
৪৯ তম বিজয় দিবস উপলক্ষে ইয়ামাহা বাংলাদেশ এর পক্ষ থেকে শুরু হলো "ইয়ামাহা বিজয় উল্লাস"! এই বিজয়ের মাসে এ সি আই মটরস্ ইয়ামাহা বাংলাদেশ এর যেকোনো ডিলার পয়েন্ট থেকে নির্দিষ্ট মোটরসাইকেল কিনলে থাকছে ১৬,০০০ টাকা ক্যাশব্যাক অফার। এই বিজয়ের মাসে দেশ হাসুক খুশির হাসিতে।
জাপানি ব্র্যান্ড ইয়ামাহা মোটর সাইকেল সারা বিশ্বের মত বাংলাদেশেও অন্যতম জনপ্রিয়। ইয়ামাহা মোটর সাইকেল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই ব্র্যান্ডের প্রতিটি বাইকের ডিজাইন, কালার গ্রাফিক্স ও গুণগত মান অন্যান্য সকল বাইক থেকে আলাদা। আর এজন্যই

বাইকারদের নিকট ইয়ামাহা এক স্বপ্নের নাম। ইয়ামাহা ব্র্যান্ডের স্পোর্টস সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় দুইটি বাইক ইয়ামাহা R15 V3 ও ইয়ামাহা MT 15। ইয়ামাহার এই দুইটি বাইক কেনার স্বপ্ন দেখেন না এমন বাইকার খুব কমই আছে। বাইকারদের এমন সব স্বপ্ন পূরণ করতে এ সি আই মটরস্ বাংলাদেশে ইয়ামাহার একমাত্র পরিবেশক বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে ইয়ামাহা R15 V3 ও MT 15 মডেলে দিচ্ছে ১৬,০০০ টাকা ক্যাশব্যাক। শুধু তাই নয় ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি মোটরসাইকেলেও থাকছে ক্যাশব্যাক অফার।
ইয়ামাহা ক্যাশব্যাক অফারগুলোতে থাকছে-
-R15 V3 ও MT 15 মডেলে থাকছে ১৬,০০০ টাকা ক্যাশব্যাক।
-Saluto 125cc এর Armada Blue ও Matte Green কালারে থাকছে ৪,১০০ টাকা ও Sparky Cyan কালারে থাকছে ৩,১০০ টাকা ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাকের পর Saluto 125cc এর মূল্য ১,২৪,৯০০ টাকা।
অফারটি ৩১ ডিসেম্বর ২০২০, তারিখ পর্যন্ত শর্তসাপেক্ষে প্রযোজ্য।
তাই আর দেরি কেন? স্বপ্নের ইয়ামাহা মোটর সাইকেল কিনতে আজই আপনার নিকটস্থ এ সি আই মটরস্ অনুমোদিত ইয়ামাহা শো-রুমে চলে আসুন।
Total view: 715