Yamaha Banner
Search

বাংলাদেশের গ্রাহকদের জন্যে হিরো মোটোকর্প এর নতুন চমক

2021-08-29

বাংলাদেশের গ্রাহকদের জন্যে হিরো মোটোকর্প এর নতুন চমক

Press-realese-Hero-1630239650.jpg
ঢাকা, ২৯ আগস্ট ২০২১


বাংলাদেশের গ্রাহকদের কাছে সর্বোচ্চ মানের পন্যটি পৌছে দেওয়ার মাধ্যমে এবং হিরো তার ব্রান্ড পোর্টফোলিও আরও সমৃদ্ধ করলো। বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল ও স্কুটার ম্যানুফাকচারার হিরো মোটোকর্প বাংলাদেশের বাজারে নিয়ে এলো লেটেস্ট বাইক মডেল “দ্য হিরো হাংক ১৫০ আর”।


২৭ আগস্ট রোজ শুক্রবার হিরো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজসফ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চিং ইভেন্টটি প্রচার করা হয়।


বিশেষ করে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করেই দ্য প্রিমিয়াম হাংক ১৫০আর তৈরি করা হয়েছে এই মোটরসাইকেলটি চালকদের রাইডিং স্টাইলে নতুনত্ব অ অতুলনীয় অভিজ্ঞতা এনে দিবে। বাইকটিতে রয়েছে সর্বোচ্চ মানের সিংগেল চ্যানেল (ABS) সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন এবং “নিরাপদ নিয়ন্ত্রন” সুবিধা। এসন কারনে “দ্য হাংক ১৫০আর” সহজেই এদেশের তরুনদের নজর কাড়তে সক্ষম হবে।


চালাতে বেশ আরামদায়ক, সেরা পারফরমেন্স ও অত্যাধুনিক ফিচারের “দ্য হাংক ১৫০আর” বাইক এর উদ্বোধনী মুল্য রাখা হয়েছে ১,৬৪,৪৯০/- টাকা (ডাবল ডিস্ক) এবং ১,৭৪,৪৯০/- (ডাবল ডিস্ক ABS সহ), বাংলাদেশের সব অনুমোদিত ডিলার পয়েন্টগুলোতে মোটরসাইকেলটি পাওয়া যাবে।


এছাড়া মোটরসাইকেলটির নতুন সময়ের বৈচিত্রময় স্টাইল, বাস্তবিক সেরা পারফরমেন্স, নিয়ন্ত্রন ক্ষমতা এবং সর্বোচ্চ মানের “১৩০/৭০ (R17)” রিয়ার টায়ারসহ প্রয়োজনীয় সব ফিচার এটিকে যেকোন পরিস্থিতিতে নিরাপদ পরিবহনে সক্ষম করে তুলেছে।


বাংলাদেশের বাজারে “দ্য হাংক ১৫০আর” মডেলের বাইক লঞ্চ প্রসংগে হিরো মোটোকর্প এর গ্লোবাল বিজনেস প্রধান সঞ্জয় ভান বলেন, “বাংলাদেশে ক্রমাগত আমাদের অন্যতম গুরুত্বপুর্ন ও কৌশলগত বাজারগুলোর একটিতে পরিনত হতে যাচ্ছে। এদেশের গ্রাহকদের কথা মাথায় রেখেই ‘দ্য হাংক ১৫০আর’ মডেলটি নির্মান ও ডিজাইন করা হয়েছে এবং এই উদ্যোগের মাধ্যমে ‘হাংক ১৫০আর’ ও ‘থ্রিলার ১৬০আর’ এর মতো মডেল বাজারে হিরো মোটোকর্প এর প্রিমিয়াম সেগমেন্টের পোর্টফোলিও আরো সমৃদ্ধ করবে। নতুন এই মাত্রার মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আকর্ষনীয় পন্য পৌছে দেয়ার ক্ষেত্রে কোম্পানিটি তার প্রতিশ্রুতিতে আরও সম্প্রসারিত করেছে। ‘হাংক ১৫০আর’ এর পথচলা প্রধান প্রধান বাজারগুলোতে ব্রান্ডের বিক্রি বাড়ানো ও সরব উপস্থিতি নিশ্চিত করার চারটি কৌশল (R4) (রেভিটালাইজ, রিকলিব্রেট, রিভাইব ও রেভ্যুলশনাইজ) নির্দেশ করে।“


প্রসঙ্গত, ২০১৪ সালে এপ্রিলে নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে হিরো মোটোকর্প বাংলাদেশে তার যাত্রা শুরু করে। ইতোমধ্যে যশোরে কোম্পানিটির একটি নান্দনিক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটি রয়েছে, সেখানে মোটরসাইকেল ও স্কুটারের বাৎসরিক ধারন ক্ষমতা ১ লাখ ৫০ হাজার। বর্তমানে সারাদেশে নিলয় মটর্স লিমিটেডের ৫০০ টির বেশি কাস্টমার টাচ পয়েন্ট রয়েছে। বাংলাদেশে হিরো মোটোকর্প-ই প্রথম ম্যানুফেকচারার যেটি নিজস্ব পন্যে ৫ বছরের ওয়ারেন্টি দিতে শুরু করে। বর্তমানে বাংলাদেশে প্রোডাক্ট লাইনআপে ৮ মোটরসাইকেল এবং ২টি স্কুটার রয়েছে।


হিরো হাংক ১৫০আর


রাইডিং অভিজ্ঞতাঃ


‘দ্য হাংক ১৫০আর’ এ রয়েছে ১৪৯.২সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন, বাইকটি ১৪.২ (BHP) পাওয়ার এবং ১২.৫ (Nm) টর্ক প্রদানে সক্ষম। এছাড়া, দুর্দান্ত বাস্তবিক পারফরম্যান্স ‘দ্য হাংক ১৫০আর’ তুলনামুলকভাবে বেশ হালকা, পাশাপাশি এটির ডায়মন্ড টিউব্যুলার ফ্রেম সোজা ও বাকা রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন ও ভারসাম্যেও সুবিধা প্রদান করে। অধিকন্তু ১৩০/৭০ (mm) রেডিয়াল রিয়ার টায়ার এর যৌথ সমন্বয় ‘দ্য হাংক ১৫০আর’ কে যেকোনো পরিস্থিতিতে সাবলীল রাখে।


এছাড়া মোটরসাইকেলটির ‘এজিলিটি, স্ট্যাবিলিটি ও কমফোর্ট’ মিলিয়ে রয়েছে রাইডিং ট্রায়াঙ্গেল সুবিধা। আরো আছে ‘ফার্স্ট-ইন-ক্যাটেগরি’ সেভেন স্টেপ আযডজাস্টেবল মোনোশক সাসপেনশন, যেটি বাইক চালকদের দুর্দান্ত ও আরামদায়ক অভিজ্ঞতা এনে দেবে।


উন্নতমানের ফিচারসমুহঃ


‘দ্য হাংক ১৫০আর’ এ রয়েছে বিভিন্ন নিরাপত্তা ফিচার ও সাথে আরো আছে নিরাপদ ব্রেকিং নিশ্চয়তার জন্য ‘অপশনাল সিংগেল-চ্যানেল (ABS)’ । মোটরসাইকেলে আরো দেখা মিলবে নতুন ধাচের হুইল ডিজাইন, ২৭৬(mm) ফ্রন্ট এবং ২২০ (mm) রিয়ার ডিস্ক ব্রেক, এটি বাইকটি চলমান অবস্থায় প্রয়োজনীয় যেকোনো পরিস্থিতি এটিকে থামিয়ে দেয়।


এছাড়া, সহজে ব্যবহারের জন্য এটিতে রয়েছে ‘সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর’ এবং ‘ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার’, ট্রিপ মিটার এবং সার্ভিস রিমাইন্ডার। বাড়তি সুবিধা হিসেবে সেলফ-স্টার্ট বাটনে রয়েছে ‘ইঞ্জিন কিল’ ফিচারও।


বৈচিত্র্যময় ডিজাইন ও স্টাইলঃ


দ্য হাংক ১৫০আর এ রয়েছে বিশালাকার ফুয়েল ট্যাংক, এটির কারনে বাইকটি আরো আকর্ষনীয় দেখায়। আরো রয়েছে ভিন্নধর্মী ‘রিয়ার হাউস’, নেকড়ে-চোখা এলইডি পজিশন ল্যাম্প’ এর সমন্বয়ে চমৎকার হেডলাইট, সিগনেচার লাইড-গাইডসহ এলইডি টেইল-লাইট যেটি অন্ধকারেও মোটরসাইকেলটির উপস্থিতি নিশ্চিত করে। অধিকন্তু, বাইকের স্পোর্ট ডাইনামিক গ্রাফিক্সও এটির নির্ভুল সৌন্দর্য তুলে ধরে। ‘দ্য হাংক ১৫০আর’ এর দুটি ভ্যারিয়েন্ট হলো ‘ডাবল ডিস্ক’ এবং ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল-চ্যানেল (ABS)’। গ্রাহকদের জন্য বাইকটি ৩টি আকর্ষনীয় রঙে পাওয়া যাবে স্পোর্টস রেড, ব্ল্যাক এবং টেকনো ব্লু।


হিরো মটকর্প লিঃ এর সংক্ষিপ্ত বিবরনঃ


বিক্রয়ের সংখ্যায় গত ২০ বছর ধরে টানা শীর্ষস্থানে থাকা বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো। কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে ১০০ মিলিয়নেরও বেশি মোটরসাইকেল এবং স্কুটার বিক্রয় করেছে এবং এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার ৪০ টিরও বেশি দেশে তার পন্য বিক্রি করছে। হিরো মোটোকর্পের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ৮টি পরিবেশ বান্ধব মোটরসাইকেল ম্যানুফ্যেকচরিং ফ্যাক্টরী রয়েছে। যার মধ্যে ভারতে ৬টি, কমবিয়াতে ১টি এবং বাংলাদেশে ১টি ছাড়াও দুটি অত্যাধুনিক (R&D) সেন্টার রয়েছে। সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজী (ICT) ভারতে এবং হিরো টেক সেন্টার (GmBH) জার্মানিতে। ফুটবল, ক্রিকেট গলফ ও ফিল্ড হকিতে স্পনসর হউয়ার পাশাপাশি মোটোস্পোর্টস সহ বড় বড় ঘরোয়া লিফের সাথে যুক্ত ছিল।

Bike News

Hyosung Bike Price in Bangladesh September 2025
2025-09-28

Hyosung is a blessing name for giving bike lovers in Bangladesh a taste of different bikes. It has a few models but each bike ...

English Bangla
CFMoto Price in Bangladesh September 2025
2025-09-28

CFMoto is a bike brand that has created a stir in the motorcycle market of Bangladesh, whose brand value and global recognitio...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh September 2025
2025-09-25

For Bangladeshi bike lovers, Yamaha is such a motorcycle brand that almost every biker dreams of owning a Yamaha bike at least...

English Bangla
Yamaha Exchange Offer – Running from September 20–30,2025
2025-09-23

Yamaha Exchange Festival is one of Yamaha’s regular events to make premium quality bikes easily available to bike enthusiast...

English Bangla
Yamahaoffering great offers and exclusive cashbacks for Sharodio Utsob
2025-09-20

Considering the interests of bike lovers of all classes and levels, Yamaha offers various offers and gifts for bike lovers dur...

English Bangla
Filter