আমাকে প্রতিদিনই অনেকক্ষণ বাইক রাইড করতে হয় এবং মাস শেষে দেখা যায় যে আমার ২ লিটারের মতো ইঞ্জিন অয়েল দরকার হয়। যার কারণে আমার একটি ভালো ব্র্যান্ডের ও মানের ইঞ্জিন অয়েলের প্রয়োজন। আমি বর্তমানে ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসির বাইকটি ব্যবহার করছি এবং ৩৫হাজার কিলোমিটার রাইড করেছি। দীর্ঘ সময় এই রাইডে আমি বেশির ভাগ সময় ইয়ামাহার ইঞ্জিন অয়েল ( Yamalub ) ব্যবহার করেছি কিন্তু সম্প্রতি পাঁচ মাস যাবত আমি নতুন একটি ইঞ্জিন অয়েল ব্যবহার করছি যার নাম Eni i-Ride 20W-40 Mineral ।
কেন Eni i-Ride 20W-40 Mineral পছন্দ করলাম ?
আমি দেখলাম যে ENI এর ইঞ্জিন অয়েলের দাম অনেক সাশ্রয়ী , যার ফলে আমি ENI কে বেছে নিই । এবং ব্যবহার করার পরে বুঝতে পারলাম এটি মানেও ভালো। যার কারণে আমি নির্দ্বিধায় ব্যবহার করতে শুরু করলাম এবং দেখলাম যে আসলেই সহনীয় দামের মধ্যে ENI অনেক ভালো ফিডব্যাক দিচ্ছে তাই আমি অন্যান্য ব্র্যান্ড বাদে এই ENI ব্রান্ডকেই পছন্দ করি এবং পাঁচ মাস যাবত নয়টা ব্যবহার করেছি।
অন্যান্য বিষয়
ইঞ্জিন অয়েলের বিষয়ে আমি খুব বেশি পারদর্শী না হলেও, বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি।
যেহেতু একদিনে বেশ লম্বা পথ আমাকে পাড়ি দিতে হয়, তাই আমি ভাবতাম ইঞ্জিন হিট হওয়া স্বাভাবিক কিন্তু ENI ব্যবহার করার পর দেখলাম আগের মত তেমন আর ইঞ্জিন গরম হচ্ছে না।
আমার বাইক আগেও স্মুথভাবে রাইড করতে পারতাম ইঞ্জিনে তেমন কোন শব্দ হত না। ENI ব্যবহার করার পরও দেখছি কোন সমস্যা হচ্ছে না। বরং মনে হচ্ছে আরেকটু ভালো হয়েছে, গিয়ার শিফটিং ও বেশ আরামের সাথে করতে পারছি।
অনেকের কাছে শুনতাম ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে নাকি মাইলেজ এর উপর প্রভাব পড়ে কিন্তু ENI ব্যবহার করে তেমন কোন সমসা পাইনি।
পরিশেষে
যেহেতু আমি এই Eni i-Ride 20W-40 Mineral

অয়েল টা অনেকদিন যাবত ব্যবহার করেছি এবং অনেকটাই ব্যবহার করেছি তাই আশা রেখে বলতে পারি যে আপনারাও এটি ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করলে আপনারা হতাশ হবেন না। সাশ্রয়ী বা সহনীয় দামের মধ্যে খুবই ভালো একটি ইঞ্জিন অয়েল হচ্ছে Enii-Ride 20W-40 Mineral ।