Yamaha Banner
Search

চামচিকা মসজিদ

2023-02-01
Views: 242

চামচিকা মসজিদ


সোনামসজিদের পাশেই শিবগঞ্জ উপজেলায় এই মসজিদ অবস্থিত। সোনামসজিদ থেকে মাত্র ৪ কিলোমিটারের পথ। হাইওয়ে ধরে সোনামসজিদ জিরো পয়েন্ট পৌছে হাতের ডান দিকের রাস্তা ধরে অল্প কিছুদূর গেলেই আম বাগানের মধ্যে চামচিকা মসজিদের অবস্থান। চামচিকা মসজিদের নামকরণের ব্যাখ্যা পাওয়া যায়না। তবে বর্তমান ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলেই এটি তৈরী। দারসবাড়ী মসজিদের মতই পোড়ামাটি ইট ও কারুকার্য খচিত এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর দেয়ালের পরিধি এত মোটা যে চৈত্র মাসের প্রচন্ড গরমে এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। এর মূল গম্বুজটি অতি সুন্দর। এই মসজিদের পূর্বে ৬০ বিঘা আয়তনের খঞ্জন দিঘী নামে একটি বড় দিঘী রয়েছে যার পাড়ে সিড়ি বাঁধা ঘাট ছিল মুসল্লীদের ওজু করার জন্য। এখানকার মানুষ এই মসজিদকে খনিয়াদিঘী মসজিদ বলেও ডেকে থাকেন।



Filter