
১ লক্ষ টাকার মধ্যে অধিক মানসম্পন্ন বাইকসমুহ
এই বিষয়টা খুব গুরুত্বপুর্ন যে বাংলাদেশের সাধারন বাইক প্রেমীদের অনেক বড় একটি অংশ তাদের বাইক পছন্দ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় বাজেট করে ১ লাখ টাকা যা দিয়ে বাইক কিনতে গিয়ে অধিকাংশ সময় কয়েকটি শোরুম ঘুরেও বাইক পছন্দ করা কঠিন হয়ে পড়ে। মুলত আপনাদের বাজেটের মধ্যে পছন্দের এবং মানসম্পন্ন বাইকের তালিকা তুলে ধরার চেষ্টাই আজ আমরা করবো।
আমরা আশা করি আপনি যদি সত্যিই ১ লাখ টাকার মধ্যে মানসম্পন্ন এবং দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব এমন বাইকের খোজে থাকেন তাহলে আমাদের আজকের এই লেখা থেকেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই বাইকট।
আপনার বাজেট যদি ১ লাখ টাকা হয়ে থাকে তবে এই বাইকটা হলো আপনার জন্যে সেরা একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলের সাধামাটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইন যে কোন বয়সের রাইডারের সাথে খুব সহজেই মানিয়ে যাবে। অর্থাৎ এই একটি বাইক পরিবারের সবাই ব্যবহার করা সম্ভব। Suzuki Hayate বাইকটি ১১০সিসি ইঞ্জিন দিয়ে তৈরি আর এই বাইকের সবমিলিয়ে ৩৩ জন ব্যবহারকারীর সাথে আমাদের কথা হয়েছে তাদের সবাই Suzuki Hayate বাইকের পারফরমেন্স নিয়ে প্রত্যাশার চেয়েও বেশি খুশি। গড়ে সবাই মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার সাথে আছে আরাম, অসাধারন ইঞ্জিন পারফরমেন্স এবং দীর্ঘপথ চলার মত নিশ্চয়তা। Suzuki Hayate বাইকটার বর্তমান দাম ৯৪,৯৫০ টাকা। এই দামে জাপানীজ স্বনামধন্য ব্র্যান্ড এবং কমিউটার বাইক হিসেবে সাধারনের উর্দ্ধ্বে পারফরমেন্স সত্যিই অবাক করার মত।
লাখ টাকার বাজেটের মধ্যে এটি আরেকটি সেরা একটি মোটরসাইকেল। আমরা কমবেশি সবাই জানি যে Hero MotoCorp অধিক সমৃদ্ধ এবং সবার মধ্যে সমাদৃত মুলত কম দামে ভালমানের বাইক সকলের কাছে পৌছে দেওয়ার জন্যে এবং এরই ধারাবাহিকতায় এই বাইকটার নাম উঠে এসেছে। Hero iSmart বাইকটাও পুর্বেরটির ন্যায় ১১০সিসির ইঞ্জিন দিয়ে তৈরি যার অসাধারন কালার কম্বিনেশন, সাধারনের মধ্যে অসাধারন ডিজাইন, দীর্ঘসময় পথ চলার ক্ষমতাসহ বেশ কয়েকটি দারুন বিষয় এই বাইকটাকে লাখ টাকার বাজেটের বাইকের মধ্যে করে তুলেছে অনন্য। Hero iSmart বাইকের বর্তমান দাম ৯৯,৯৯০ টাকা। বলে রাখা ভাল যে আমাদের সাথে এই বাইকের ১০ জন ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে আর তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানতে পায় যে এই বাইকটি থেকে উনারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৬৩ কিলোমিটার প্রতি লিটার যা ১১০সিসির একটি কমিউটার বাইক হিসেবে যথেষ্ট বলেই মনে করেন আমাদের এক্সপার্টরা।
কমিউটার সেগমেন্টে TVS এর অন্যতম সেরা একটি মডেল হলো TVS Metro Series এই সিরিজের প্রতিটা মডেলই বাইকারদের কাছে মাইলেজের স্পেশালিস্ট নামে পরিচিত আর এই সিরিজের একটি মাত্র মডেল TVS Metro KLS যার মুল্য ১ লাখ টাকার নিচে। TVS Metro KLS মডেলটার বর্তমান দাম ৯৩,০০০ টাকা। আর এই বাইকটি নিয়ে গ্রাহক পর্যায়ের কারও সাথে আমাদের সরাসরি কথা না হলেও এই সিরিজের অন্যান্য মডেলের পারফরমেন্সের সাথে তুলনা করে যা জানতে পারি তাতে এই মডেলটিও তার ব্যবহারকারীদের কোনভাবেই হতাশ করবে না।
অল্প দামের মধ্যে হিরো আরেকটি বিখ্যাত মডেল হলো Hero Passion X Pro Drum এই বাইকের ব্যাপারে বিস্তারিত বলতে গেলে একথা বলতেই হয় যে সাধারন ব্যবহারের জন্য এমন দামে এমন সুন্দর আর স্টাইলিশ বাইক দ্বিতীয়টি বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে নেই। Hero Passion X Pro বাইকটার বর্তমান দাম ৯৭,৯৯০ টাকা আর এই বাইকের যে কয়েকজন ব্যবহারকারীর সাথে আমাদের আলাপ হয়েছে তারা সবাই জানিয়েছে এই বাইকের পারফরমেন্স বাংলাদেশের বাজারের অন্যান্য যে কোন ১১০সিসির বাইকের থেকে অনেক ভাল।
সারা বাংলাদেশের মাইলেজ প্রিয় বাইকারদের সবচেয়ে বেশি ব্যবহারকৃত বাইক হলো হিরোর Hero Splendor+ Self আর এই বাইকটি শহর থেকে গ্রাম সবখানেই সমানভাবে নজরে পড়ে অর্থাৎ সবখানেই সমান জনপ্রিয়। হিরোর এই জনপ্রিয় মডেল নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ১৮ জন ব্যবহারকারী, যারা সবাই গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার আর ১০০সিসির এই বাইকটি বর্তমানে অফারের আওতায় থাকার কারনে এর দাম ১ লাখ টাকার নিচে যার বর্তমান দাম ৯৬,৯৯০ টাকা। অফারের বাইরে রেগুলার দাম ১,০২,৯৯০ টাকা।
ঠিক পুর্বের মডেলটির মতই এটিও হিরোর একটি ব্যাপক জনপ্রিয় মডেল যা তৃনমুল পর্যায়ের বাইকারদের কাছে ব্যাপকভাবে পরিচিত। Hero HF Deluxe Self বাইকটাও তৃনমুলে পর্যায়ের বাইকারদের কাছে ব্যাপক পরিচিত একটি নাম। এই বাইকটার কমদামে অধিক মাইলেজ এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা এটিকে অনন্য একটি পর্যায়ে নিয়ে গেছে। হিরোর এই মডেলটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ৮ জন ব্যবহারকারীর যাদের সবাই দাম বিবেচনায় বাইকের পারফরমেন্স নিয়ে অনেক খুশি। বর্তমানে অফারের আওতায় থাকা Hero HF Deluxe Self বাইকটার দাম ৯৩,৪৯০ টাকা আর অফারবাদে এই বাইকটার রেগুলার দাম ৯৭,৯৯০ টাকা।
সাধারন কমিউটার বাইক হিসেবে ব্যবহারের জন্যে TVS XL 100 Series বাংলাদেশের সাধারন বাইকারদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বলে রাখা ভাল যে TVS এর এই মডেলটা হল বাংলাদেশের একমাত্র Moped বাইক যা সাধারন চলাচলের বাইকারদের কাছে অসাধারন। এই বাইকের মাইলেজ, আরাম এবং প্রযুক্তিগত বেশকিছু বিষয় দামের সাথে বেশ সামঞ্জস্যপুর্ন হউয়ায় বাংলাদেশের আপামর বাইকারদের মধ্যে এই বাইকের ব্যবহার বেড়েই চলেছে। বর্তমানে TVS XL 100 Series এর ৩টি মডেল বাজারে পাওয়া যাচ্ছে, TVS XL 100 মুল্য ৭৪,৯৯৯ টাকা, TVS XL 100 ES মুল্য ৭৮,৯০০ টাকা, TVS XL 100 Comfort মুল্য ৮১,৯০০ টাকা।
পুরো একটি ব্র্যান্ডের নাম উল্লেখ করতে হলো কারন আমাদের স্বদেশি ব্র্যান্ড রানার শুধুমাত্র ১ লাখ টাকার মধ্যে বহুসংখ্যক মানসম্পন্ন মোটরসাইকেল মডেল বাংলাদেশের বাজারে বাজারজাত করে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো রানারের এই ধরনের মডেলগুলা বাংলাদেশের শহর এবং গ্রাম সবখানেই দেখা যায় যার অন্যতম কয়েকটি কারনের মধ্যে শীর্ষে রয়েছে দামে সহজলভ্য, দারুন মাইলেজ রেঞ্জ এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা, ইন্সটলমেন্টে বাইক কেনার সুযোগ এবং বিক্রয় পরবর্তী সার্ভিসের নিশ্চয়তা যা একটি মধ্যবিত্ত পরিবারের বাইক কেনার স্বপ্ন পুরনের ক্ষেত্রে সবমিলিয়েই দারুন কার্যকর কিছু দিক। Runner Deluxe যার মুল্য ৭৯,০০০ টাকা, Runner Deluxe V2 এর দাম ৮১,৫০০ টাকা, Runner Kite+ এই বাইকটার দাম ৯৫,০০০ টাকা, Runner Cheeta সাধারন ব্যবহারের জন্যে অসাধারন একটি মোটরসাইকেল যার দাম ৮৯,০০০ টাকা, Runner F100 6A রানারের অসাধারন একটি কমিউটার বাইক যার পারফরমেন্স বাংলাদেশের বাজারের অন্য যেকোন নামীদামী ব্রান্ডের থেকে কোন অংশেই কম না আর এই বাইকটির মুল্য ৮৯,০০০ টাকা।
Today, November 8, a grand ceremony was held to inaugurate the new CFMoto showroom in Rangpur, one of the most important divisiona...
English BanglaYamaha, as always, has brought Rev up before Winter at the beginning of the new month to fulfill the dream of owning a bike for bi...
English BanglaHyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...
English BanglaThe world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...
English BanglaBangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...
English Bangla