আমি খুব সাবধানতার সাথে বাইক রাইড করলেও ইঞ্জিন অয়েলের বিষয়ে তেমন ফোকাস দিতাম না। আমার বর্তমান বাইক Yamaha SZ-RR অনেকদিন যাবত ব্যবহার করছি এবং এই বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই ব্যবহার করেছি ।এখন বাইকটার বয়স হয়েছে এবং আমি মনে করি যে ইঞ্জিন অয়েলের বিষয়ে এখন একটু সচেতনতা অবলম্বন করা উচিত। সেজন্য আমি আমার বাইকের জন্য ভালো মানের ইঞ্জিন অয়েল খুজতে থাকি। এমন সময় আমের এক ছোট ভাই আমাকে ENI অয়েল ব্যবহার করতে বলে । আমি তার কথা মতো ব্যবহার করতে শুরু করলাম এবং লক্ষ্য করলাম যে আগের

ইঞ্জিন অয়েল গুলোর থেকে এটার ব্যবহার অভিজ্ঞতা অনেক ভালো।
ভেস্কোসিটি বা ঘনত্ব
আমার কাছে এই ইঞ্জিন অয়েলের ঘনত্ব শুরু থেকেই অনেক ভালো মানের মনে হয়েছে। আমি আগের ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দিতাম ৬০০-৭০০ কিমি এর মধ্যে কিন্তু বর্তমানে আমি বিগত ৬ মাস ধরে ১২০০ কিমিতে ড্রেন করি এবংএক্ষেত্রে কোন সমস্যা দেখি না।
পারফরমেন্স
পারফরম্যান্স নিয়ে বলতে গেলে আমি এর আগে অনেকগুলো ব্র্যান্ডেরই ব্যবহার করেছি কিন্তু এই Eni-Ride 20W-40 Mineral ইঞ্জিন অয়েলটি ব্যবহার করে লক্ষ্য করলাম যে , ইঞ্জিন অয়েল কমে যাওয়ার যে প্রবণতা সেটা থেকে অনেকটাই নাই যার কারনে পারফরমেন্স অটুট থাকে। এছাড়া বাইকের এক্সেরেলেশন, স্পীড সবকিছু অনেকভালো পাওয়া যাচ্ছে। ইঞ্জিনের শব্দ এবং অন্যান্য বিষয়গুলো এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর থেকে বেশ ভালই মনে হয়েছে। আশা করি ভবিষ্যতে পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হবে না।
রাইডিং
আমি আমার বাইক নিয়ে তেমন লং রাইড করি না তবে শহরের মধ্যে বেশি চলাচল করা হয়ে থাকে। এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে ,ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর বাইকটা যেভাবেই রাইড করিনা কেন এক্সট্রা কোন হিটিং ইস্যু নাই এবং ইঞ্জিনের পারফরমেন্স ওড্রপ করে না।
লং রাইড বলেন বা সিটি রাইড বলেন কোনটিতে এই ইঞ্জিন অয়েল আমাকে হতাশ করেনি।এক কথায় বলতে গেলে Eni-Ride 20W-40 Mineral লুব্রিকেন্ট ব্যবহার করে আমার আগের থেকে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে।
মাইলেজ ও গিয়ার শিফটিং
পূর্বের ইঞ্জিন অয়েলগুলো থেকে আমি মাইলেজ অনেক কম পেতাম কিন্তু বর্তমানে আমি অনেক ভালো মাইলেজ পাচ্ছি সেটা আমি ব্যবহার করে নিজেই বুঝতে পেরেছি। আমি মাইলেজ গড়ে বলতে গেলে ৪০ থেকে ৪২ এর মত পাচ্ছি এবং আগের থেকে মনে হচ্ছে যে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করে মাইলেজটা একটু হলেও বৃদ্ধি পেয়েছে ।এদিকে ইঞ্জিন অয়েলের গ্রেড কোয়ালিটি ভালো হওয়ার কারনে আমি গিয়ার শিফটিংটা স্মুথ ভাবে করতে সক্ষম হই ।
আমার এই অভিজ্ঞতা দেখার পর যারা Eni-Ride 20W-40 Mineral ব্যবহার করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেছেন তাদেরকে আমি বলব যে আপনারা একবারের জন্য হলেও এই ইঞ্জিন অয়েল ব্যবহার করে দেখুন। আমি অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি এবং আমার অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে।