
২০২১ পেরিয়ে আমরা ২০২২ সাল শুরু করে ফেলেছি। বাংলাদেশের বাজারে ২০২১ সালে অনেকগুলো নতুন নতুন বাইক এসেছে। গ্রাহকদের চাহিদা, অভিরুচি, যুগের সাথে তাল মিলিয়ে কোম্পানীগুলো নিত্য নতুন ডিজাইন ও ফিচারসের বাইক বাজারে সরবরাহ করেছে। চলমান ২০২২ সালে অবশ্যই বাংলাদেশের বাজারে কিছু নতুন বাইক আসবে এটা নিয়ে বলা অপেক্ষা রাখে না। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনারদের সাথে আলোচনা করতে যাচ্ছি ২০২২ সালে যে বাইকগুলো আমরা বাংলাদেশের বাজারে দেখতে পারবো। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে আমাদের দেশের বাজারে এই বাইকগুলো আসবে । আজকে ২০২২ সালে যে সম্ভাব্য বাইকগুলো বাজারে আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
Bajaj CT 110 X

যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বাজাজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ২০২২ সালে যদি সব কিছু ঠিক থাকে তাহলে Bajaj CT 110 X এই বাইকটি আমরা দেখতে পারবো।
Hero Glamour BS6

বর্তমান সময়ে হিরোর বহরে বেশ কিছু চমৎকার বাইক রয়েছে। ২০২২ সালে তাদের বহরে যুক্ত হতে পারে Hero Glamour BS6 । আমাদের পার্শ্ববতী দেশ ভারতে তাদের এই বাইকটি দেখা যায় তাই আশা করা যায় আমাদের দেশের বাজারেও অচিরেই দেখা মিলবে।
Hero Passion Pro BS6

হিরো ২০২২ সালে হয়তো তাদের বহরে আরেকটি বাইক যুক্ত করতে যাচ্ছে যার নাম হল Hero Passion X Pro BS6 । এই বাইকটি আমাদের পার্শ্ববতী দেশ ভারতে দেখতে পাওয়া যায়।
Yamaha R15 V4

সম্প্রতি বাজারে পরিচিত হয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি৪ (R15V4) । সম্পূর্ন নতুন R15 V4 হল কিংবদন্তী সুপার স্পোর্টস বাইক YZF R1 এর ডিএনএ থেকে নেয়া।
Yamaha R15M

এখন সময় এসেছে R15 M এর পাশাপাশি আরেকটি মাস্টারপিস নিয়ে আলোচনা করার।হ্যাঁ, এটি R15 M! ইয়ামাহা রেসিং ডিএনএ এর আরেকটি নাম হচ্ছে আর ওয়ান এম
Yamaha FZX

রাইড ফ্রি! এই নতুন কনসেপ্টের মাধ্যমে ইয়ামাহা তাদের ব্যাবহারকারীদের জন্য নিয়ে এসেছে Yamaha FZ-X 150। যারা ক্যাফে রেসার পছন্দ করেন এবং সেইসাথে স্ট্যান্ডার্ড কমিউটার বাইকের সাথে চলাচল করতে পছন্দ করেন তারা অবশ্যই ইয়ামাহার এই নতুন মডেলের উপর উৎসাহ দেখাবেন।
TVS Raider

বর্তমান সময়ে ব্যাপক আলোচিত একটি বাইক হল এই TVS Raider । আমাদের দেশের বাজারে কম বেশি সকল বাইকদের কাছে এই বাইক সম্পর্কে আগ্রহ একটু বেশি দেখা যায়। এই বাইকের আছে স্টাইলিশ আউটলুক যা একজন রাইডারকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম।
TVS Apache RTR 165 RP

Apache RTR সিরিজ আমাদের দেশে ব্যাপক পরিচিত। গ্রাহকদের নতুন কিছুর ধারণা দিতে এবার TVS ভারতের বাজারে TVS Apache RTR 165 RP বাইকটি নিয়ে এসেছে । এই বাইকের ডিজাইন 4V সিরিজের মত রাখা হয়েছে এবং কালার কম্বিনেশন ও গ্রাফিক্যাল কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। RP এর পুর্ন্রুপ হল Race Performance। এই বাইকটি লিমিটেড এডিশনের তাই টিভিএস এই বাইকটি খুব যত্ন সহকারে তৈরি করেছে।
Honda SP 125

হোন্ডা ২০২২ সালে বাংলাদেশের গ্রাহকদের নতুন চমক দিতে পারে। তাদের Honda SP 125 বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে বাংলাদেশের বাজারেও এই বাইকটি আসার সুযোগ আছে।
GPX Demon GR 165R

আমরা জানি যে খুব সম্প্রতি সময়ে GPX তাদের নতুন বাইক GPX Demon GR 165R নিয়ে এসেছে।
আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে উপস্থাপন করলাম ২০২২ সালে বাংলাদেশের বাজারে যে বাইকগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে। উপরিউক্তে বাইকের যে সম্ভাব্য দাম দেওয়া আছে সেগুলো আমরা বাজার বিবেচনা করে নির্ধারন করেছি । তাই যে দাম দেওয়া আছে সেই দাম হুবহু মিল হবে এটা সঠিক বলা যাচ্ছে না। আশা করি ২০২২ সালে আমরা বাংলাদেশের বাজারে নতুন নতুন অনেক সুন্দর বাইক দেখতে পাবো।
Bangladesh Honda Private Limited (BHL) yesterday 20 December 2025, unveiled the All New Honda NX200, an adventure-inspired motor...
English BanglaCFMoto was one of the main attractions in the motorcycle market of Bangladesh in 2025, behind which two main reasons can be ment...
English BanglaIn the Bangladeshi sports bike market, the popular Thai brand GPX has become the top choice for the younger generation. Known fo...
English BanglaFor all the young and senior bike lovers in Bangladesh, Yamaha is a premium quality motorcycle brand, each model of which is wel...
English BanglaBangladeshi motorcycle market, Yamaha is a very well-known name among bike lovers of all levels, each of whose models is unmatch...
English Bangla