ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক

English Version
calender 2023-08-26

ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক

Review Disclaimer Bn

ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক-1693042546.jpg

শুরু থেকেই আমি বাইক নিয়ে এবং বাইকের বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি বা গবেষণা করতে পছন্দ করি। বাইকের বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ইঞ্জিন অয়েল, সেফটি গিয়ারস সহ আরও অনেক বিষয়। আমি যখন থেকেই বাইক রাইড শুরু করি তখন থেকে ইঞ্জিন অয়েলের ব্যপারে বেশ সচেতন। বাজারে বিদ্যমান অনেক ইঞ্জিন অয়েল ব্র্যান্ড রয়েছে তার মধ্যে আমার কাছে Motul 300V ইঞ্জিন অয়েলটা বেশি ভালো লেগেছে। আমি এই ইঞ্জিন অয়েল দিয়ে আমার Yamaha R15 V3 Monster Edition এর বাইকটি প্রায় ৩৫,০০০ কিলোমিটার রাইড করে আসছি।

৩৫,০০০ কিমি রাইডের পর আমার খুব কাছে বন্ধু পরামর্শ দিলো ENI I Ride 10w40 Full Synthetic ইঞ্জিন অয়েলটা একবারের জন্য হলেও ব্যবহার করতে। তার প্রতি আমি বিশ্বাস ও আস্থা রেখে তার দেওয়া পরামর্শ অনুযায়ী ENI I Ride 10w40 Full Synthetic আমার Yamaha R15 V3 Monster Edition বাইকে ব্যবহার করা শুরু করলাম। যেহেতু আমি টানা ৩৫,০০০ কিমি Motul
300V ব্যবহার করেছি তাই স্বাভাবিকভাবে দুটা ইঞ্জিন অয়েলের পার্থক্য খুব ভালোভাবেই বুঝতে পারবো। তাই আমি আপনাদের সামনে হাজির হয়েছি ৮০০ কিমি রাইডের পর ENI I Ride 10w40 Full Synthetic এর ফিডব্যাক কেমন তা জানাতে।

হিটিং ইস্যু
আমার পুর্বের ইঞ্জিন অয়েল Motul 300V ব্যবহার করে একটু হিটিং ইস্যু লক্ষ্য করলেও ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার করার পর সেই তুলনায় হিটিং ইস্যু একদমই কমে গেছে। একদিনে আমি প্রায় একটানা ৯০ থেকে ১০০ কিলোমিটার রাইড করার পরেও উল্লেখযোগ্য হিটিং ইস্যু পাইনি যেটা আমি Motul 300V বাইকে পেতাম ।

মাইলেজ
আমার পুর্বের ব্যবহার করা Motul 300V ইঞ্জিন অয়েলের মাইলেজ ভালই ছিলো এবং স্বাভাবিকভাবে বলতে গেলে আমি মাইলেজ নিয়ে তেমন চিন্তা করি না তবে অনুমান করে বলতে পারি যে Motul 300V এর থেকে ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার করার পর মাইলেজ একটু হলেও বৃদ্ধি পেয়েছে।

স্মুথনেস
ENI I Ride 10w40 Full Synthetic ইঞ্জিন অয়েল আমার ব্যবহার করা স্মুথ একটি ইঞ্জিন অয়েল যার থেকে আমি স্মুথ পারফরমেন্স এখন পাচ্ছি আমার বাইক থেকে। পুর্বের ইঞ্জিন অয়েলের স্মুথনেস আমার কাছে কমে মনে হয়েছে এইটার তুলনায়। যখন আমি রাইড করি বা বেশি এক্সেলেরেশন পুশ করি তখন পুর্বের থেকে একটু কমই ভাইব্রেশন অনুভব করি।

এডজাস্টমেন্ট
সাধারণত একটি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে করতে যখন নতুন আরেকটি ইঞ্জিন অয়েলে আসা হয় তখন স্বাভাবিকভাবেই ইঞ্জিনের উপর একটু প্রভাব পড়ে। এক্ষেত্রে নতুন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টার থাকলে সেটা পরিবর্তন করে নেওয়া উচিত। আমার বাইকের ক্ষেত্রেও আমি তাই করেছি নতুন ইঞ্জিন অয়েল ENI I Ride 10w40 Full Synthetic দেওয়ার পরপরই আমি ফিল্টার পরিবর্তন করেছি। এদিকে নতুন ইঞ্জিন অয়েল হিসেবে ENI I Ride 10w40 Full Synthetic খুব ভালোভাবে আমার বাইকের সাথে এডজাস্ট করেছে।

সব মিলিয়ে বলতে গেলে , একটা জিনিস সব দিক থেকেই পারফেক্ট হয় না। আমার কাছে Motul 300V ইঞ্জিন অয়েলের থ্রটল রেসপন্স, এক্সেলেরেশন , স্পীড বেশি আমার Yamaha R15 V3 Monster Edition বাইকে ভালো লেগেছে অন্যদিকে ENI I Ride 10w40 Full Synthetic আমাকে স্মুথ রাইডিং, বেশি মাইলেজ ইত্যাদি নানান ভালো দিক নিশ্চিত করেছে।

তাই আমি আপনাদের পরামর্শ দিবো যে যারা বাইকের ইঞ্জিন থেকে স্মুথ পারফরমেন্স চান তারা একবারের জন্য হলেও a href="https://www.motorcyclevalley.com/oil/overview/eni-i-ride-10w-40-synthetic-1-liter/#241">ENI I Ride 10w40 Full Synthetic ট্রাই করে দেখতে পারেন।

More Reviews On Eni i-Ride 10W-40 Synthetic (1 Liter)

ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক-1693042595.jpg
ENI I Ride 10w40 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – রাহিক
2023-08-26

শুরু থেকেই আমি বাইক নিয়ে এবং বাইকের বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি বা গবেষণা করতে পছন্দ করি। বাইকের বিভিন্ন বিষয়ের ...

Bangla English
ENI i-Ride 10W-40 Synthetic user experience - Saiful Islam-1681375948.jpg
Eni i-Ride 10W-40 Synthetic ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম
2023-04-13

একজন বাইক রাইডার হিসেবে আমার কাছে অগ্রাধিকার থাকে ভালো ব্রান্ডের ইঞ্জিন অয়েল । আমি অনেক দিন যাবত বাইক রাইড করছি ...

Bangla English