Sunra
Yamaha Banner
Search

২০২২ সালে বাংলাদেশের বাজারে আসতে পারে এমন কয়েকটি বাইক

2022-01-08

২০২২ সালে বাংলাদেশের বাজারে আসতে পারে এমন কয়েকটি বাইক

upcoming-bike-in-2022-1641635298.jpg
২০২১ পেরিয়ে আমরা ২০২২ সাল শুরু করে ফেলেছি। বাংলাদেশের বাজারে ২০২১ সালে অনেকগুলো নতুন নতুন বাইক এসেছে। গ্রাহকদের চাহিদা, অভিরুচি, যুগের সাথে তাল মিলিয়ে কোম্পানীগুলো নিত্য নতুন ডিজাইন ও ফিচারসের বাইক বাজারে সরবরাহ করেছে। চলমান ২০২২ সালে অবশ্যই বাংলাদেশের বাজারে কিছু নতুন বাইক আসবে এটা নিয়ে বলা অপেক্ষা রাখে না। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনারদের সাথে আলোচনা করতে যাচ্ছি ২০২২ সালে যে বাইকগুলো আমরা বাংলাদেশের বাজারে দেখতে পারবো। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে আমাদের দেশের বাজারে এই বাইকগুলো আসবে । আজকে ২০২২ সালে যে সম্ভাব্য বাইকগুলো বাজারে আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি।


Bajaj CT 110 X


Bajaj-CT-110-X-1641635325.jpg
যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বাজাজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ২০২২ সালে যদি সব কিছু ঠিক থাকে তাহলে Bajaj CT 110 X এই বাইকটি আমরা দেখতে পারবো।



  • নতুন এই Bajaj CT 110 X বাইকে থাকবে সম্পুর্ন নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশন। এদিকে এই বাইকের সামনে হেডল্যাম্প থেকে শুরু করে পেছনের টেল ল্যাম্প পর্যন্ত সব কিছুতেই নতুন ডিজাইনের ধারণা দেওয়া হয়েছে যা একজন রাইডারকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম। বাংলাদেশের বাজারে এই বাইক আসলে সম্ভাব্য দাম হতে পারে ১,১০,০০০ থেকে ১,১৫,০০০ টাকার মধ্যে।


Hero Glamour BS6


Hero-Glamor-BS6-1641635363.jpg
বর্তমান সময়ে হিরোর বহরে বেশ কিছু চমৎকার বাইক রয়েছে। ২০২২ সালে তাদের বহরে যুক্ত হতে পারে Hero Glamour BS6 । আমাদের পার্শ্ববতী দেশ ভারতে তাদের এই বাইকটি দেখা যায় তাই আশা করা যায় আমাদের দেশের বাজারেও অচিরেই দেখা মিলবে।



  • এই Hero Glamour BS6 বাইকের রয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন ও কালার কম্বিনেশন, নতুন হেলল্যাম্প, নতুন টেল ল্যাম্প, নতুন মিটার কনসোল। এই বাইকের ইঞ্জিনে থাকবে ১২৫ সিসির এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 10.84 PS @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 10.6 Nm @ 6000 rpm উৎপন্ন করতে সক্ষম। এডিশনাল ফিচারস হিসেবে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, X-sense প্রযুক্তি। ব্রেকিং সিস্টেমে থাকবে ডিস্ক ও ড্রাম ব্রেক। বাংলাদেশের বাজারে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ১,৩০,০০০ টাকা থেকে ১,৩৫,০০০ টাকা।


Hero Passion Pro BS6


Hero-Passion-Pro-BS6-1641635395.jpg
হিরো ২০২২ সালে হয়তো তাদের বহরে আরেকটি বাইক যুক্ত করতে যাচ্ছে যার নাম হল Hero Passion X Pro BS6 । এই বাইকটি আমাদের পার্শ্ববতী দেশ ভারতে দেখতে পাওয়া যায়।



  • নতুন এই Hero Passion X Pro BS6 বাইকের ডিজাইন ও কালার কম্বিনেশনে নতুন ধারণা দেওয়া থাকবে । সেই সাথে এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১১৩ সিসি এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 9.15 PS @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 9.89 Nm @ 5000 rpm উৎপন্ন করতে সক্ষম। ব্রেকিং সিস্টেমে থাকবে IBS (Integrated Braking System) যা ডিস্ক ও ড্রাম ব্রেকের সমন্বয়ে থাকবে। এডিশনাল ফিচারস হিসেবে থাকবে Autosail ও Xsens প্রযুক্তি। Hero Passion X Pro BS6 বাংলাদেশের বাজারে দাম হতে পারে ১,২০,০০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকা।


Yamaha R15 V4


Yamaha-R15-V4-1641635425.jpg
সম্প্রতি বাজারে পরিচিত হয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি৪ (R15V4) । সম্পূর্ন নতুন R15 V4 হল কিংবদন্তী সুপার স্পোর্টস বাইক YZF R1 এর ডিএনএ থেকে নেয়া।



  • এই বাইকের স্পেশাল ফিচাসের মধ্যে রয়েছে অ্যারোডাইনামিক বডি ডিজাইন, ক্লাস-ডি বিআই- ফাংশনাল হেডলাইট ইউনিট, সুপিরওর ইঞ্জিন, ভ্যারিয়াবেল ভালভ একচুয়েশন (VVA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক শিফটার, সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল যা ওয়াই-কানেক্ট অ্যাপের সাথে সংযুক্ত। নতুন এই Yamaha R15 V4 বাইক বাজারে আসলে এর সম্ভাব্য দাম হতে পারে ৫,০০,০০০ টাকা থেকে ৫,২৫,০০০ টাকার মধ্যে।


Yamaha R15M


Yamaha-R15M-1641635776.jpg
এখন সময় এসেছে R15 M এর পাশাপাশি আরেকটি মাস্টারপিস নিয়ে আলোচনা করার।হ্যাঁ, এটি R15 M! ইয়ামাহা রেসিং ডিএনএ এর আরেকটি নাম হচ্ছে আর ওয়ান এম



  • এই আর-সিরিজের মতো কিংবদন্তী এই নতুন R15 M। R15M এর নতুন গ্রাফিক্স, 3D লোগো এবং বিশেষ রাইডিং সীটসহ, 155 CC LC4V SOHC FI ইঞ্জিন যেখানে আছে VVA সহ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই বাইককে করে তুলেছে লো সেগমেন্টেড রেসিং মেশিন। এই বাইকের স্পেশাল ফিচারস হিসেবে আছে অ্যারোডাইনামিক বডি ডিজাইন, ক্লাস-ডি বিআই- ফাংশনাল হেডলাইট ইউনিট, সুপিরওর ইঞ্জিন, ভ্যারিয়াবেল ভালভ একচুয়েশন (VVA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক শিফটার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ, সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল যা ওয়াই-কানেক্ট অ্যাপের সাথে সংযুক্ত। বাংলাদেশের বাজারে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ৫,২০,০০০ টাকা থেকে ৫,৩০,০০০ টাকার মধ্যে।


Yamaha FZX


Yamaha-FZX-1641635817.jpg
রাইড ফ্রি! এই নতুন কনসেপ্টের মাধ্যমে ইয়ামাহা তাদের ব্যাবহারকারীদের জন্য নিয়ে এসেছে Yamaha FZ-X 150। যারা ক্যাফে রেসার পছন্দ করেন এবং সেইসাথে স্ট্যান্ডার্ড কমিউটার বাইকের সাথে চলাচল করতে পছন্দ করেন তারা অবশ্যই ইয়ামাহার এই নতুন মডেলের উপর উৎসাহ দেখাবেন।



  • Yamaha FZ-X 150 এর বিশেষ বিশেষ ফিচারসূমহের মধ্যে রয়েছে কমফোর্টেবল নিও-রেট্রো ডিজাইন,BI-ফাংশনাল LED হেড লাইট ডিআরএল,এবিএস,টু-স্টেপ টাক এন্ড রোল সিট,ব্লক প্যাটার্ন টায়ার,উন্নত সাসপেনশন,সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ,নতুন এলসিডি মিটার,আন্ডার কাউল। Yamaha FZX বাংলাদেশের বাজারে সম্ভাব্য দাম হতে পারে ২,৮০,০০০ টাকা থেকে ২,৯০,০০০ টাকা।


TVS Raider


TVS-Raider-1641635839.jpg
বর্তমান সময়ে ব্যাপক আলোচিত একটি বাইক হল এই TVS Raider । আমাদের দেশের বাজারে কম বেশি সকল বাইকদের কাছে এই বাইক সম্পর্কে আগ্রহ একটু বেশি দেখা যায়। এই বাইকের আছে স্টাইলিশ আউটলুক যা একজন রাইডারকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম।



  • স্পেশাল ফিচারস হিসেবে আছে নেকেড স্পোর্টস ডিজাইন।, বোল্ড এবং এক্সসাইটিং হেডল্যাম্প,সিগনেচার স্টাইল টেইল ল্যাম্প,আরামদায়ক রাইডিং সীট,স্পোর্টি ফুয়েল ট্যাংক, প্রিমিয়াম কোয়ালিটির রেক্সিনের সাথে সিট স্প্লিট, আকর্ষনীয় ডিজাইনের কালারফুল ইঞ্জিন গার্ড, রোটো পিটাল ডিস্ক প্লেট, USB পোর্ট, আন্ডারসিট স্টোরেজ স্পেস। ইঞ্জিনে রয়েছে ১২৪.৮সিসিএয়ারএবংঅয়েলকুলডসিঙ্গেলসিলিন্ডার, এসআইথ্রি-ভালভআর্কিটেকচার ইঞ্জিন। বাংলাদেশের বাজারে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ১,৩০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।


TVS Apache RTR 165 RP


TVS-Apache-RTR-165-RP-1641635886.jpg
Apache RTR সিরিজ আমাদের দেশে ব্যাপক পরিচিত। গ্রাহকদের নতুন কিছুর ধারণা দিতে এবার TVS ভারতের বাজারে TVS Apache RTR 165 RP বাইকটি নিয়ে এসেছে । এই বাইকের ডিজাইন 4V সিরিজের মত রাখা হয়েছে এবং কালার কম্বিনেশন ও গ্রাফিক্যাল কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। RP এর পুর্ন্রুপ হল Race Performance। এই বাইকটি লিমিটেড এডিশনের তাই টিভিএস এই বাইকটি খুব যত্ন সহকারে তৈরি করেছে।



  • এডিশনাল ফিচারস হিসেবে আছে সিংগেল চ্যানেল এবিএস। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১৬৫ সিসি এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 19.2 PS@10000 rpm এবং ম্যাক্স টর্ক 14.2 Nm@8750 RPM উৎপন্ন করতে পারে। বাংলাদেশের বাজারে যদি এই বাইক আসে তাহলে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ২,৩০,০০০ টাকা থেকে ২,৩৫,০০০ টাকা।


Honda SP 125


Honda-SP-125-1641635931.jpg
হোন্ডা ২০২২ সালে বাংলাদেশের গ্রাহকদের নতুন চমক দিতে পারে। তাদের Honda SP 125 বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে বাংলাদেশের বাজারেও এই বাইকটি আসার সুযোগ আছে।



  • এই SP 125 বাইকের রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও কালার কম্বিনেশন। ইঞ্জিনে রয়েছে ১২৫ সিসির এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 10.72 bhp @ 7,500 rpm এবং ম্যাক্স টর্ক 10.9 Nm @ 6,000 rpm উৎপন্ন করতে পারে। ব্রেকিং সিস্টেমে দেওয়া আছে সিবিএস ব্রেকিং সিস্টেম যা খুবই কার্যকরী একটি ব্রেকিং। বাংলাদেশের বাজারে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ১,৩০,০০০ টাকা থেকে ১,৩৫,০০০ টাকা।


GPX Demon GR 165R


GPX-Demon-GR-165R-1641635963.jpg
আমরা জানি যে খুব সম্প্রতি সময়ে GPX তাদের নতুন বাইক GPX Demon GR 165R নিয়ে এসেছে।



  • গ্রাহকদের চাহিদা ও যুগের সাথে তাল মিলিয়ে এবারে তারা নিয়ে আসতে যাচ্ছে একই বাইকের ডুয়াল চ্যানেল এবিএস, ৪ ভালভের শক্তিশালী ইঞ্জিন এবং আরও কিছু বিষয় পরিবর্তন থাকতে পারে। বাংলাদেশের বাজারে এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ৩,২০,০০০ টাকা থেকে ৩,৪০,০০০ টাকা।


 


আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে উপস্থাপন করলাম ২০২২ সালে বাংলাদেশের বাজারে যে বাইকগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে। উপরিউক্তে বাইকের যে সম্ভাব্য দাম দেওয়া আছে সেগুলো আমরা বাজার বিবেচনা করে নির্ধারন করেছি । তাই যে দাম দেওয়া আছে সেই দাম হুবহু মিল হবে এটা সঠিক বলা যাচ্ছে না। আশা করি ২০২২ সালে আমরা বাংলাদেশের বাজারে নতুন নতুন অনেক সুন্দর বাইক দেখতে পাবো।


 


 

Bike News

Bangladesh Honda Private Limited Launches All New Honda NX200
2025-12-21

Bangladesh Honda Private Limited (BHL) yesterday 20 December 2025, unveiled the All New Honda NX200, an adventure-inspired motor...

English Bangla
CFMoto bike prices Latest update on 2025
2025-12-20

CFMoto was one of the main attractions in the motorcycle market of Bangladesh in 2025, behind which two main reasons can be ment...

English Bangla
GPX Motorcycles in Bangladesh 2025: Price, Features, and Comprehensive Review
2025-12-18

In the Bangladeshi sports bike market, the popular Thai brand GPX has become the top choice for the younger generation. Known fo...

English Bangla
Yamaha Bike Prices in the last of 2025
2025-12-17

For all the young and senior bike lovers in Bangladesh, Yamaha is a premium quality motorcycle brand, each model of which is wel...

English Bangla
Yamaha brought Winter Rev from Upside Down in December 2025
2025-12-14

Bangladeshi motorcycle market, Yamaha is a very well-known name among bike lovers of all levels, each of whose models is unmatch...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter