![]() অনেকগুলো স্পেশাল আন্তজার্তিক কোম্পানীর মধ্যে কেটিএম স্পোর্টস মোটরসাইকেল অনেক সুপরিচিত একটি নাম এবং বিশ্বব্যাপী এই কোম্পানীর ব্যাপক কদর রয়েছে। তারা তাদের আনকমন স্টাইল ও ডিজাইনের জন্য বিখ্যাত। কেটিএম একটি অস্ট্রোলিয়ান মোটরসাইকেল ম্যানুফ্যাচকার কোম্পানী। এই অস্ট্রোলিয়ান মোটরসাইকেল ম্যানুফ্যাচকার কোম্পানী প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে কিন্তু এর ভিত্তি শুরু হয় ১৯৩৪ সাল থেকে। ১৯৯২ সালের দিকে এই কোম্পানী তার সহযোগী কোম্পানীর সাথে আর্থিক সমস্যার সম্মুখীন হয় । একই সময়ে কেটিএম ৪টি কোম্পানীতে বিভক্ত হয়ে যায় এবং এই সবগুলো কোম্পানী কেটিএম এর ব্রান্ডিং। বর্তমানে এটি অনেক সহায়ক এবং ব্রান্ডিং এর কাজে নিয়েজিত। কেটিএম স্পোর্টস মোটরসাইকেল সাধারণভাবে কেটিএম ব্র্যান্ডের একটি সহযোগী কোম্পানী এবং তারা এখনও মার্কেটে তাদের প্যারেন্টস কোম্পানীসহ অনেক শক্তপোক্ত অবস্থান ধরে রেখেছে। এই কেটিএম মোটরসাইকেল কোম্পানী বিভিন্ন ক্যাটাগরি ও বিভিন্ন সেগমেন্টের ইউনিক ডিজাইনের বাইক উৎপাদন করে থাকে। কেটিএম এর মোটরসাইকেলগুলো রেসিং ট্র্যাকে চলাচল করতে দেখা যায় এবং তারা রেসিং ট্র্যাকে স্পন্সরশীপ নিয়ে থাকেন। অফ রোড ও অন রোড দুই ক্যাটগরির বাইক কেটিএম উৎপাদন করে থাকে। অফ রোড সিরিজের মধ্যে রয়েছে মটোক্রস সিরিজ , ক্রস কান্ট্রি সিরিজ, এন্ডুরো সিরিজ সহ আরও অনেক সিরিজ এবং বলতে গেলে এই সব সিরিজগুলো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। শিশুদের জন্যও এই কোম্পানী বাইক উৎপাদন করে থাকে এবং সেগুলোও অনেক জনপ্রিয়। বর্তমানে কেটিএম এর পরিচিতি আছে ২ স্ট্রোক ও ৪ স্ট্রোক অন রোড ও অফ রোড বাইকের জন্য। এই মোটরসাইকেলগুলো ছাড়াও বিগত বছরগুলো থেকে তারা স্ট্রিট মোটরসাইকেল এবং স্পোর্টস কার উন্নয়নের প্রক্রিয়া চলমান রেখেছে। |
The influence of Japanese motorcycle brands has long been strongly felt among motorcycle manufacturers in Bangladesh. High-quality...
English BanglaGPX Demon is a popular sports bike series from the Thai motorcycle brand GPX (Grand Prix Motor Co. Ltd.). GPX was founded in 2...
English BanglaCFMOTO doesn’t just make motorcycles—they also produce sports bikes, naked bikes, cruisers, scooters, off-road vehicles, a...
English Bangla