Sunra
Yamaha Banner
Search

Yamaha FZ 25 ফিচারস রিভিউ

English Version
2025-10-14

Yamaha FZ 25 ফিচারস রিভিউ

বাংলাদেশে মোটরসাইকেল তৈরিকারক প্রতিষ্ঠান পাওয়া যায় তাদের মধ্যে অনেক আগে থেকেই জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর খুব ভাল প্রভাব লক্ষ্য করা যায়। ভাল মানের জাপানিজ মোটরসাইকেল তৈরিকারক ব্র্যান্ড আমাদের দেশে তাদের তৈরিকৃত মোটরসাইকেল গুলো সরবরাহ করে এবং তাদের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড হল ইয়ামাহা। ইয়ামাহা তাদের সকল ক্যাটাগরি বাইকের জন্য বেশ জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশের মত দেশে তাদের ১৫০ সিসির মোটরসাইকেলগুলো যেমন FZ-S বেশ জনপ্রিয়। তবে প্রিমিয়াম নেকেড স্পোর্টস ২৫০ সিসি সেগমেন্টে তাদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছে Yamaha FZ 25।


ইয়ামাহা তাদের বহুল পরিচিত FZ নেকেড স্পোর্টস বাইক সিরিজের একটি বড় ও শক্তিশালী মডেল হিসেবে FZ 25 বাইকটি নিয়ে আসে ২০১৭ সালে। এটি FZ সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে পরিচিতি পায়। বর্তমানে বাংলাদেশের বাজারে FZ 25 পাওয়া যাচ্ছে। যদিও ইয়ামাহা এর FZ 25 বাইকটি জানুয়ারি ২০১৭ তে ভারতে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। FZ সিরিজটির আগ্রাসী নেকেড লুক এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য বেশ পরিচিত এবং এর পারফরমেন্স দিনে দিনে আরও উন্নত হচ্ছে। বাইকটির স্পেসিফিকেশন এবং বিশেষত্ব সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-

বডি ডিজাইন এবং ডাইমেনশন
আমরা শুরুতে বলেছি যে FZ 25 টি FZ সিরিজের একটি মাসকুলার স্ট্রিট ফাইটার ভার্সন হিসেবে তুলে ধরা হয়েছে। নতুন ভার্সনে বাইকটির আগ্রাসী এবং স্পোর্টি লুক বজায় রয়েছে। এছাড়াও FZ 25-তে কিছু লক্ষ্যনীয় আধুনিক পরিবর্তন দেখা যায় যেমন এর বায়ো-ফাংশনাল এলইডি হেডল্যাম্প, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, স্প্লিট সিট ডিজাইন, নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্টাইলিশ সাইলেনসার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি এবং আরও ভাল ফিডব্যাকের জন্য হুইলবেজকে ১৩৬০ মিমি করা হয়েছে। সবমিলিয়ে বাইকটিকে আগের মডেলগুলোর তুলনায় অনেক আধুনিক এনং আকর্ষণীয় করে তোলা হয়েছে।

এছাড়াও বাইকটির ডাইমেনশান হল যথাক্রমে ২০১৫ মিমি লম্বা, ৭৭৫ মিমি চওড়া এবং উচ্চতায় ১০৭৫ মিমি সাথে ১৫৩ কেজি (কার্ব ওয়েট) ওজন সম্পন্ন । বাইকটির সাথে সংযোজিত মাস্কুলার ট্যাংকারের তেল ধারণ ক্ষমতা ১৪ লিটার।

yamaha-fz-25-engine-1760423816.webp
ইঞ্জিন
FZ 25 এর ইঞ্জিন ২৪৯ সিসি সাথে ব্লু-কোর, ৪-স্ট্রোক সিংগেল সিলিন্ডার, অয়েল কুল্ড, এসওএইচসি (SOHC) এবং ফুয়েল ইনজেকটেড (FI) যেটা ৮০০০ আর পি এম-এ ২০.৮ পিএস ক্ষমতা তৈরি করতে পারে এবং এর টর্ক পাওয়ার হল ৬০০০ আর পি এম-এ ২০.১ এন এম। ব্লু-কোর হলো ইয়ামাহার নতুন প্রজন্মের একটি ইঞ্জিন টেকনোলজি যার সাহায্যে ইঞ্জিনের তেল খরচ অনেক কমিয়ে দেয় এবং ইঞ্জিনের ভাল পারফরমেন্স দিয়ে থাকে। বাইকটিতে ৫ স্পীড ট্রান্সমিশন গিয়ার রয়েছে এবং রয়েছে মাল্টি-প্লেট ক্লাচ সিস্টেম ।

yamaha-fz-25-breaks-1760423984.webp
ব্রেক, সাস্পেনশন ও টায়ার
কম্ফোরট এবং সেফটি এই দুইটা বিষয় বাইক চালানোর ক্ষেত্রে বাইকার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার ক্ষেত্রে ইয়ামাহা সর্বদা গুরুত্ব দিতে থাকে। Yamaha FZ 25 বাইকটিতে সামনের চাকায় ২৮২ মিমি এর ডিস্ক ব্রেক আছে এবং পেছনের চাকায় ২২০ মিমি এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এটি ডুয়াল চ্যানেল এবিএস (ABS) সহ আসে যা চমৎকার এবং নিরাপদ ব্রেকিং দিয়ে থাকে। সাস্পেনশন এর কথা বলতে গেলে সামনের দিকে ভাল মানের টেলিস্কোপ সাসপেনশন দেওয়া হয়েছে এবং পেছনের সাস্পেনশনে ৭-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাস্পেনশন ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশন এর ফলে রাইডার অনায়াসেই অনেক আরামদায়ক রাইড করতে পারে।

এদিকে টায়ারের দিকে যদি লক্ষ করি তাহলে দেখা যায় যে , সামনের দিকে রয়েছে 100/80-17 সেকশনের টায়ার এবং পেছনের দিক 140/70-17 সেকশনের টায়ার, আশা করা যায় বাংলাদেশের রাস্তায় দুইটা টায়ারই ভালো পারফরমেন্স দিবে।

yamaha-fz-25-electrical-1760423928.webp
ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ইলেক্ট্রিক্যাল
এই মোটরসাইকেলটির ফিচার সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দ্বারা গঠিত যার মধ্যে রয়েছে ডিজিটাল স্পীডো মিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার এবং ফুয়েল গেজ। FZ 25 বাইকটিতে একটি নেগেটিভ এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাথে লো ফুয়েল ইনডিকেটর, ওয়েল এবং ব্যাটারি ইনডিকেটরও রয়েছে। ১২ ভোল্টের ইলেক্ট্রিক্যাল সিস্টেমের সাহায্যে ইলেকট্রিক স্টার্ট করা যায়, সাথে মেনটেনেন্স ফ্রী ব্যাটারি। হেডল্যাম্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বায়ো-ফাংশনাল এলইডি হেডল্যাম্প। এলইডি টেইল ল্যাম্প এবং এলইডি টার্ন লাইট ব্যবহার করা হয়েছে। নতুন প্রযুক্তি যেটা AHO (Automatic Headlamp On) নামে পরিচিত সেটা এই বাইকটির সাথে সংযুক্ত আছে। এই প্রযুক্তিতে ইঞ্জিন চালু করার সাথে হেডল্যাম্প জ্বলে উঠবে এবং এখানে হেডল্যাম্প অন অফ এর কোন সুইচ থাকবে না । ইঞ্জিন যতখন চালু থাকবে হেডল্যাম্প ততখন জ্বলতে থাকবে। কুয়াশা এবং অন্ধকার আবহাওয়ায় AHO সেফটি ফিচার হিসেবে কাজ করে।

সবশেষে
এই বাইকটির বিভিন্ন আকর্ষণীয় কালার যেমন Metallic Black, Racing Blue এবং Dark Matte Blue-তে বাজারে পাওয়া যাচ্ছে। সব ফিচার মিলিয়ে বলা যেতে পারে যে FZ 25-এ বর্তমানের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেটা আগের মডেলের FZ থেকে অনেক ভাল মাইলেজ এবং শক্তিশালী পারফরমেন্স দিবে ।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha FZ 25

Yamaha FZ 25 ফিচারস রিভিউ
2025-10-14

বাংলাদেশে মোটরসাইকেল তৈরিকারক প্রতিষ্ঠান পাওয়া যায় তাদের মধ্যে অনেক আগে থেকেই জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড গ...

Bangla English

Related Motorcycles


No bike found
Filter