Yamaha Banner
Search

কিওয়ে মোটরসাইকেলের সর্বশেষ মুল্য তালিকা সেপ্টেম্বর ২০১৭

2017-09-03

কিওয়ে মোটরসাইকেলের সর্বশেষ মুল্য তালিকা সেপ্টেম্বর ২০১৭


Keeway-Motorcycle-Price-September-2017


আমরা সকলেই জানি যে বিশ্বস্ত কিছু মোটরসাইকেল প্রস্ততকারক কোম্পানীর পাশাপাশি অন্যান্য কোম্পানিগুলো লোকাল মার্কেটে তাদের ভাল অবস্থান তৈরি করছে। Keeway তাদের মধ্যে একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটি বাংলাদেশে বেশ ভাল পরিচিতি লাভ করেছে। তারা স্টাইলিশ পাওয়ারফুল মোটরবাইক প্রস্তুত করে এবং সেগুলোর দাম গ্রাহকদের সাধ্যের মধ্যেই। বাংলাদেশে Keeway ব্র্যান্ডের একমাত্র পরিবেশক ও আমদানীকারক হল Speedoz Ltd এবং তারা বেশ সফলতার সাথে লোকাল মার্কেটে ব্যবসা করে আসছে।

আমরা জানি যে বাইকের দাম বিভিন্ন সময় বিভিন্ন কারনে উঠা নামা করে এবং একজন গ্রাহক কে বাইক কিনতে হলে প্রথমে দামের দিক বিবেচনা করে বাইক কিনতে হয়।তাই প্রত্যেকটি বাইকের দাম জেনে রাখা দরকার। Keeway এর প্রায় ৬ টির মত মোটরসাইকেল আমাদের দেশের রাস্তায় চলতে দেখা যায়। চলুন এক নজর দেখে আসি এই বাইকগুলোর সর্বশেষ দাম ।

Keeway Magnet: সুন্দর আউটলুক, ভাল কালার কম্বিনেশন এবং সকল আধুনিক ফিচার সমৃদ্ধ একটি বাইক। ইঞ্জিন কোয়ালিটি খুব একটা খারাপ না এই বাইকটির ইঞ্জিন অনেকটা RKS 100 বাইকের কাছাকাছি যার ফলে RKS 100 এর ইঞ্জিন পারফরমেন্স এবং এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স বলতে গেলে প্রায় একই। বাইকটির সর্বশেষ মুল্য ৯৯৯০০ টাকা।

Keeway RKS 100 v2: ১০০ সিসির বাইক হিসেবে এই বাইকটি দেখতে বেশ চমৎকার এবং সকল আধুনিক ফিচার এই বাইকটিতে রয়েছে। ৫০ কিমি প্রতি লিটারে মাইলেজের সাথে ৯০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড যেটা একজন রাইডারের কাছে খুবই সন্তোষজনক। এই বাইকটির সর্বশেষ দাম হল ১০৯৯০০ টাকা।

Keeway RKS 100 v3: ভার্সন ২ এর মতই এক মডেলটিতে একই রকম ডিজাইন রয়েছে কিন্তু কনফিগারেশন বা অন্যান্য দিকগুলো ভার্সন ২ এর থেকে ভিন্ন এবং যার ফলে এই বাইকটি বেশ ভাল পারফরমেন্স দিতে সক্ষম। ৫.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ৭.৬ এনএম টর্ক এই বাইকটিকে আগের মডেলের তুলনায় মাইলেজ এবং টপ স্পীডের দিক থেকে বেশ এগিয়ে যেটা ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম। বাইকটিতে দেখতে সাধারণ একটি বাইক মনে হলেও পারফরমেন্স এর দিক দিয়ে বেশ এগিয়ে । বাইকটির সর্বশেষ মুল্য ১১৫৯০০ টাকা।

Keeway RKS 125: আরেকটি সুন্দর একটি বাইকের নাম হল RKS 125 । এই বাইকটির ডিজাইন RKS সিরিজের মতই তবে ইঞ্জিন আউটপুট এবং ফিচারের দিক দিয়ে বাইকটি একটু আলাদা । RKS 125 বাইকটিতে রয়েছে ৮.৯ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ৯.২ এনএম ম্যাক্স টর্ক যেটা খুব ভাল ইঞ্জিন পারফরমেন্স দিতে সাহায্য করবে। মাইলেজ এবং টপ স্পীডের দিক দিয়ে বাইকটি বেশ এগিয়ে যেটা একজন রাইডারকে সন্তুষ্ট করবে ।বাইকটির সর্বশেষ মুল্য ১২৯৯০০ টাকা।

Keeway RKS 150 Sports: বাইকটির স্পোর্টস নামের পেছনে মুল কারন হল এর এগ্রেসিভ লুক যে সাধারণত একটি স্পোর্টস ক্যাটাগরির বাইকে থাকে। বাইকটির কালার কম্বিনেশন এবং বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে বেশ ভাল কিন্তু ফিচারটা আরেকটু ভাল হতে পারত এবং এটা বর্তমানের থেকে বেশ ভাল পারফরমেন্স দিতে সক্ষম হত। বাইকটির সর্বশেষ মুল্য ১৫৯৯০০ টাকা।

Keeway Superlight 150: তাদের জন্য এই বাইকটি যারা বেশ পাওয়ারফুল ক্রউজার বাইক খুজছেন এবং এই বাইকটি নেওয়াটা তাদের জন্য মন্দ সিদ্ধান্ত বলে মনে হবে না। এই ক্রুজারে স্টাইল এবং কম্ফোরটের পাশাপাশি সকল প্রয়োজনীয় ফিচার রয়েছে। একটি ক্রুজার বাইক হিসেবে এর মাইলেজ এবং টপ স্পীড বেশ সন্তোষজনক । বাইকটির সর্বশেষ মুল্য ১৮৫০০০ টাকা।

Bike News

Baby Harley: When QJ Motor’s Precision Meets Harley-Davidson’s Legacy
2025-04-30

The joint venture between China's prominent motorcycle manufacturer QJ Motor and America's legendary brand Harley-Davidson is ...

English Bangla
QJMOTOR to Launch in Bangladesh at Dhaka Bike Show 2025
2025-04-30

QJMOTOR, a globally renowned motorcycle brand, will officially debut in Bangladesh on 1st May 2025 at the 9th Dhaka Bike Show,...

English Bangla
QJ Motor: Touch of Global Technology in Chinese Motorcycles
2025-04-27

Established in 1985 in Wenling, Zhejiang Province, China, Qianjiang Motorcycle Group, known as QJ Motor, is one of China's lar...

English Bangla
Yamaha Exchange Week 26 - 30 April, up to 5000 taka discount
2025-04-24

Keeping in mind to always provide additional benefits to Yamaha lovers, Yamaha authorities organize some kind of offer more or...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh April 2025
2025-04-23

Although it was launched very recently in Bangladesh, CFMoto is a world-famous motorcycle brand that has quickly created a sti...

English Bangla
Filter