আমরা খুবই আকর্ষণীয় একটি খবর পেতে যাচ্ছি যে হিরো মটোকর্প তাদের নতুন স্কুটার হিরো মায়েস্ট্রো এডজ ১২৫ বাজারে নিয়ে আসার ঘোষণা করেছে। হিরো তাদের এই মায়েস্ট্রো এডজ ১২৫ স্কুটারের একটি সম্ভাব্য উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে ইন্ডিয়ার মার্কেট, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইটে। এটা হচ্ছে কোম্পানির একটি ফ্ল্যাগশিপ স্কুটার।
এটি একটি ১২৫ সিসি স্কুটার যা জনপ্রিয়তা অনেক বেশি এবং কোয়ালিটির দিক থেকেও অনেক উন্নত মানের একটি স্কুটার। স্কুটারের দাম ইন্ডিয়ার বাজারে ঘোষণা করা হয়েছে ৭২,২৫০ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ৮২,৪৫০ টাকা ( ট্যাক্স ও অন্যান্য আনুসঙ্গিক বিষয়বাদে) । এই মায়েস্ট্রো এডজ ১২৫ এর রয়েছে তিনটি ভেরিয়েন্ট যেমন - ড্রাম, ডিস্ক এবং কানেকটেড। যেহেতু এইটা একটা ১২৫ সিসি স্কুটার এবং আমাদের দেশেও এই স্কুটারের চাহিদা রয়েছে তাই আশা করা যায় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে স্কুটারটির দেখা মিলবে। এই স্কুটারের ফিচারস হিসেবে কী কী রয়েছে চলুন সেগুলো এক পলক দেখে নেওয়া যাক।
নতুন এই স্কুটারের ইঞ্জিন ফিচারস হিসেবে আছে ১২৪.৬ সিসি বিএস৬, সিংগেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৯বিএইচপি@৭০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১০.৪ এনএম। ব্রেকিং এ রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম যেটা হিরোর ভাষায় আইবিএস ব্রেকিং সিস্টেম। ফুয়েল ট্যংকারে তেল ধারণ ক্ষমতা ৫ লিটার এবং স্কুটারের ওজন ১১১ কেজি।
এই স্কুটারের স্পেশাল ফিচারস হিসেবে আরও যা যা রয়েছে- এলিডি হেডল্যাম্পের সাথে প্রজেকশন হেডল্যাম্প এবং এলিডি টেলল্যাম্প যার ফলে অন্ধকার রাস্তায় আলোর ঘাটতি অনেকটাই হ্রাস পাবে। আরও রয়েছে i3S প্রযুক্তি, ইকো ইন্ডিকেটর, রিয়েল টাইম ফুয়েল ইকোনোমি ইন্ডিকেটর এবং ফুল ডিজিটাল মিটার । সবশেষে একটি ভালো ফিচারস লক্ষ্য করা যায় তা হল এই বাইকের রয়েছে সাইন্ড স্যান্ড ইঞ্জিন কাট অফ সিস্টেম। যেটা সেফটি ও অনেক উপকারী একটি ফিচারস।
ডিস্ক ভার্সনে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম যেটা একটি আদর্শ স্কুটারের পরিচয় বহন করে। স্মুথ এবং নিরাপদ রাইডের জন্য রয়েছে ডাইমন্ড কাট এলয় হুইল। দীর্ঘক্ষন ভ্রমন করার জন্য সুবিধা ফিচারস হিসেবে সিট স্টোরেজের নিচে আছে মোবাইল চার্জিং অপশন।
ফুল লোডেড কানেক্টেড ভ্যারিয়েন্ট হিরোর একটি আধুনিক ধারনা যা আপনাকে দিবে স্মুথ ও প্রিমিয়াম অনুভুতি।
চলুন এইবার এই স্কুটারের দামগুলো দেখে নেওয়া যাক এর দাম
-২০২১ মায়েস্ট্রো এডজ ১২৫ ড্রাম বাইকের দাম - ৭২,২৫০ রুপি যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৮২,৪৫০ টাকা (ভ্যাট ও আনুসাঙ্গিক বিষয় বাদে)
-২০২১ মায়েস্ট্রো এডজ ১২৫ ডিস্ক বাইকের দাম - ৭৬,৫০০ রুপি যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৮৭,৩৪৮ টাকা ( ভ্যাট ও আনুসাঙ্গিক বিষয় বাদে)
-২০২১ মায়েস্ট্রো এডজ ১২৫ কানেকটেড ভার্সন এর দাম - ৭৯,৭৫০ রুপি যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৯১,০৫৯ টাকা ( ভ্যাট ও আনুসাঙ্গিক বিষয় বাদে)
কানেকটেড ভার্সন এর রয়েছে ২ টি ভিন্ন কালারঃ Prismatic Yellow এবং Prismatic Purple
ডিস্ক ভ্যারিয়েন্ট এর রয়েছে ৬টি ভিন্ন কালারঃ Prismatic Purple, Matte Techno Blue, Prismatic Yellow, Candy Blazing Red, Pearl Silver White, Panther Black
ড্রাম ভেরিয়েন্ট এর রয়েছে ৪টি ভিন্ন কালারঃ Matte Techno Blue,Candy Blazing Red,Pearl Silver White, Panther Black.
QJ Motors, a renowned brand in the Chinese motorcycle market, is introducing two new bikes to the Bangladeshi market. These tw...
English BanglaThe long-awaited Bajaj Pulsar F250 has finally arrived in the Bangladeshi market. This is a semi-faired design motorcycle that...
English BanglaThe joint venture between China's prominent motorcycle manufacturer QJ Motor and America's legendary brand Harley-Davidson is ...
English BanglaQJMOTOR, a globally renowned motorcycle brand, will officially debut in Bangladesh on 1st May 2025 at the 9th Dhaka Bike Show,...
English BanglaEstablished in 1985 in Wenling, Zhejiang Province, China, Qianjiang Motorcycle Group, known as QJ Motor, is one of China's lar...
English Bangla