Sunra
Yamaha Banner
Search

সেরা ৫টি ১২৫সিসি মোটরসাইকেল ২০১৭

2017-12-25

সেরা ৫টি ১২৫সিসি মোটরসাইকেল ২০১৭


Top-5-125cc-motorcycles-in-2017


আমাদের দেশে মোটরসাইকেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সাথে কোম্পানীগুলোর কিছু অফার এবং মোটরসাইকেলের দাম কম হওয়াতে বর্তমানে প্রায় প্রত্যেক ঘরে ঘরে মোটরসাইকেল দেখা যায়। শহরের মানুষের অফিস যাতায়াত কিংবা ছুটির দিনে বন্ধুদের সাথে একটু লং রাইডে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে সেই সাথে শহরের অসহনীয় জ্যামে আটকা পড়ে থাকার বিকল্প উপায় হিসেবে মোটরসাইকেলের প্রয়োজন বাড়ছে। অন্যদিকে গ্রামের রাস্তায় মোটরসাইকেলের পরিমাণ বাড়ছে। সময় বাঁচাতে গ্রামের মাইলের পর মাইল রাস্তা মোটরসাইকেলই পাড়ি দিতে পারে। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ এখন খুব অল্প সময়ে অনেক দূর পথ পাড়ি দিতে চায়, তাই অনেকেই বেশী স্পীড, সহনীয় মাইলেজ এবং একটু লং ট্যুরের জন্য ১০০ সিসির থেকে ১২৫ সিসিকেই বেশী প্রাধান্য দিয়ে থাকেন। আমরা ইতমধ্যে আমাদের দেশের জনপ্রিয় ১০০ সিসি কমিউটার বাইকগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু রাইডকে আরও বেশি প্রানবন্ত করতে মানুষ একটু হাই সিসি পছন্দ করে নেয় কিন্তু সেগুলো অবশ্যই কমিউটার সেগমেন্টের অন্তর্গত।

কিছু গুরুত্বপূর্ণ দিকের উপর ভিত্তি ১০০ সিসির মতোই আমরা টীম মোটরসাইকেল ভ্যালী টপ পাঁচটি ১২৫ সিসির মোটরসাইকেল তালিকা প্রস্তুত করেছি যেগুলোর দাম, ব্র্যান্ড ভ্যালু, তেল খরচ, রিসেল ভ্যালু, পার্টস এর সহজলভ্যতা এসব বিষয় ঠিক আছে কিনা এবং গ্রাহকরা সন্তুষ্ট কি না । নিচে গ্রাহকদের আলোচিত ২০১৭ সালের টপ পাঁচটি ১২৫ সিসি মোটরসাইকেল তালিকা দেওয়া হল।



01-bajaj-discover-125

বাজাজ ডিস্কোভার ১২৫
শুরু থেকেই বাজাজ ভালো মানের প্রোডাক্ট সরবরাহ করে গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে। সুন্দর ডিজাইন, মজবুত গঠন এবং টেকসই হওয়ার কারণে অনেকেই বাজাজের মোটরসাইকেলে বেশী আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে বাইকটির রিসেল প্রাইস অনেক ভালো যার জন্য বাজাজ কিনতে কারও দ্বিধা থাকে না। বাজাজ ডিস্কোভার ১২৫ সিসির মাইলেজ গ্রাহকদের মতে ৫০-৬০ কিমি প্রতি লিটারে। সকল দিক বিবেচনায় ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে বাজাজ ডিস্কোভার ২০১৭ সালে তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে।



Bajaj Discover 125





02-tvs-stryker-125

টিভিএস স্ট্রাইকার
ভালো ইঞ্জিন শক্তি, সুন্দর ডিজাইন ও গ্রাফিক্স, প্রশস্থ সিটিং পজিশন মোটকথা সাধ ও সাধ্যের মধ্যে ১২৫ সিসি এই বাইকটিতে আধুনিক ফিচারস রয়েছে যেটা গ্রাহকদের নজরকাড়ে। অন্যদিকে বাইকটির রিসেল ভ্যালু অনেক ভালো, যার কারণে অনেকেই এর প্রতি আস্থা রাখেন। টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি এই বাইকটির মাইলেজ ৪৫-৫৫ কিমি প্রতি লিটারের মতো। শুরু থেকেই টিভিএস স্ট্রাইকার গ্রাহকদের অনেক পছন্দের একটি বাইক যার কারণে ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে রয়েছে।



TVS Stryker





03-hero-glamour

হিরো গ্ল্যামার
হোন্ডা থেকে আলাদা হবার পর হিরো চেষ্টা করে যাচ্ছে তাদের গ্রাহকদের নতুন কিছু উপহার দেওয়ার। সেই উপহার হিসেবে হিরো তাদের গ্ল্যামার মডেলটি আরও আধুনিকভাবে গ্রাহকদের সামনে তুলে ধরছে। ১২৫ সিসির মধ্যে স্টাইলিশ লুক, মজবুত বিল্ড কোয়ালিটি, টেকসই, মাস্কুলার বডি বলতে গেলে বাইকটিতে প্রায় সব কিছু রয়েছে। যারা ১২৫ সিসির মধ্যে ভালো আউটলুক বাইক চান তারা হিরো গ্ল্যামারকে বেছে নিতে পারেন। গ্রাহকেরা এর মাইলেজ দাবি করে যে ৪০-৫০ কিমি প্রতি লিটারে। সব কিছু মিলিয়ে ২০১৭ সালে গ্ল্যামার নামটি গ্রাহকদের পছন্দের শীর্ষ তালিকায় ছিলো।



Hero Glamour





04.honda-cb-shine

হোন্ডা সিবি সাইন
হোন্ডা হোন্ডাই এটা শুধু কোম্পানীর মুখে শোনা যায় না বরং গ্রাহকদের মুখেও এটি বেশি শোনা যায়। শুরু থেকেই হোন্ডা তাদের বাইকগুলোর কোয়ালিটি ধরে রেখেছে এবং তারই অংশ হিসেবে হোন্ডা ১২৫ সিসি সেগমেন্টের অনবদ্য সৃষ্টি হল হোন্ডা শাইন। সুন্দর ও মার্জিত ডিজাইন, ভালো মাইলেজ, ভালো ইঞ্জিন শক্তি এসব কিছু গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। হোন্ডা শাইনের মাইলেজ আমাদের গ্রাহকেরা যেটা বলে সেটা হল ৪৫-৫৫ কিমি প্রতি লিটারে। বাইকটির সব কিছু আধুনিক এবং ভালো ফিচারস এবং ব্র্যান্ড হিসেবে দামটা কম থাকার ফলে ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে চলে এসেছে।



Honda CB Shine





05-keeway-rks-125

কিওয়ে আরকেএস ১২৫
ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে বাইকটি অনেক ভালো, অন্যদিকে মাস্কুলার লুক এবং ভালো ইঞ্জিন শক্তি থাকার ফলে কিওয়ে আরকেএস ১২৫ অনেক গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে। ভালো ইঞ্জিন পারফরমেন্স, কন্ট্রোলিং, আরামদায়ক, তুলনামূলক দাম কমের ফলে রাইডারগন এই বাইকটি পছন্দ করেন। এর মাইলেজ ৪০-৫০কিমি/লিটার এটা গ্রাহকেরা দাবি করেন।



KeeWay RKS 125


Bike News

Hyosung Bike Price in Bangladesh October 2025
2025-10-19

Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh October 2025
2025-10-16

The world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...

English Bangla
New Era of E-Mobility in Bangladesh: Global E-Bike Brand ‘Sunra’ Officially Launches
2025-10-15

Bangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...

English Bangla
GPX Bike Price in Bangladesh October 2025
2025-10-15

Among the few foreign premium sports category motorcycle brands that do business in Bangladesh, one of the most renowned motorcy...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh October 2025
2025-10-13

Yamaha is a very well-known brand among bike lovers and this recognition is worldwide. Yamaha's reputation in Bangladesh is not ...

English Bangla
Filter