Yamaha Banner
Search

Panchagarh bikers club - PBC

2022-06-04
Views: 198

Panchagarh bikers club - PBC


Panchagarh bikers club - PBC এর পথ চলা শুরু ১০/১১/২০১৯ইং। Ride safe explore the unknown স্লোগানকে সামনে রেখে নিরাপদ বাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে পঞ্চগড় জেলার ইতিহাস ও ঐতিহ্য সকলের নিকট পৌছে দেয়ায় Panchagarh bikers club - PBC এর মূল উদ্দেশ্য। Panchagarh bikers club - PBC থেকে নিয়মিত গ্রুপ টুর এর আয়োজন করা হয়ে থাকে। টুরে শত ভাগ সেফটির পাশাপাশি অন্যকে সেফটি ও ট্রাফিক আইন সম্বন্ধে উৎসাহ প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করা হয়ে থাকে,যেমন
• শীতার্তদের শীত বস্ত্র বিতরণ,
• এতিম, অনাথ শীশুদের আর্থিক সহযোগিতা প্রদান ও
• অসুস্থ রোগীর অর্থিক সাহায্য ও মনোবল প্রদান।
এছাড়াও বিভিন্ন সময় পঞ্চগড়ের দর্শনীয় স্থান সমুহ পরিচিতির জন্য পিকনিক এর আয়োজন করা হয়ে থাকে।
করোনাকালীন সময়ে মাক্স, ত্রাণ ও সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়ে থাকে।

পরিকল্পনাঃ
• ট্রাফিক আইন নিয়ে গণসমাবেশ করে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে থ্রী হুইলার চালকদের সচেতনতার জন্য আলোচনা করা।
• বাইকারদের ট্রেনিং এর ব্যবস্থা করা।
• সকলের জন্য নিরাপদ সরক বাস্তবায়নের লক্ষে আলোচনার মাধ্যমে সরক দুর্ঘটনা হ্রাস করা।
• দেশ ও দেশের বাইরের বাইকার ও ভ্রমণ পিপাসুদের মাঝে পঞ্চগড় জেলা ভ্রমনে উৎসাহিত ও দিক নির্দেশক হয়ে সহযোগিতা করা।
• বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এসে ভ্রমনের জন্য আপনারা সকলে আমন্ত্রিত।
Group Contact Rezaul Karim Razu (01722562937) (01714691650)
Shahinur Rahman (01784797552)
Raj Raju (01717982991)
Sree Ripon (01788071707)
Dipu (01797844677)



Filter