CFMOTO শুধু মোটরসাইকেল নয়, বরং স্পোর্টস বাইক, নেকেড বাইক, ক্রুজার, স্কুটার, অফ-রোড যান, এবং উচ্চ ক্ষমতার ATV/UTV তৈরি করে। তারা প্রতি বছর নিজেদের গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগ থেকে অসংখ্য নতুন মডেল বাজারে আনে। CFMOTO (Zhejiang CFMoto Power Co., Ltd.) প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে চীনের ঝেজিয়াং প্রদেশে। শুরুতে তারা মোটরসাইকেলের ইঞ্জিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদন করত। ধীরে ধীরে তারা নিজস্ব মোটরসাইকেল, স্কুটার, ATV (All-Terrain Vehicle), ইউটিভি (Utility Vehicle), এবং মেরিন ইঞ্জিন তৈরি শুরু করে। আজকে আমরা তাদের CFMOTO 300 NK বাইক যেটি সদ্য বাংলাদেশের বাজারে এসেছে সেটার ফিচারস নিয়ে আলোচনা করবো। চলুন দানবীয় এই নেকেড স্পোর্টস বাইকের কি কি ফিচারস রয়েছে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
ডিজাইন
ডিজাইনের দিক থেকে এই বাইকের রয়েছে নেকেড স্পোর্টস ডিজাইন যা তরুন প্রজন্মের রাইডারদের বিশেষভাবে আকৃষ্ট করবে। ডিজাইনের দিক লক্ষ্য করলে দেখা যায় যে স্টাইলিশ, আধুনিক ও এগ্রেসিভ নেকেড বাইক, যেখানে ফ্রন্টের স্টাইলিশ LED লাইট, হালকা ট্রেলিস ফ্রেম, মাংসাল ফুয়েল ট্যাংক, আর স্প্লিট সিট টেইল-ইউনিক লুক দেয়। ডিজাইন ও ফিচার এমনভাবে সাজানো হয়েছে যে এটি সাধারণত KTM Duke সিরিজের সাথে সাদৃশ্যপূর্ণ অনুভূতি দেয়, সেই কারণেই “urban ninja” বলে পরিচিত
ডাইমেনশন
CFMOTO 300 NK বাইকটি এই সেগমেন্টে একটি ব্যালেন্সড নেকেড স্পোর্টস বাইক হিসেবে সমাদৃত। ডাইমেনশনের দিকে রয়েছে দৈর্ঘ্য 1,990 মিমি , প্রস্থ 780 মিমি , উচ্চতা 1,070 মিমি, হুইলবেস 1,360 মিমি, সিট উচ্চতা 795 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিমি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিট ১২.৫ লিটার। সব মিলিয়ে ডাইমেনশনের দিক থেকে এই বাইকটাকে অনেক বেশি সমৃদ্ধ করা হয়েছে।
ইঞ্জিন
CFMOTO 300 NK হল একটি আধুনিক ও শক্তিশালী নেকেড স্পোর্টস মোটরসাইকেল এই সেগমেন্টে , যা 300cc সেগমেন্টে একটি উল্লেখযোগ্য অবস্থান দখল করেছে। ইঞ্জিনের দিক থেকে এই বাইকের মধ্যে রয়েছে 4 ভালভ , লিকুইড কুল্ড, সিংগেল সিলিন্ডার এফআই ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 27.5 Bhp @ 8800 RPM এবং ম্যাক্স টর্ক 25 NM @ 7250 RPM উৎপন্ন করতে পারে। এছাড়াও আরও ফিচারস রয়েছে যেমন ইলেকট্রিক ফুয়েল ইঞ্জাকশন, এসিস্ট এবং স্লিপার ক্লাচ, ৬ স্পীড গিয়ার বক্স সহ আধুনিক সব ফিচারস যা চলার পথে আরও মসৃন অনুভুতি দিবে।
ব্রেকিং ও সাসপেনশন
ব্রেকিং এর দিক থেকে CFMOTO 300 NK অনেক আপডেট একটি বাইক কারন এর আছে সামনের দিকে ২৯২ মিমি এর বড় বাইপিস্টন ক্যালিপার ব্রেকিং সাথে এন্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং পেছনের দিকে ২২০ মিমি এবিএস ব্রেকিং সিস্টেম। এই ব্রেকিং সিস্টেম বাংলাদেশের রাস্তায় আশা করা যায় অনেক ভালো কাজ করবে।
সাসপেনশনের দিকে লক্ষ করলে দেখা যায় যে , সামনের দিকে রয়েছে 37 মিমি ফ্লেট (Telescopic) USD (Upside-Down) ফর্ক এবং পেছনের দিকে রয়েছে মোনোশক (Mono-shock), সেন্টার-অ্যালাইনড, যা প্রিলোড অ্যাডজাস্টেবল যা বেশ আপডেট এবং রাস্তায় রাইডের ভালো অনুভুতি দেয়।
টায়ার
টায়ারের দিকে CFMOTO বিশেষভাবে লক্ষ্য রেখেছে কারন তারা তাদের এই CFMOTO 300 NK সামনের ও পেছনের দিকে তারা মোটা টায়ার ব্যবহার করেছে। সামনের দিকের টায়ারের সাইজ আছে ১১০/৭০-১৭ সাইজের টায়ার এবং পেছনের দিকে রয়েছে ১৩০/৬০-১৭ সাইজের টায়ার। বাংলাদেশের রাস্তায় ভালো পারফরমেন্স দেবার জন্য আশা করা যাচ্ছে টায়ার ভালো ফিডব্যাক দিবে। এদিকে তারা সামনে ও পেছনে দুই দিকেই টিউবলেস টায়ার ব্যবহার করেছে।

ইলেকট্রিক্যাল ও মিটার কনসোল
CFMOTO 300 NK এর ইলেকট্রিক্যাল সিস্টেম বাইকটির পারফরম্যান্স ও আধুনিক ফিচারগুলিকে সাপোর্ট করার জন্য উন্নতভাবে ডিজাইন করা হয়েছে। ইলেকট্রিক্যাল ফিচারস এর মধ্যে রয়েছে ডিআরএল সাথে এলিডি হেডল্যাম্প, এলিডি টেল ল্যাম্প, এলিডি টার্ন সিগন্যাল, ইউএসবি চার্জিং পোর্ট।
মিটার কনসোল এর মধ্যে রয়েছে কলার TFT ডিসপ্লে—পূর্ণ-রঙে তথ্য প্রদর্শন করে এবং স্পোর্ট ও রেইন রাইড মোড অনুযায়ী লেআউট পরিবর্তন হয়, ওডোমিটার (সর্বমোট দূরত্ব),ট্রিপ মিটার (দুইটি),টাকোমিটার (RPM),ফুয়েল লেভেল ইনডিকেটর,কুল্যান্ট তাপমাত্রা,সময়,ব্যাটারি ভোল্টেজ ।
সবশেষে
CFMOTO বাংলাদেশের বাজারে শুরু থেকেই অত্যাধুনিক সব ফিচারস সমৃদ্ধ বাইক দিয়ে বাইকারদের মাতিয়ে রেখেছে এবং প্রতিশ্রতি দিচ্ছে দেশের বাজারে তাদের এই CFMOTO 300 NK মডেলটি রাইডারদের ভালো পারফরমেন্স প্রদান করবে।