবে থাকে। তাই প্রতিদিন আমাদের শুধু মানসিক অশান্তিই নয়, প্রচুর পরিমানে সময় এবং অর্থের অপচয় করতে হয়। সময় এসেছে ঘুরে দাড়ানোর। আমরাও পুরুষের চেয়ে কম নই সেটা দেখিয়ে দেবার। এর জন্য প্রয়োজন আপনার আমার মত মেয়েদের সামান্য একটি সাহসী পদক্ষেপ। আমি জানি এর জন্য সামাজিক এবং পারিবারিক বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হবে এবং এসব প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। বিশেষকরে রাস্তায় চলাচলের জন্য মেয়েদের জন্য প্রয়োজন এমন একটি বাহন যা মেয়েদের জন্য সহজে ব্যবহারযোগ্য এবং আরামাদায়ক। সব দিক বিবেচনায় বাহন হিসেবে মোটরসা্ইকেল মেয়েদের জন্য আদর্শ এবং সেটি যদি হয় স্কুটার তাহলে সোনায় সোহাগা।

আমি নিপুন। কম্পিউটার সায়েন্সে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার ব্যক্তিগত বাহন হিসেবে বিগত কয়েক মাসধরে ব্যবহার করছি একটি স্কুটার। জিনান গোল্ডফিস। আমি অল্প কথায় আপনাদের কাছে আমার স্কুটার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো।

জিনান গোল্ডফিস এন্ট্রি লেভেলের একটি বাইক বা স্কুটার। ৫০সিসি ইনজিনে রয়েছে ম্যাক্সপাওয়ার 4.2Kw @ 7500rpm এবং ম্যাক্সটর্ক 4.1Nm @ 6500rpm. ওজন ৭৫কেজি। বাইকের সংক্ষিপ্ত বর্ননা পেয়েই বুঝতে পারছেন এটি একেবারে নিরীহ একটি স্কুটার যেটি দিয়ে স্বাভাবিক এবং ঝামেলাবিহীন চলাচলের জন্য উপযুক্ত একটি বাইক।

জিনান গোল্ডফিস এর বিস্তারিত Click Here

ডিজাইন
জিনান গোল্ডফিস দুটি রং এর ডিজাইনে পাওয়া যায়। একটি গোলাপী অন্যটি বেগুনী। আমি বেগুনীটি বেছে নিয়েছি। সাদা রং এর উপরে বেগুনী রং এর গ্রাফিক্স স্কুটারটিকে অন্যন্য করে তুলেছে।

ব্রেকিং
এটি ৫০সিসি স্কুটার বিধায় অত্যন্ত নিরাপদ, বাজারের অন্য স্কুটারের মত সামনে সাধান ড্রাম ব্রেক নয়, বরং আধুনিক প্রযুক্তির হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ৫০সিসি স্কুটারেও ডিস্ক ব্রেক আপনাকে ব্রেকিং এ সর্বোচ্চ নিরাপত্তা দিবে।

জ্বালানী খরচ
এটি অত্যন্ত তেল সাশ্রয়ী স্কুটার যা দিয়ে ব্রেক ইন পিরি্ওডের পর আপনি শহরের ব্যস্ত শহরেই অতি সহজে ৫০কিমি প্রতি লিটারে পেয়ে থাকবেন, এবং হাই্ওয়েতে ৬০কিমি সহজেই পাবেন। এই স্কুটারটি ৫.৫ লিটার পর্যন্ত ধানস ক্ষমতা রয়েছে। একবার ফুল ট্যান্ক ভরলে প্রায় ২৫কিমি পর্যন্ত চালাতে পারবেন তাই বারবার তেল ভরার ঝামেলা নেই।

ওজন ও গতি
এটির ওজন মেয়েদের জন্য অত্যন্ত সহনশীল। এর ওজন মাত্র ৭৮কেজি। এর গতি আপনি প্রতি ঘন্টায় সর্বচ্চো ৬৫কিমি পর্যন্ত উঠাতে পারবেন।

আরাম
এক কথায় অনেক আরামদায়ক। সামনের প্রস্সত পা রাখার যায়গা যেমন আরামদায়ক তেমনি যেকোনো পোশাকেই স্কুটার চালাতে সুবিধাজনক। শক্তিশালী ব্রেকিং এবং নরম সাসপেনশন বাইকটিকে অনেক আরাম দায়ক।

হেডলাইট
সামনের শক্তিশালী হ্যলোজন হেডলাইট আপানাকে দিবে নিরাপদ ভ্রমনের নিশ্চয়তা। বিশেষকরে রাতের রাস্তায় চলতে পর্যাপ্ত আলো পাওয়া যায়

ZNEN Goldfish Scooter Review by Nipunঅন্যান্য সুবিধা
জিনান গোল্ডফিস স্কুটারটির আকৃতি অত্যন্ত সুন্দরর এবং ছোটো যার ফলে আপনি সংকীর্ন বা যানজট যুক্ত রাস্তায় সহজেই কাটাতে কিংবা পার্কিং করে রাখতে পারবেন। এর সামনে এবং পিছনের দুটি চাকার রিম গুলো আধুনিক এলুমুনিয়াম এলয়ের যা অত্যন্ত মজবুত ও মরিচা রোধক। চাকাগুলো সবই উন্নত মানের টিউবলেস টায়ার, যা কিনা চলন্ত অবস্হায় চাকা পাংচার হলে্ও ব্রাষ্ট করবে না এবং সম্পূর্ন হা্ওয়া বের হতে দিবেনা যাতে খুব সহজেই আপনার নিকটবর্তী সার্ভিস সেন্টারে গিয়ে মেরামত করতে পারবেন। এর বডিটি এবিএস ফাইবারের তৈরী যা কিনা সহজেই ফাটেনা, গরম হয় না, ট্যাপ খায়না। এর সিটের নিচে রয়েছে পর্যাপ্ত জায়গা যেখানে আপনি একটি হেলমেট, পার্স কিংবা প্রয়োজনীয় সামগ্রী সহজেই রাখতে পারবেন। এটিতে রয়েছে উন্নত প্রযুক্তির এন্টি থিফট্ রিমোট যা কিনা চোরের হাত থেকে আপনার স্কুটারকে নিরাপদ রাখবে, যা দিয়ে ১০০মিটার দুরত্ব থেকে্ও ইন্জিন ষ্টার্ট/অফ ইত্যাদি নিয়ন্ত্রন করতে পারবেন। চোর আপনার স্কুটারটি স্পশর করামাত্র এলার্ম বেজে উঠবে। এটির সিট সম্পূনর হট এবং ওয়াটার প্রুফ। স্কুটারটি গঠনশৈলী এমন যেও আপনি পরে গেলে্ও আপনার শরীর এবং পা নিরাপদ থাকবে। পরিশেষে আমি আপনাকে বলতে পারি জিনান গোল্ডফিস একটি দৃষ্টিনন্দন, টেকসই স্কুটার যা আপনাকে আপনার দৈনন্দিন ভোগান্তির হাত থেকে রক্ষা করবে।

জিনান নিয়ে কিছু কথা
জিনান মটরস্ প্রতিটি বাইকে তিন বছরের ওয়ারেন্টি, অন্যতম লক্ষনীয় বিষয় এই যে অন্যান্য কোম্পানীর মত প্রথম বছর শুধু মাত্র ৪-৫টি ফ্রী সার্ভিসিং নয়, বরং আপনার যত বার খুশিমনে অগনিত বার ফ্রী সার্ভিসিং এ নিশ্চয়তা দেয়।

পরিশেষে
এ স্কুটারটির মূল্য মাত্র ৮৯০০০ টাকা। এই টাকায় একটি বাইক থেকে আমি অনেক কিছু আশা করি না। বাইকটির তেমন খারাপদিক চোখে পড়েনি। যদিও একটি বাইকের ভালো মন্দ বোঝার জন্য ৫-৬ মাস যথেষ্ট্ সময় নয় বলেই আমি মনে করি। ব্যবহার করতে থাকি, আশা করি আগামিতে আরো বিস্তারিত বলতে পারবো। সেই সাথে আমি এটাও আশা করবো আমাদের দেশের মেয়েরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে প্রতিদিনের জীবনকে সহজ ও স্বাধীন করে তুলবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on ZNEN Goldfish 50cc

2016-11-18

বাংলাদেশ কত বছর পিছিয়ে আছে? আমরা মেয়েরা যারা কলেজ, ভার্সিটি কিংবা কর্মক্ষেত্রে যাতায়াত করি, তারা যে পরিমান ভোগান...

Bangla English
2016-11-18
Filter