Eni i-Ride 10W-40 Synthetic ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম

English Version
calender 2023-04-13

Eni i-Ride 10W-40 Synthetic ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম

Review Disclaimer Bn

ENI i-Ride 10W-40 Synthetic user experience - Saiful Islam-1681375629.jpg

একজন বাইক রাইডার হিসেবে আমার কাছে অগ্রাধিকার থাকে ভালো ব্রান্ডের ইঞ্জিন অয়েল । আমি অনেক দিন যাবত বাইক রাইড করছি এবং বাইক ব্যবহারের ফলে আমার কাছে ইঞ্জিন অয়েল ব্রান্ড ও কোয়ালিটি বিষয় সম্পর্কে পরিস্কার ধারনা রয়েছে। আমি Honda Hornet DD বাইকটাতে ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করছিলাম Honda 10w30 ।

এদিকে আমার বন্ধুদের দেখলাম যে তারা ENI এর ইঞ্জিন অয়েল ব্যবহার করছে এবং তারা আমাকে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য সাজেস্ট করছে। যেহেতু নতুন ব্রান্ড তাই আমার আগ্রহ একটু বেশিই হল আবার নতুন ব্রান্ড হিসেবে ভিতরে একটু আতঙ্ক কাজ করছিলো যে কেমন হবে। যেহেতু আমার বন্ধুরা এই ইঞ্জিন অয়েল ব্যবহার করছে তাই শঙ্কা ভুলে তাদের সাজেশান অনুযায়ী ব্যবহার করতে শুরু করলাম Eni i-Ride 10W-40 Synthetic। এই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করা আমার প্রায় ১ মাস হয়েছে এবং এই ১ মাসে আমার কাছে যেটা মনে হয়েছে যে, ইঞ্জিন অয়েলের ফিডব্যাক অনেক ভালো। আজকে এই ব্যবহার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে নিম্নে শেয়ার করছি।


পারফরমেন্স
আমি Eni i-Ride 10W-40 Synthetic এর পুর্বে ব্যবহার করতাম Honda ব্রান্ডের ইঞ্জিন অয়েল । Honda এর থেকে এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স অনেক ভালো কারণ Honda টা ছিলো মিনারেল আর এটা সিন্থেটিক , এদিকে কোয়ালিটির দিক থেকেও আমার কাছে ভালো মনে হয়েছে ENI। সত্য বলতে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর ইঞ্জিনের শব্দ, ইঞ্জিনের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে যেটা আমি রাইড করলেই বুঝতে পারি আগের থেকে তফাৎ কেমন। আশা করি ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স পাবো।

লং রাইড
লং রাইডে গেলে একটি ইঞ্জিন অয়েল সম্পর্কে ভালো ধারনা পাওয়া যায় কারন বাইক একটানা অনেকক্ষণ রাইড করা হয় যার ফলে ইঞ্জিন অয়েলের আসল রুপ বেড়িয়ে আছে । Eni i-Ride 10W-40 Synthetic এর ক্ষেত্রে লং রাইডে আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি এবং গিয়ার শিফটিং শক্ত হওয়া বা হিটিং ইস্যু তেমন লক্ষ্য করিনি।

মাইলেজ
খারাপ ইঞ্জিন অয়েল বাইকের মাইলেজ কমিয়ে দেয় কিন্তু Eni i-Ride 10W-40 Synthetic ব্যবহার করার পর থেকে আমি মাইলেজ নিয়ে কোন ইস্যু পাইনি । সাধারণত আমার বাইক থেকে মাইলেজ পেতাম গড়ে ৪২ কিমি এবং এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর দেখলাম যে মাইলেজ কমে যাওয়ার কোন প্রবনতা নেই বরং মাইলেজ মনে হচ্ছে একটু বেশিই পাচ্ছি।

অন্যান্য
অনেক সময় দেখা যায় যে , ইঞ্জিন অয়েল মাত্র ১ হাজার কিমি রাইডের পর তার পরিমান কমে আসে। এর কারন দুটা হয়ে থাকে ১- খারাপ গ্রেডের ইঞ্জিন অয়েল। ২- বাইকের পিস্টনের সমস্যা । আমার বাইকের অন্যান্য কোন সমস্যা নাই এবং ইঞ্জিন অয়েল কমে যাওয়ার কোন লক্ষন দেখিনি।

সব মিলিয়ে আমার কাছে এই Eni i-Ride 10W-40 Synthetic ১ মাস রাইড করে অনেক ভালো লেগেছে। যেহেতু এটা সিন্থেটিক ইঞ্জিন অয়েল তাই আরও বেশি রাইড করা যাবে আপাতত ১ মাসের রাইডে আমি কোন খারাপ কিছু লক্ষ্য করিনি। আশা করি এটা আমাকে অনেক ভালো সাপোর্ট দিবে ভবিষ্যতে।

More Reviews On Eni i-Ride 10W-40 Synthetic (1 Liter)

ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক-1693042595.jpg
ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক
2023-08-26

শুরু থেকেই আমি বাইক নিয়ে এবং বাইকের বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি বা গবেষণা করতে পছন্দ করি। বাইকের বিভিন্ন বিষয়ের ...

Bangla English
ENI i-Ride 10W-40 Synthetic user experience - Saiful Islam-1681375948.jpg
Eni i-Ride 10W-40 Synthetic ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম
2023-04-13

একজন বাইক রাইডার হিসেবে আমার কাছে অগ্রাধিকার থাকে ভালো ব্রান্ডের ইঞ্জিন অয়েল । আমি অনেক দিন যাবত বাইক রাইড করছি ...

Bangla English