Yamaha Banner
Search

পদ্মা গার্ডেন

2022-04-24
Views: 968

পদ্মা গার্ডেন


পদ্মা নদীর কোল ঘেঁষা একটি দর্শণীয় স্থানের নাম পদ্মা গার্ডেন। এটা রাজশাহী বাসির জন্য ভ্রমনের অন্যতম একটি স্থান। ছুটির দিনে কিংবা অবসরে সময় কাটানোর জন্য পদ্মা গার্ডেনের জুড়ি নেই। এটি অবস্থিত নগরীর বড়কুঠি এলাকায়। ফুদকিপাড়া থেকে শুরু করে দরগাপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জুড়ে রয়েছে পদ্মা গার্ডেন ।

বাইকারদের জন্য এখানে যাতায়াতের সহজ রাস্তা হল, রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে দক্ষিন দিকে যে রাস্তাটা গেছে সেটা ধরে এগুলেই পৌঁছে যাবেন পদ্মা গার্ডেনে। এখানে বাইকের পার্কিং সুবিধা সহ বাইকার জন্য রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা সবাই আমন্ত্রিত।


Filter