|
১৯৭৭সাল থেকে মোপেড বাইক তার পুর্নতা লাভ করে এবং তার পরে বিশ্বব্যাপী পরিচিত হতে শুরু করে।মোপেড বাইক বলতে সাধারনত মোটরসাইকেলের ইঞ্জিন এবং সাইকেলের প্যাডেল উভয় সহ এক ধরনের ছোট মোটরসাইকেলকে বুঝায়।এই শব্দটি বর্তমানে প্যাডেল বিহীন একটি অনুরুপ যানবাহন কে বোঝাতে ব্যবহার হয়।মোপেড বাইক গুলো বাইসাইকেলের থেকে কিছুটা বেশি গতি সম্পন্ন এবং মোটরসাইকেলের থেকে কিছুটা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে।যেহেতু পরেরটি আরও শক্তিশালী এবং আরও নিয়ন্ত্রণের সাপেক্ষে থাকে সেহেতু মোপেডকে স্কুটারের থেকে আলাদা করা হয়।কিছু কিছু মোপেড বাইকের ডিজাইন এমন ভাবে করা হয় যে সেখানে প্যাডেল এবং ইঞ্জিন দুইটারই স্থান পাই আবার কিছু কিছু মোপেড এর ডিজাইন বাইকের মত রাখা হয়।মোপেড বাইকের ইঞ্জিনের সিসি ৫০সিসি এর বেশি হয়না এবং টপ স্পীড আনুমানিক ৫০কিমি প্রতি ঘন্টা এর বেশিনা।এই বাইকে যেহেতু ইঞ্জিন ব্যবহার করা হয় তাই এই বাইক ব্যবহার করলে লাইসেন্স আবশ্যক।হাইওয়ে রাইডের জন্য মোপেড বাইক উপযুক্ত নয় কারণএর এক্সেলেরেশন এবং স্পীড হাইওয়ে রাইডে সাপোর্ট দেয়না বললেই চলে। |
Suzuki Gixxer SF is currently one of the most attractive bikes among the ones that are drawing a lot of attention from bikers. I...
English BanglaYamaha has consistently delivered high-quality, desirable bikes to the market, and the Yamaha FZS V3 ABS (BS6) is a beautiful an...
English BanglaThe influence of Japanese motorcycle brands has long been strongly felt among motorcycle manufacturers in Bangladesh. High-quality...
English Bangla