Sunra
Yamaha Banner
Search

Bajaj Pulsar NS160 Fi ABS FAQ

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএস এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-50।

Views: 2317

Bajaj Pulsar NS160 Fi ABS সম্পর্কে আরো প্রশ্ন

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর মাইলেজ কত?

বাজাজ পালসার এনএস ১৬০এফআই এবিএস ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪২কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।

উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোডকন্ডিশন, চালানোরধরন, বাইকারেরওজন, জ্বালানীরমান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর সর্বোচ্চ গতি কত?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর সর্বোচ্চ গতি১১৯কিমি/ঘন্টা।
বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএস এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-50।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১.২লি।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর সামনের চাকায় ২৫পিএসআই এবং পেছনে৩২পিএসআই এয়ার প্রেসার প্রয়োজন।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

বাজাজ পালসার এনএস ১৬০এফআই এবিএস এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১২লিটার।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর পার্টাস কি সহজলভ্য?

বাজাজ পালসার এনএস১৬০এফআই এবিএস এর সকল পার্টস সহজলভ্য এবং বাজাজের যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএসএর ই এম আই সিস্টেম কি?

এখন বাজাজের গ্রাহকরা সিটি বা প্রাইম ব্যাংকের মাধ্যমে ইএমআইতে বাজাজের যে কোন বাইক কিনতে পারবেন।

বাজাজের কর্তৃপক্ষ এই নীতি পরিবর্তন করতে পারে।

Filter

Filter