Castrol Power1 Racing 10W40 4T ইঞ্জিন অয়েল ইউজার রিভিউ

English Version
calender 2021-10-18

Castrol Power1 Racing 10W40 4T ইঞ্জিন অয়েল ইউজার রিভিউ

Review Disclaimer Bn

castrol-4t-1634534403.jpg

ইঞ্জিন ওয়েল ছাড়া একটি বাইক থেকে তার সঠিক পারফরমেন্স পাওয়া একটু কষ্টকর হয়ে যায়। বর্তমান সময়ে ভালো মানের ইঞ্জিন ওয়েল একটি বাইকের জন্য খুবই গুরুত্বপুর্ন। আমি সর্বদা চেষ্টা করি ভালো মানের ইঞ্জিন ওয়েল ব্যবহার করার সেজন্য বাজারে খুঁজতে থাকি আমার বাইকের ভালো ইঞ্জিন পারফরমেন্সের জন্য সঠিক ইঞ্জিন ওয়েল। অনেকগুলো ইঞ্জিন ওয়েল ব্যবহার করার পর আমি খুঁজে পেলাম Castrol Power1 Racing 10W40 4T। আমি Honda Hornet 160R বাইকটা ব্যবহার করি এবং আমার বাইকের ইঞ্জিন ওয়েল গ্রেড 10W30।

যারা Hornet ব্যবহার করেছে তারা কমবেশি 10W40 ইঞ্জিন ওয়েল ব্যবহার করেছেন তাই আমি সাহস করে এই গ্রেডের ইঞ্জিন ওয়েল ক্রয় করে ব্যবহার শুরু করি। প্রথমের দিকে এই Castrol Power1 Racing 10W40 4T ব্যবহার করে মনে হত যে বাইকের ইঞ্জিন পারফরমেন্স একটু কমে গেছে কিন্তু ১০০ কিমি একটানা রাইডের পর পরদিন সকাল বেলা বাইক নিয়ে ইঞ্জিন পারফরমেন্স টেস্ট করতে বের হলাম। আশ্চর্যের ব্যাপার হল যে, আমি এযাবৎ কালে যত ইঞ্জিন ওয়েল ব্যবহার করেছি সেগুলোর থেকে আমার কাছে এই Power1 Racing 10W40 4T ইঞ্জিন ওয়েল অসাধারণ লেগেছে। আমার বাইকের স্মুথনেস, ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিনের শব্দ , টপ স্পীড আগের থেকে অনেক ভালো হয়েছে।

আমরা জানি যে, একটা ইঞ্জিন ওয়েল সর্বনিম্ন ২ থেকে ৩টা ব্যবহার করলে তার সঠিক পারফরমেন্স পাওয়া যায় কিন্তু আমি ১টা ব্যবহার করেই যে পারফরমেন্স পেয়েছি সে অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে ২-৩ টা ব্যবহার করলে আরও প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। এদিকে আমি শুনেছি যে এটা ফুল সিনথেটিক ইঞ্জিন ওয়েল যার ফলে ৩০০০ কিমি অনায়াসেই রাইড করা যাবে। এখন আমি এই ইঞ্জিন ওয়েল ১টা ১০০০ কিমি পর্যন্ত রাইড করেছি এবং আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স পাবো।

More Reviews On Castrol Power1 Racing 10W40 4T

castrol-4t-1634534565.jpg
Castrol Power1 Racing 10W40 4T ইঞ্জিন অয়েল ইউজার রিভিউ
2021-10-18

ইঞ্জিন ওয়েল ছাড়া একটি বাইক থেকে তার সঠিক পারফরমেন্স পাওয়া একটু কষ্টকর হয়ে যায়। বর্তমান সময়ে ভালো মানের ইঞ্জিন ও...

Bangla English