শেল লং রাইড ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা মারুফ

English Version
calender 2022-06-28

শেল লং রাইড ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা মারুফ

Review Disclaimer Bn

shell advance long ride user review by mehedi hasan-1656407475.jpg

আসসালামুয়ালাইকুম, আমি মেহেদি হাসান মারুফ, আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার শেল লং রাইড ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে, এই ইঞ্জিন অয়েলটি আমি দীর্ঘ ৮০০০ কিলোমিটার ৪ বার আমার সুজুকি জিক্সার বাইকে ব্যবহার করেছি এবং এর কিছু পজিটিভ ও নেগেটিভ দিক খুজে পেয়েছি যা আপনাদের কাছে তুলে ধরব। শেল একটি লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা প্রায় সকল প্রকারের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল সহ অন্যান্য লুব্রিকেন্ট তৈরি করে থাকেন, তারা সম্পূর্ণ বিশ্বে বেশ সুপরিচিত একটি ব্র্যান্ড এই জন্যে আমি তাদের ইঞ্জিন অয়েল ব্যবহারের সিধান্ত নেই। এখন এর ব্যবহারের অভিজ্ঞতা ও এর ভালো ও খারাপ দিক নিয়ে বলব।

ভালো দিকঃ

• শেল বাজারের অন্যান্য সিন্থেটিক ইঞ্জিন অয়েলের চেয়ে কম দামে এই অয়েলটি দিচ্ছে যা এর সবচেয়ে ভাল দিক মনে হয়েছে, আমার ব্যবহারের মূল উদ্দেশ এটিই ছিলো।

• এটি ব্যবহার করে লং ট্যুর করেছি এর পারফর্মেন্স ছিলো যথেষ্ট ভালো, তবে হিটিং ইস্যু পেয়েছি।

• বাইকের পিকআপ রেসপন্স ভালো পেয়েছি এবং সিটি রাইডের পারফর্মেন্স ভালো ছিলো।

• বাইকের স্মথনেস আগের চেয়ে ভালো পেয়েছি।

• দাম অনুযায়ী ড্রেন পিরিয়ড যথেষ্ট ভালো।

মন্দ দিকঃ

• এর দাম পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে যার কারনে এটির ব্যবহার পূর্বের মত যুক্তিযত না।

• শেল কোম্পানি থেকে এটি ৬০০০ কিলোমিটার ব্যবহারের জন্য বলা হইলেও এটি ২০০০ কিলোমিটারের বেশি
ব্যবহারের জন্য নয়, ২০০০ কিলোমিটার এর পর বাইকের স্মথনেস ও এর ঘনত্ব কমতে থাকে।

• লং রাইডে ইঞ্জিন হিটিং ইস্যু রয়েছে এবং গেয়ার সিফটিং হার্ড পেয়েছি।

• এই ইঞ্জিন অয়েল কমে যাওয়ার ইস্যু রয়েছে যেমন আমি ২০০০ কিলোমিটার করে ব্যবহারের পর ২৫০-৩০০ মিলি অয়েল কম পেয়েছি, এক্ষেত্রে বাইকের কোনোপ্রকার সমস্যা ছিলো না, এটি এই অয়েলের সবথেকে নেগেটিভ দিক হিসেবে মনে হয়েছে।

• এটি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল হওয়ার পরেও এর ড্রেন পিরিয়ড সহ কোনো কিছুই বাজারের অন্যান্য সিন্থেটিক অয়েলের মত নয়।

এই ছিলো আমার শেল লং রাইড ইঞ্জিন অয়েল নিয়ে ব্যবহার অভিজ্ঞতা, এর পূর্বে আমি Motul 3000 4T mineral ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, শেল ব্যবহারের মূল উদ্দেশ ছিলো কম দামে ভালো মানের সিন্থেটিক অয়েল, এটি ব্যবহার নিয়ে অনেক আশা থাকলেও এটি ব্যবহারের পর আমি আশানুরূপ পায়নি, আমার পরামর্শ থাকবে এই যে এই অয়েল ১৫০০-২০০০ এর বেশি ব্যবহার না করতে এবং অয়েল লেভেল চেক করে নিতে, এই ছিলো শেল লং রাইড নিয়ে আমার ব্যবহার অভিজ্ঞতা

More Reviews On Shell Advance Long Ride 10W-40

shell advance long ride user review by mehedi hasan-1656407514.jpg
শেল লং রাইড ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা মারুফ
2022-06-28

আসসালামুয়ালাইকুম, আমি মেহেদি হাসান মারুফ, আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার শেল লং রাইড ইঞ্জিন অয়েল ব্যবহারের অভি...

Bangla English