Sunra
Yamaha Banner
Search

2016-09-29

মোটরসাইকেল জগতের সেরা ১০টি ব্র্যান্ড



Top 10 Motorcycle Brandsমোটরসাইকেল জগতে প্রথম সারির অনেকগুলো ব্রান্ড রয়েছে যারা একজন আরেকজনের থেকে সেরা। বিশ্বের অনেক নামী ব্যান্ডের মধ্যে থেকে নির্বাচন করতে গেলে রীতিমত দ্বিধায় পড়তে হয়। এরা প্রত্যেকেই একে অপরের থেকে কোন না কোন দিক দিয়ে এগিয়ে। কেউ প্রযুক্তিতে, কেউ বেষ্ট সেলিং এ, কেউ নির্ভরতায়, কেউ জ্বালানী সাশ্রয়ে আবার কেউবা স্টাইলে । আপনি কাকে বাদ দিয়ে কাকে নিবেন? নীচের ব্র্যান্ডগুলোকে যে চারটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তৈরী করা হয়েছে তা হলো প্রযুক্তি, নির্ভরতা, ডিজাইন, এবং সেলিং। তালিকার সাথে দ্বিমত থাকা খুবই স্বাভাবিক।


Honda
কোনই সন্দেহ নাই বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মোটরসাইকেল নির্মাতা Honda। বাইক নির্মানে Honda যে প্রযুক্তি ব্যবহার করে তাকে টেক্কা দেয়ার ক্ষমতা খুব কম কোম্পানিরই আছে। নির্ভরযোগ্য, মজবুত আর দীর্ঘস্থায়িত্বর প্রতীক যেনো Honda । আমাদের দেশের কথাই ধরুন, ইন্ডিয়ান বাইক আসার আগে Honda, Yamaha, Suzuki এই তিনটি কোম্পানিই মূলত মোটরসাইকেল বাজারে রাজ্বত্ব করতো। অথচ Honda আমাদের মনে এমন ছাপ ফেলে রেখে গিয়েছে যে শুধু অশিক্ষিত মানুষই শুধু নয়, অনেক শিক্ষিত মানুষ এখনও মোটরসাইকেল কে হোন্ডা বলে থাকেন। ১৯৪৬ সালে শুরু হয় হোন্ডার যাত্রা। বর্তমানে প্রতিষ্ঠানটি এতোটাই বিস্তৃত যে “হোন্ডা” নাম শুনে নাই এমন লোক পৃথিবীতে খুজে পাওয়া বিরল।



Yamaha
পারফর্মেন্স , হ্যান্ডেলিং এবং কাস্টোমারদের অন্যতম পছন্দের ব্র্যান্ড Yamaha। অনেকেই হোন্ডা বড় নাকি ইয়ামাহা বড় এই বিতর্কে যেতে চান, কিন্ত প্রকৃতপক্ষে এই দুটি ব্যান্ডের মধ্যে পার্থক্য সামান্যই । Yamaha প্রধান্য দেয় ইঞ্জিনের শক্তির আর Honda জ্বালানী সাশ্রয়ী দিক টিকে অধিক গুরুত্ত্ব দেয়। ১৯৫৫ সালে শুরু হওয়া জাপানি কোম্পানীটি ১৫ধরনের অধিক বিভিন্ন ধরনের বাহনের ইনজিন তৈরী করে থাকে।

Top 10 Motorcycle Brands LogoDucati
১৯২৬ সালে বাবা Antonio Cavalieri Ducati এবং তার তিন ছেলে মিলে Ducati কোম্পানি খুলেন। মজার ব্যাপার হলো তারা বাইক নয় বরং রেডিও তৈরি করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৪ সালে কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইটালিয়ান সরকারের সহায়তায় তারা মোটর বসানো সাইকেল তৈরি করার সিধান্ত নেয়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 50cc Cucciolo (“pup”) মোটর দিয়ে যাত্রা শুরু করে ফরমুলা ওয়ান এখন তাদের দখলে। বর্তমানে গতির পাশাপাশি পৃথিবীর অন্যতম ব্যায়বহুল ব্যান্ড নেমের তালিকাতেও রয়েছে Ducati ।

ইটালিয়ানরা যেনো গতিতেই সেরা ফোর হুইলে Ferrari বা Lamborghini টু হুইলে Ducati মতো গতির দানবগুলি তাদেরি দখলে।


Kawasaki
বিশ্বের অন্যতম বাইক নির্মাতা জাপানি Kawasaki প্লান্ট রয়েছে Japan, USA, Philippines, Indonesia এবং Thailand. Kawasaki এর নিনজা সিরিজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় বাইক সিরিজ। আসলে জাপানি যেকোনো বাইকই পারফর্মেন্স আর নির্ভরতার প্রতীক। কাওয়াসাকি তার ব্যতিক্রম না।


Harley-Davidson
আমেরিকার সবচেয়ে পুরাতন মোটরসাইকেল নির্মাতা। নামে ও কর্মদক্ষতায় বিশ্ব সেরা। সারা পৃথিবিতেই এই ব্যান্ডের কিছু একনিষ্ঠ ভক্ত আছে , যারা এই বাইক ছাড়া অন্য বাইক চালাবেনই না। মূলত ক্রুজার আর টুরিং বাইক দিয়েই তাদের বিশ্ব খ্যাতি। আপনার পকেটে টাকা থাকলে কাস্টম মেইড বাইকও তৈরি করে নিতে পারবেন Harley-Davidson থেকে। ১৯০৩ সালে William S. Harley এবং Arthure Davidson এর হাতে প্রতিষ্ঠিত হয় Harley-Davidson, Inc.



Suzuki
Suzuki GSXR পৃথিবীর অন্যতম সফল ব্যবসায়িক একটি স্পোর্টস বাইক। সুজুকির Hayabusa বর্তমান সময়ের আলোচিত একটা বাইক।যারা অফ রোড বাইকিং পছন্দ করেন তাদের কাছে Suzuki DR 400 অন্যতম প্রিয় একটা বাইক। ১৯০৯ সালে জাপানে প্রতিষ্ঠিত হওয়া কোম্পানীটি বর্তমানে পৃথিবীজুড়ে বিস্তৃত ও সুপরিচিত।


BMW
BMW অনেকগুলি অসাধারণ রোড বাইক আছে। GS Adventure বাইকটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আগে থেকেই বাইক প্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে এখন উৎপাদন হয় এই মডেল ।টুইন সিলিন্ডার হরাইজনটাল এক্সস্ট বাইকটিকে এক অন্যরুপ দিয়েছে। The K1600 BMW এর বিদুৎ গতির আরাম দায়ক স্পোর্টস টুরিং বাইক। আর সম্প্রতি S 1000 RR স্পোর্টস বাইক লঞ্চ করার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।


Aprilia
ইটালিয়ান ব্যান্ড। ইউরোপীয় বাইক সাম্রাজ্যে ইতালিয়ানরাই মুকটধারী সম্রাট কোন সন্দেহ নাই। সাইকেল দিয়ে শুরু তার পরে স্কুটার তৈরিতে আধিপত্ত্ব বিস্তারের মধ্যে দিয়ে মোটরসাইকেল জগতে স্থান করে নিয়েছে। Aprilia SR150 , Aprilia SRV 850 ABS ATC , Aprilia Dorsoduro 1200 ABS, Aprilia Tuono V4 1100 মতো অনেক জনপ্রিয় মডেল আছে এই ব্র্যান্ডের। ১২৫ সিসির ক্লাসে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন এই ব্যান্ড।


Triumph
বৃটিশ এই বাইক নির্মাতা শুধু রোড বাইকই তৈরি করে থাকে। ক্রুজার ও স্পোর্টস বাইকে অনন্য। Daytona 675 এই ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় মিড ওয়েট স্পোর্টস বাইক। Triumph Bonneville মতো ক্রুজার বাইক তাদের জনপ্রিয়তা ও অনুগত ভক্ত তৈরিতে সথেষত সাহায্য করেছে।


KTM
KTM এর Super Duke 990 বাইকটিকে রাস্তার গুন্ডা বললে ভুল হবে না। এর হালকা ওজন কিন্তু তীব্র পাওয়ার, দ্রুত এসেলারেশন সাথে প্যারালাল ডবল সাইলেনশার আর এক চক্ষু দৈত্যের মত হেডলাইট বাইক প্রিয় মানুষের মনে স্থান করে নিয়েছে। KTM বিশ্বের সেরা dual-sport বাইক নির্মাতাও বটে।


মোটরসাইকেল শুধু চলাচলের বাহনই না এর সাথে মানুষের আবেগ জড়িত থাকে। এই আবেগের কারণেই বিনোদন আর খেলাধুলারও অংশ হয়ে উঠেছে এই বাইক। বাইক নিয়ে সারা প্রথিবীতে কোন কতো রকমের স্পোর্টসই না আছে। আম্যেচার থেকে প্রফেশনাল, হিসাব রাখা কঠিন। যে চারটি প্যারামিটারের আলোকে ব্র্যান্ডগুলোকে বেছে নেয়া হয়েছে এই প্যারামিটার বদলে দিলেই এই তালিকা বদলে যাবে। তাই আপনার কোন পছন্দের ব্যান্ড এই তালিকায় বাদ পড়তেই পারে। হয়তো অন্য প্যারামিটারে সেটি সবার উপরেই স্থান পাবে। চলে আসবে আপনার পছন্দের ব্র্যান্ড। সেই পর্যন্ত নিরাপদ আর সুস্থ থাকুন । ধন্যবাদ।

Bike News

CFMotos in Rangpur PCDT – CFMoto Rangpur
2025-11-09

Today, November 8, a grand ceremony was held to inaugurate the new CFMoto showroom in Rangpur, one of the most important divisiona...

English Bangla
Yamaha presents Rev up before Winter offer for bike lovers
2025-11-09

Yamaha, as always, has brought Rev up before Winter at the beginning of the new month to fulfill the dream of owning a bike for bi...

English Bangla
Hyosung Bike Price in Bangladesh October 2025
2025-10-19

Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh October 2025
2025-10-16

The world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...

English Bangla
New Era of E-Mobility in Bangladesh: Global E-Bike Brand ‘Sunra’ Officially Launches
2025-10-15

Bangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...

English Bangla

Related Motorcycles

Filter