
আজ রোজ বৃহস্পতিবার ( ২৮/০৯/১৯) থেকে শুরু হতে যাচ্ছে পিএইচপি মোটর ফেস্ট ২০১৯ । উক্ত মোটর ফেস্ট এ থাকছে জনপ্রিয় ব্রান্ডের সব মোটর বাইক ও মোটর গাড়ি, এই অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় সব ব্র্যান্ডগুলো গ্রাহকদের নিকট তাদের বিদ্যমান মোটর গাড়ি ও মোটর বাইক গুলো ডিসপ্লে করবে এবং লোকাল মার্কেটে তারা বিশেষ অবদান রাখবে।
এই পিএইচপি মোটর ফেস্ট ২০১৯ অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হাউজুয়ে । তাদের স্টল থাকছে এই অনুষ্ঠানে । হাউজুয়ে এর স্টল নাম্বার হচ্ছে ২৮ সেখানে তাদেরও সকল বাইক ডিসপ্লে করা হবে।
বর্তমানে হাউজুয়ে ব্রান্ডের যে মোটরসাইকেলগুলো বাংলাদেশের মার্কেটে বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে হাউজুয়ে ডিআর ১৬০, হাউজুয়ে কেএ ১৩৫ , হাউজুয়ে টিআর ১৫০। বাংলাদেশের বাজারে হাউজুয়ে মানসম্পন্ন বাইক নিয়ে আসছে । বর্তমানে তাদের বাইকগুলো গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে তারই ধারাবাহিকতায় হাউজুয়ে তাদের পরিচিতি গ্রাহকদের কাছে আরও শক্তপোক্ত করার জন্য পিএইচপি মোটর ফেস্ট ২০১৯ এ একটি স্টলে বাইক ডিসপ্লে করার সিদ্ধান্ত নিয়েছে।
পিএইচপি মোটর ফেস্ট ২০১৯ চলবে ২৮শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত( সকাল ১১ টা থেকে রাত ১০টা ) । এখানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মোটর শো, মোটর বাইক স্টান্ট শো, লাইভ কনসার্ট, ডিজে মিউজিক ও মোটর র্যা লী। আপনারা সবাই আমন্ত্রিত।

Total view: 353