Yamaha Banner
Search

বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারন

2023-08-10

বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারন


-1691660985.webp

গরম প্রধান দেশে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বেশ সাধারন একটি বিষয়, ইঞ্জিন ওভার হিট এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়, যেমনঃ ইঞ্জিন পাওয়ার লস, পায়ে অতিরিক্ত গরম অনুভব করা, ইঞ্জিনে ভাইব্রেশন বেড়ে যাওয়া, এবং বাইকের ইঞ্জিনে ফ্রিকশন বেড়ে যাওয়া, ইত্যাদি।

তবে এর বেশ কিছু কারন রয়েছে, তা নিয়েই আজকে আলোচনা করবো।

*ওভার হিটিং সমস্যাটি সাধারণত এয়ারকুল বাইকের ক্ষেত্রে বেশি দেখা যায়, অর্থাৎ এর cooling system, যেহেতু এটি বাতাসের মাধ্যমে ইঞ্জিনকে ঠাণ্ডা করে, তাই এর কার্যক্ষমতা কিছুটা কম, তাই সিটি রাইডের সময় ট্র্যাফিক জ্যামের মধ্যে বা দীর্ঘসময় High RPM এ বাইক রাইড করার ফলে বাইকের ইঞ্জিন অভার হিট হতে পারে।

*এছাড়া নির্দিষ্ট অয়েল গ্রেডের চেয়ে কম বা বেশি গ্রেড এর ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে ইঞ্জিন অভার হিট হতে পারে, কারন বাইক ম্যানুফ্যাকচুরিং কোম্পানি তাদের বাইকের উপর বিভিন্ন পরীক্ষা ও গবেষণা করে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অভার হিট সাধারণত air cool বাইকে বেশি দেখা যায়, এর মূল কারন হল এর গঠনগত প্রক্রিয়া গ্রেড নির্ধারণ করেন, এর চেয়ে কম বা বেশি গ্রেডের অয়েল ব্যবহার করলে বাইকের ইঞ্জিনে প্রয়োজনীয় লুব্রিকেশন পাওয়া যায়না এর কারনে ইঞ্জিন অভার হিট হতে পারে, এইজন্য অবশই কোম্পানি রেকোমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড ব্যবহার করুন।

*এছাড়া বাইক একটানা দীর্ঘ সময় রাইড করার ফলে ও ইঞ্জিন ওভার হিট হতে পারে, একটানা বাইক রাইড না করে একটি নির্দিষ্ট সময় পর পর ব্রেক দিন, এয়ার কুল বাইকের ক্ষেত্রে ৫০-৭০ কিলোমিটার পর পর ব্রেক দেয়া এবং লিকুইড কুল বাইকের জন্য ১০০-১৫০ কিলোমিটার পর পর ব্রেক দিতে পারেন।

*লিকুইড কুল বাইকের ক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারন হতে পারে, coolant ঠিকমত ইঞ্জিনে প্রবাহ হচ্চে না, অথবা বাইকের রেডিয়েটর ফ্যান ঠিকমতো কাজ না করা, এর থেকে পরিত্রাণ পেতে নিয়মিত বাইকের coolant লেভেল চেক করুন, এছাড়া বাইকের রেডিয়েটর ফ্যান ঠিক আছে কি না তা চেক করুন।

*ইঞ্জিন অয়েল লেভেল কম বা বেশি থাকলেও ইঞ্জিন অতিরিক্ত হতে পারে, এর কারনে ইঞ্জিনে ফ্রিকশন কম বেশি হয়ে থাকে, এবং দীর্ঘসময় অয়েল লেভেল কম থাকলে ইঞ্জিনের মারান্তক ক্ষতি হতে পারে, তাই অবশ্যই কোম্পানি থেকে রেকোমেন্ডেড লেভেল অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করুন।

এই ছিলো আজকের আলোচনা, আমাদের উল্লেখিত নিয়ম মেনে চললে এই সমস্যার সমাধান পেতে পারেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না
2024-07-14

একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আমরা নিকটস্থ সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে গিয়ে থাকলে তারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিয়ে থাকে, তবে অনেক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গেলে তারা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকে, এতে করে আমাদের খরচ ...

Bangla English
মোটরসাইকেলের লুকিং গ্লাস এর পজিশন এবং এর প্রয়োজনীয়তা
2024-07-13

বাইক রাইডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা, এবং রোডে বাইক চালানোর সময় আশে পাশে, সামনে এবং পেছনের যানবাহন এর সাথে দূরত্ব বজায় রেখে বাইক রাইড করা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে বাইকের লুকিং গ্লাস প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয়। বাইক রাইডের ক্ষেত্রে প্রতি ৬ সেকেন্ড পরপর লুকিং গ্লাস দেখ...

Bangla English
রাইড শেয়ার এর জন্য ৫টি সেরা বাইক
2024-07-11

বর্তমানে শহরে যানজট এর কারনে অনেক কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে, এবং ব্যাস্ততার কারনে অনেকেই গনপরিবহনের চেয়ে বাইকে রাইড শেয়ারকে বেশি উপযোগী মনে করেন, এর কারনেই রাইড শেয়ার এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং অনেকেই এটি পেশা হিসেবে বেছে নিচ্ছেন, তবে রাইড শেয়ার এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হ...

Bangla English
Filter

Filter