Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশের শীর্ষ ১০টি মোটরসাইকেল ২০২১

2021-08-03

বাংলাদেশের শীর্ষ ১০টি মোটরসাইকেল ২০২১

1627974686_Top-10-Bike-in-Bangladesh.jpg
সবচেয়ে জনপ্রিয় বাইকের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে উঠে উচ্চ ক্ষমতা/শক্তিশালী ইঞ্জিন এবং এগ্রেসিভ লুক সম্পন্ন অনেকগুলি বাইক যা প্রকৃতপক্ষে নির্দিষ্ট একটি বাইকার শ্রেনী ব্যবহার করে থাকে কিন্তু বিষয় বিস্তরভাবে আলোচনা করতে গেলে দেখা যাবে সবচেয়ে জনপ্রিয় বাইক হলো সেটাই যার গ্রহনযোগ্যতা সকল শ্রেনী পেশার মানুষের কাছে আছে এবং সবাই একবাক্যে সেই বাইকটাকে সকল দিক বিবেচনা করে ভাল বলতে পেরেছে। আমাদের সার্চলিস্ট বা ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আজ আমরা ক্রমান্বয়ে তুলে ধরবো ২০২১ সালের সেরা ১০টা বাইকের নাম এবং এই বাইকগুলা অন্যসবার থেকে কেন সেরা তার কারনসমুহ।

Bajaj-Discover-125-Disc-1627974763.jpg
১।বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্কঃ


বাংলাদেশের সেরা ১০টা বাইকের তালিকা উল্লেখ করতে গেলে অবশ্যই বাজাজের ডিস্কভার সিরিজের ১২৫ ডিস্ক মডেলটা সবার আগে উল্লেখ করতেই হবে। ডিস্ক মডেলটার কথা আমরা উল্লেখ করছি কারন এই একই মডেলের ড্রাম মডেল কিছুদিন পুর্বে বাজাজ কর্তৃপক্ষ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। ডিস্কভার মডেলের ক্রেতারা এই মডেলটাকে পছন্দ তালিকায় যে কারনে সবার আগে রাখেন তার প্রথম কারন হলো এই মডেলের মার্জিত স্টাইলিশ ডিজাইন যা সবার সাথেই খুব ভাল মানিয়ে যায়। ২য় যে বিষয়গুলা সবাইকে এই বাইকের প্রতি আকৃষ্ট করে তা হলো এর ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ এবং চলতি পথে এই বাইকের আরাম। যারা বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক একবার চালিয়েছেন তারা কমবেশি সবাই এই বাইকটা প্রশংসা করেছেন। অসাধারন মাইলেজ ডিস্কভার ১২৫ বাইকটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যদিও কোম্পানীর দাবী অনুযায়ী ডিস্কভার ১২৫ বাইকটা মাইলেজ দিবে ৮০ কিলোমিটার প্রতি লিটার বা তারও বেশি কিন্তু প্রকৃত মাইলেজ ঠিক সেইরকম না হলেও প্রতিটা গ্রাহকের কাছে যথেস্ট সন্তোষজনক। বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক মডেলের বর্তমান দাম ১,৩৩,৫০০ টাকা। সময়ের ব্যবধানে এখন পর্যন্ত ৬৪ জন বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক মডেল ব্যবহারকারী আমাদের সাথে তাদের বাইক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছে। আপনি চাইলে দেখে আসতে পারেন তাদের অভিজ্ঞতা



 



Yamaha-FZS-V3-1627974875.jpg
২। ইয়ামাহা FZS-V3:


আমাদের কাছে থাকা ক্রেতাদের মতামত একই সাথে আমাদের সার্চ রেসিও বলে ইয়ামাহার অন্যতম সেরা মডেল FZS-V3 হলো বর্তমান সময়ে বাইক লাভারদের পছন্দ তালিকায় শীর্ষে থাকা একটি মোটরসাইকেল। ইয়ামাহা FZS-V3 বাইকটা তৈরি করা হয়েছে অসাধারন মাস্কুলার লুক দিয়ে যা সহজেই যে কারই মনযোগ কেড়ে নেওয়ার এবং এক দৃষ্টিতে তাকিয়ে বাইকটার দিকে তাকিয়ে রাখার সক্ষমতা আছে। ইয়ামাহা FZS-V3 বাইকটি 149সিসি ইঞ্জিন দিয়ে চলে যা সর্বোচ্চ শক্তি ১৩.২ পিএস @ ৮০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১২.৮ এনএম @ ৬০০০ আরপিএম এবং কোম্পানির তথ্য অনুসারে প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পথে চলে। ইয়ামাহা FZS-V3 এর বর্তমান দাম ২,৪০,৫০০ টাকা এখন পর্যন্ত ২৫ জন ইয়ামাহা FZS-V3 ব্যবহারকারী আমাদের সাথে তাদের ব্যবহারীক অভিজ্ঞতা শেয়ার করেছে আপনি চাইলে নিজেই দেখে নিতে তাদের নিজেদের বলা অভিজ্ঞতা যা ইয়ামাহা FZS-V3 সম্পর্কে আপনার ধারনা পরিষ্কার করে দিবে বলেই আশা করি

https://www.motorcyclevalley.com/user-reviews/yamaha-fzs-version-3/


Yamaha-FZS-V2-1627974947.jpg
৩। ইয়ামাহা FZS-V2:


আমরা আমাদের ওয়েবসাইটে ক্রেতাদের সার্চ দেখে এই ব্যাপারটা অনেকটা পরিষ্কারভাবে বুঝতে পারি ইয়ামাহার এই একই মডেলের দুইটা ভার্শনের ব্যাপারে ক্রেতাদের অনেক আকর্ষন রয়েছে আর আমাদের কাছে থাকা ব্যবহারীক অভিজ্ঞতা বিশ্লেষণ করলে বাইক দুইটার ব্রান্ড ভ্যালু, অসাধারন মার্জিত ডিজাইন এবং উচ্চ প্রশংসিত পারফরমেন্স এই জনপ্রিয়তার অন্যতম কারন বলে উল্লেখ করা যায়। ইয়ামাহা FZS-V2 এর বর্তমান দাম ২,৩০,০০০ টাকা। এই বাইকটার প্রকৃত পারফরমেন্সসহ ব্যবহারীক অভিজ্ঞতা জানতে ভিজিট করুন নিম্নের লিংকটা যেখানে সময়ের পার্থক্যে প্রায় ২৫ জন তাদের ব্যবহারীক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে

https://www.motorcyclevalley.com/user-reviews/yamaha-fzs-fi-dd/


Bajaj-Pulsar-Series-1627975001.jpg
৪। বাজাজ পালসার সিরিজঃ


বাজাজের এই আরেকটি মডেল যার প্রায় প্রতিটা মডেল সবার কাছে খুবই জনপ্রিয়। যদি ক্রমান্বয়ে উল্লেখ করা হয় তবে পালসার সিংগেল ডিস্ক, সদ্য বাজারে আসা বাজাজ পালসার টুইন ডিস্ক এবিএস এবং বাজাজ পালসার টুইন ডিস্ক। মজার ব্যাপার হলো কোনভাবেই কেউই পালসার সিরিজের জনপ্রিয়টা দ্বিমন পোষন করতে পারবেন না তার কারন আপনি আপনার আশেপাশে পালসারের সংখ্যাটা খেয়াল করতেই বুঝতে পারবেন। একইসাথে আমরা এখনও এমন কাউকে পাইনি যার কাছে পালসার ভাল লাগে না। সর্বশেষ বাজারে আসা বাজাজ পালসার টুইন ডিস্ক এবিএস এর মুল্য – ১,৯৬,৯০০ টাকা বাজাজ পালসার টুইন ডিস্ক এর মুল্য – ১,৮০,৯০০ টাকা বাজাজ পালসার সিংগেল ডিস্ক এর দাম – ১,৬৯,৯০০ টাকা পালসার সম্পর্কে ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানতে ক্লিক করুন আমাদের বাজাজ পালসারের কাস্টমার রিভিউ পেজের লিংকে

https://www.motorcyclevalley.com/user-ratings/bajaj-pulsar-150-2017/


Suzuki-GSX-R-150-1627975075.jpg
৫। সুজুকি GSX-R 150:


প্রিমিয়াম সেগমেন্টের অনেকগুলা বাইকই একটি নির্দিষ্ট বাইক কমিউনিটির কাছে ব্যাপক জনপ্রিয় কিন্তু দাম, মাইলেজ এবং মানানের কারনে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলা সবার কাছে সমান গ্রহনযোগ্যতা পাই না। সুজুকি GSX-R 150 সমমানের অন্যান্য যেকোন বাইকের থেকে দাম অনেকটাই কম এবং মানের দিক দিয়েও বেশ ভাল যার জন্যে শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টের বাইক প্রেমীদের ছাড়িয়ে স্পোর্টস সেগমেন্টের বাইক বাইক প্রেমীরাও এই বাইকের দিকে মনযোগী হয়েছেন যা আমাদের ওয়েবসাইটের সার্চ রেসিও বলে। সুজুকি GSX-R 150 হলো ১৪৯সিসি ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ ১৮.৯ বিএইচপি @ ১০,৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪ এনএম @ ৯০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার জ্বালানি পোড়ায় বলে কোম্পানি দাবী করে। সুজুকি GSX-R ১৫০ এর বর্তমান দাম ৩,৫০,০০০ টাকা। সুজুকি GSX-R ১৫০ নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ৩ জন প্রকৃত ব্যবহারকারী আপনি চাইলে তাদের অভিজ্ঞতা দেখে আসতে পারেন

https://www.motorcyclevalley.com/user-ratings/suzuki-gsx-r-150/


yamaha-r15-v3-1627975158.jpg
৬। ইয়ামাহা R15 V3:


স্পোর্টস বা প্রিমিয়াম সেগমেন্টের বাইক লাভার যারা আছেন তাদের কাছে ইয়ামাহা R15 V3 হলো সবচেয়ে বেশি জনপ্রিয় যদিও এই সংখ্যা অন্যান্য কমিউটার বা সাধারন ১৫০সিসি বাইকের মত না কিন্তু কোন অংশে কমও না। কারন হিসেবে বলা যেতে পারে সময়ের সাথে সাথে মানুষের গতি স্বাচ্ছন্দ্য আরাম এই বিষয়গুলাকে বেশ ভালভাবেই গুরুত্ব দিতে যাচ্ছে তাই R15 এর মত মডেলকে একসময় অতিরঞ্জিত বলে অভিহিত করলেও এখন এই ধরনের বাইকের সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বলেই আমাদের সার্চ রেজাল্ট জানাচ্ছে। ইয়ামাহা R15 V3 ১৫৫সিসির ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ শক্তি ১৯.৩পিএস @ ১০,০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.৭এনএম @ ৮৫০০ আরপিএম। R15 V3 ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার চলে বলে কোম্পানী দাবী করে। ইয়ামাহা R15 V3 এর বর্তমান দাম ৪,৮৫,০০০ টাকা। এখন দুইজন প্রকৃত ইয়ামাহা R15 V3 ব্যবহারকারী আমাদের সাথে কথা বলেছেন যাদের সাক্ষাৎকার নিম্নের লিংকে গেলেই পাবেন আর তাদের কথায় এই প্রিমিয়াম বাইকের প্রকৃত পারফরমেন্সের ধারনা পাবেন

https://www.motorcyclevalley.com/overview/yamaha-r15-v3-dark-knight/#914


Honda-X-Blade-1627975237.jpg
৭। হোন্ডা এক্স-ব্লেডঃ


হোন্ডা কোম্পানীর ভরসা আর দামে সহজলভ্য এবং অত্যাধুনিক সব ফিচারস সমৃদ্ধ হউয়ার কারনে হোন্ডা এক্স-ব্লেড প্রায় সকল শ্রেনীর বাইকারের কাছে বেশ জনপ্রিয় একটি নাম। হোন্ডা হর্নেটের একচেটিয়া জনপ্রিয়তার পরে হোন্ডা এক্স-ব্লেড হোন্ডার আরেকটি বিশেষ সংস্করন যা খুব সামান্য সময়ের মধ্যে বেশ ভালভাবে বাজার ধরতে সক্ষম হয়েছে। হোন্ডা এক্স-ব্লেড ১৬২.৭১সিসির ইঞ্জিন দ্বারা চালিত যা সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে ১৩.৯৩ বিএইচপি @ ৮,৫০০ আরপিএম এবং এর সর্বোচ্চ টর্ক ১৩.৯ এনএম @ ৬,০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৫৯ কিলোমিটার পর্যন্ত চলে বলে কোম্পানি দাবী করে। এতকিছুর সাথে হোন্ডা এক্স-ব্লেডের বর্তমান দাম ১,৭২,৯০০ টাকা। হোন্ডা এক্স-ব্লেড নিয়ে আমাদের সাথে কথা বলেছে ১৩ হোন্ডা এক্স-ব্লেড ব্যবহারকারী আর আপনি চাইলে হোন্ডা এক্স-ব্লেড নিয়ে তাদের কথাগুলা পড়ে দেখতে পারেন যা থেকে হোন্ডা এক্স-ব্লেডের প্রকৃত পারফরমেন্সের ব্যাপারে স্পষ্ট একটা ধারনা পাবেন বলে আশা করি

https://www.motorcyclevalley.com/user-reviews/honda-xblade/


Suzuki-Gixxe-Series-1627975331.jpg
৮। সুজুকি জিক্সার সিরিজঃ


বাংলাদেশে সুজুকি ব্রান্ডের বড় একটি অংশ জুড়ে আছে সুজুকি জিক্সার সিরিজ এবং তার থেকেও সাধারন বাইকারদের মনে জায়গা করে নিয়েছে সুজুকি জিক্সারের প্রায় প্রতিটা মডেলই। কথা শুনলে একটু অদ্ভুত মনে হলেও আমাদের কাছে সুজুকি জিক্সারের প্রতিটা মডেলের সার্চ তাই ই বলে। বর্তমানে সুজুকির জিক্সার সিরিজের প্রায় ৮ টি মডেল বাজারে আছে সর্বনিম্ন দাম ১,৭৪,৯৫০ টাকা এবং সর্বোচ্চ দাম ২,৯১,৯৫০ টাকা। বলা বাহুল্য যে দামের বৈচিত্রের কারনে একজন কাস্টমার তার পছন্দমত মডেলটা বেছে নিতে পারে। আপনি এই বাইকের কাস্টমার ফিডব্যাক জানতে চাইলে আমাদের রিভিউ পেজে ক্লিক করে জিক্সারের মডেল সিলেক্ট করে পড়ে আসতে পারেন আমাদের কাছে থাকা জিক্সার ব্যবহারকারীদের তাদের জিক্সারের ব্যাপারে মতামত

https://www.motorcyclevalley.com/reviews/user-reviews/


Hero-Thriller-160R-1627975400.jpg
৯। হিরো থ্রিলার ১৬০আরঃ


হিরো কোম্পানীকে গরিবের প্রিমিয়াম কোম্পানি যাদের প্রায় প্রতিটা বাইক ফিচার এবং পারফরমেন্স অনুযায়ী সবচেয়ে কমদামে বাংলাদেশের মার্কেটে সেল হয়ে থাকে। দীর্ঘদিন একই ধরনের বাইক এবং মডেল নিয়ে ঘুরপাক খাওয়ার পরে হিরো নিয়ে এসেছে তাদের ১৬০সিসি সেগমেন্টের একমাত্র মডেল হিরো থ্রিলার ১৬০আর। ঠিক পুর্বে হিরো যেমন অত্যাধুনিক সব ফিচারসহ সবচেয়ে কমদামে বাইক ক্রেতাদের কাছে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি কারন বাজারে থাকা অন্যান্য FI ABS মডেলের বাইকের থেকে হিরো থ্রিলারের দাম অনেক কম রেখেছে হিরো কর্তৃপক্ষ। আর এই কারনেই খুব অল্প সময়ের মধ্যে হিরো অগনিত বাইক লাভারদের মন জয় করে নিয়েছে। বর্তমানে হিরোর দুইটা মডেল বাজারে আছে একটি হলো Hero Thriller 160R Fi ABS Single Disc এবং আরেকটি হলো Hero Thriller 160R Fi ABS Double Disc সিংগেল ডিস্ক মডেলের দাম ১,৮৯,৯০০ টাকা আর ডাবল ডিস্ক মডেলের দাম ১,৯৯,৯৯০ টাকা। নিম্নের দুইটা লিংকে আমাদের সাথে যারা সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক বাইকের ব্যবহারীক অভিজ্ঞতা শেয়ার করেছে তাদের মতামত দেওয়া হলো আপনি চাইলে সেখান থেকে হিরো থ্রিলার এফআই এবিএস ১৬০আর এর প্রকৃত পারফরমেন্সের ব্যাপারে ধারনা পেতে পারেন

https://www.motorcyclevalley.com/user-reviews/hero-thriller-160r-fi-abs-dd/
https://www.motorcyclevalley.com/user-reviews/hero-thriller-160r-fi-abs-sd/

TVS-Apache-RTR-4V-Series-1627975497.jpg
১০। টিভিএস এপাচে আরটিআর ৪ভি সিরিজঃ


বাংলাদেশে ১৬০সিসি সেগমেন্টে যতগুলা বাইক আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষনীয় ডিজাইন এবং ডাইমেনশন নিয়ে তৈরি হয়েছে টিভিএস এপাচে আরটিআর ৪ভি সিরিজ আর এর কালার ভ্যারিয়েশন এমনভাবে করা হয়েছে যা ১৬০সিসির যেকোন বাইক লাভারকে সহজেই আকৃষ্ট করে ফেলে। বর্তমানে টিভিএস আরটিআর ৪ভি এর মোট ৩টি মডেল বাজারে আছে যার মধ্যে স্মার্ট এক্স কানেক্ট ফিচারসহ দুইটা বাইক আর এবিএস ব্রেকিং এর ফিচার নিয়ে আরেকটি বাইক। এই তিনটা মডেলের মধ্যে এবিএস প্রযুক্তির বাইকের দাম ২,০৭,৯০০ টাকা আর স্মার্ট এক্স-কানেক্ট সিঙ্গেল ডিস্ক পাওয়া যাবে ১,৮৬,৯০০ টাকা এবং ডাবল ডিস্ক মডেল ১,৯৬,৯০০ টাকায়। এই তিনটা বাইকের বেশ কয়েকজন ব্যবহারকারী আমাদের সাথে তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আপনি চাইলেই তাদের বাস্তব অভিজ্ঞতা একনজরে দেখে আসতে পারেন নিম্নের লিংকে গিয়ে মডেল সিলেক্ট করেঃ https://www.motorcyclevalley.com/reviews/user-reviews/

উল্লেখ্য যে ওপরের যাবতীয় তথ্য আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাবেইজ এবং সার্চ রেসিও থেকে সংগ্রহ করেছি যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। তাই এখন যে বাইক বা মডেল শীর্ষে অবস্থান কয়েকমাস বা কিছু দিন পরে সেটা সে অবস্থানে না থাকাটাই স্বাভাবিক। তাই সময়ের পরিক্রমায় আমরাও আপনাদের সাথে বাইকের নতুন জনপ্রিয়তা নিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

Bike News

CFMoto Bike Price in Bangladesh November 2025
2025-11-20

One of the few brands that has received a great response from the bike lovers and biker community since the increase in the CC l...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh November 2025
2025-11-19

Bajaj is one of the most well-known motorcycle brands in Bangladesh, one of the reasons for which is the excellent combination o...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh November 2025
2025-11-17

Yamaha is one of the few premium quality motorcycle brands in the Bangladeshi motorcycle market, each model of which is extremel...

English Bangla
CFMoto new showroom RS Autos in Bogra
2025-11-15

On November 13, CFMoto's new showroom RS AUTOS was inaugurated with a grand ceremony at Battala, College Road in Bogra Sadar, Bo...

English Bangla
CFMotos in Rangpur PCDT – CFMoto Rangpur
2025-11-09

Today, November 8, a grand ceremony was held to inaugurate the new CFMoto showroom in Rangpur, one of the most important divisiona...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter