আই থ্রি এস প্রযুক্তি হচ্ছে হিরো মটো কর্প এর এক অভিনব সৃষ্টি। আই থ্রি এস প্রযুক্তি বা আইডিয়েল স্মার্ট স্টপ সিস্টেম তৈরি করার মুল উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স ঠিক রেখে মাইলেজ সঠিকভাবে সরবরাহ করা এবং এক্সজস্ট দিয়ে কম পরিমাণে দূষিত গ্যাস বের করে পরিবেশকে ঠিক রাখা। হিরো প্রথম এই প্রযুক্তি তাদের আই স্মার্ট বাইক দিয়ে প্রথম উন্মোচন করেন এবং তারা দুই চাকার বাহন দিয়েই এই প্রযুক্তির ব্যাপকতা সৃষ্টি করেন। এই সিস্টেমটা মুলত তৈরি করা হয়েছে চার চাকার বাহন কার এর জন্য কিন্তু হিরোর আগে এই প্রযুক্তিটা সেরকম ভাবে কোন কোম্পানী উপস্থাপন করতে পারেন নি। এই সিস্টেমটা হচ্ছে ইঞ্জিন বেশিক্ষন চালু থাকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং রাইডার ক্লাচ চাপা মাত্রই পুনরায় ইঞ্জিনটা চালু হয়ে যাবে। মুলত এই সিস্টেমটি ইঞ্জিনকে স্লীপ মুডে নিয়ে যায়। আইডিয়াল স্মার্ট স্টপ সিস্টেমটি ইঞ্জিনকে ৫ সেকেন্ড পর বন্ধ করে ফেলে উদাহরণস্বরূপ আপনি ট্র্যাফিক জ্যামে আটকা পড়েছেন এমতবস্থায় আপনার আই থ্রি এস প্রযুক্তি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ট্র্যাফিক জ্যাম ছুটলে রাইডারের ক্লাচ চাপার সাথে সাথেই ইঞ্জিনটি আবার পুনরায় চালু হয়ে যাবে। তাই রাইডারকে আর কষ্ট করে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে না এবং শুধুমাত্র ক্লাচ ধরেই সে পুনরায় তার ইঞ্জিনটি চালু করতে পারবে। এই প্রযুক্তি ফলে ইঞ্জিন চালু থাকা বা ইঞ্জিন বারবার স্টার্ট দেওয়া ঝামেলা থাকে না এবং তেল খরচ অনেক কমে যায়। আই থ্রি এস প্রযুক্তির সুইচটা হ্যান্ডেলবারে থাকে যেটা চাপ দেবার মাধ্যমে চালু বা বন্ধ করা যায়। এই সিস্টেমটা রাইডারের কাছে বিভিন্ন দিক থেকে অনেক মুল্যবান। দীর্ঘক্ষন ট্র্যাফিক জ্যামে আটকা পরে থাকলে তেল খরচ সহ আশেপাশের পরিবেশ এর নির্গত ধোঁয়া থেকে দূষিত হতে পারে। অন্যদিকে বেশিক্ষন ইঞ্জিন চালু থাকলে বিশেষ করে এয়ার কুল্ড ইঞ্জিন বেশিক্ষন চালু থাকলে খুব তারাতারি বাইরের চারপাশের পরিবেশ গরম হয়ে যেতে পারে যা ট্র্যাফিক জ্যামকে আরও দুর্বিষহ করে তুলবে। আই থ্রি এস প্রযুক্তি এসব সমস্যা সমাধান করে বাইকের মাইলেজ সহ বিভিন্ন কার্যকরী ভুমিকা রেখেছে। এই সম্পূর্ণ সিস্টেমটি নির্ভর করে এর ব্যাটারী ও ইলেকট্রিক স্টার্ট এর উপর। এই সিস্টেমটি শুধুমাত্র সেসকল বাইকে কাজ করবে যেসব বাইকে ইলেকট্রিক স্টার্ট এবং ব্যাটারী কার্যক্ষমতা অনেক শুধুমাত্র সেসকল বাইকের জন্য একটি প্রযোজ্য। |
GPX Demon is a popular sports bike series from the Thai motorcycle brand GPX (Grand Prix Motor Co. Ltd.). GPX was founded in 2...
English BanglaCFMOTO doesn’t just make motorcycles—they also produce sports bikes, naked bikes, cruisers, scooters, off-road vehicles, a...
English BanglaAlthough CFMoto is relatively new in the Bangladesh market, it is a globally recognized motorcycle manufacturer that supplies ...
English Bangla