
২০২৫ সালে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলো CFMoto যার পেছনে মুলত দুইটি কারন বিশেষভাবে উল্লেখ করা যায় প্রথমত, সিসি লিমিট বৃদ্ধির পর CFMoto এমন একটি ব্রান্ড যার প্রতিটা বাইক হাইসিসির আর আরেকটি হলো আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একটি মোটরসাইকেল ব্রান্ড হলো CFMoto, কাজেই বাংলাদেশে এমন একটি বাইক ব্রান্ড বাইকিং কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এমনটাই স্বাভাবিক আর স্পোর্টস বাইক প্রেমী প্রায় সকলেই বাইক কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে CFMoto প্রতিটি বাইকের মুল্য একবার হলেও করবে এটাও খুব সাধারন ব্যাপার।
২০২৫ সালে বাংলাদেশে CFMoto বাইকের সর্বশেষ দামের আপডেটঃ
CFMOTO 300 NK: ন্যাকেড স্পোর্টস ক্যাটেগরীর ৩০০ সিসির দারুন আকর্ষনীয় এই বাইকটি তরুন প্রজন্মের বাইক প্রেমীদের মাঝে দারুন আলোড়ন তৈরি করেছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে CFMOTO 300 NK বাইকটির দাম ৪,২৮,৫০০ টাকা।
CFMoto 300SR: পিউর স্পোর্টস রেসিং ক্যাটেগরির এই বাইকটি অসম্ভব সুন্দর আউটলুক দিয়ে সাজানো যা যে কারও যে কোন বয়সের বাইক প্রেমীর নজর কাড়বে। CFMoto 300SR বাইকটির সর্বশেষ মুল্য ৪,৫৮,৫০০ টাকা।
CFMoto 250SR: CFMoto এর পিউর স্পোর্টস ক্যাটেগরী সেগমেন্টে ২৫০সিসির আরেকটি অসাধারন একটি বাইক CFMoto 250SR। ৩,৮৮,৫০০ টাকায় এই অসাধারন আইকটি পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ CFMoto বাইকের শোরুমে।
CFMoto 250 NK: এই বাইকটা CFMOTO 300 NK বাইকের ২৫০সিসির আরেকটা ভার্শন বলা চলে। মুলত সকল বাইক প্রেমীর স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করার প্রচেষ্টার অংশ হিসেবে এমনটা করতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। CFMoto 250 NK বাইকটি পেয়ে যাবেন ৩,৪৮,৫০০ টাকায়।
CFMoto 150SC: CFMoto এর পন্য তালিকায় থাকা একমাত্র স্কুটার হলো CFMoto 150SC যা দেখতে অন্যান্য যে কোন স্কুটারের থেকে আলাদা এবং অসাধারন মান সম্পন্ন। ৩,৫৮,৫০০ টাকায় পেয়ে প্রিমিয়াম কোয়ালিটির অসাধারন এই স্কুটারটি।
CFMoto 250CL-C: বাংলাদেশের সবচেয়ে দুর্দান্ত এবং সবচেয়ে আকর্ষনীয় মানের ক্রুজার হলো CFMoto 250CL-C, CFMoto এর এই বাইকটির আগে বাংলাদেশে এত সুন্দর আউটলুকের ক্রুজার বাইক বাংলাদেশে আসেনি বলায় চলে। বাংলাদেশে সবচেয়ে চওড়া টায়ারের ২৫০সিসি CFMoto 250CL-C বাইকটি পাবেন ৪,৪৮,৫০০ টাকায়।
CFMoto CF Lite 230 Dual:CFMoto বাংলাদেশে খুব সম্প্রতি যে কয়েকটি বাইক উন্মোচন করেছে তার মধ্যে একটি হলো CFMoto CF Lite 230 Dual যা মুলত অফরোড বাইক হিসেবেই আমাদের দেশের বাইক প্রেমীদের কাছে অধিক পরিচিত। স্পোর্টস এবং কমিউটার বাইকের বাইরে যারা ভিন্নধর্মী বাইক পছন্দ করেন তাদের তালিকায় CFMoto CF Lite 230 Dual বা সমজাতীয় বাইক পছন্দ তালিকার শীর্ষে দেখা যায়। ২৩০সিসির এই অফরোড বাইকটি পেয়ে যাবেন ২,৮৭,৫০০ টাকায়।