Yamaha Banner
Search

বাবু ডাইং

2023-02-01
Views: 143

বাবু ডাইং


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি পিকনিকস্পট বাবুডাইং। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে এর দূরত্ব ১০ কিঃ মিঃ। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৫ লাখ বাসিন্দার চিত্তবিনোদনের জন্য একমাত্র ভরসা বাবুডাইং। ব্যস্ত নাগরিক জীবনে কিছুটা অবসর কাটানোর কথা উঠলেই চলে আসে বাবু ডাইংয়ের নাম। এখানে সরকারের কয়েক'শ একর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। এই জমিতে উঁচু-নিচু একাধিক টিলা ও প্রাকৃতিক ঝর্ণা থাকায় প্রাকৃতিক এই মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে আসেন। বিভিন্ন প্রজাতির ছোট-বড় অনেক বৃক্ষের সমাহার এখানে। যা দেখে পর্যটকরা অভিভূত হয়ে যায়। কিছু কিছু টিলায় আছে আদিবাসি জনগোষ্ঠির বসবাস। বাবুডাইং-কে কেন্দ্র করে একটি চমৎকার পর্যটন কেন্দ্র গড়ে উঠার সুযোগ রয়েছে। সম্প্রতি বাবু ডাইং এলাকায় একটি ক্যান্টনমেন্ট তৈরীর পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাবু ডাইং বাইকে চেপে যাওয়া অনেক সহজ। বাবু ডাইং যাবার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে প্রবেশের পূর্বেই রাজশাহী-চাঁপাই হাইওয়েতে রাজা রামপুর মোড় থেকে হাতের ডান দিকে শেহালা পাড়া যাবার রাস্তা ধরে সামনে যেতে হবে। রাজা রামপুর মোড় থেকে বাবু ডাইং ৮ কিলোমিটার পথ। চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে রাজশাহী আসার দিকে রাজা রামপুর মোড় থেকে হাতের বাম দিকের রাস্তা ধরতে হবে। এই রাস্তায় পড়বে জীন পুরি, পাল পাড়া, হোসেনডাঙ্গা প্রাইমারি স্কুল। এরপর একটু সামনে গেলেই বাবু ডাইং পিকনিক স্পট মোড়। এই মোড় থেকে ডান দিক দিয়ে একটি ছোট রাস্তা গেছে। এটাই বাবু ডাইং যাবার পথ।





Filter