Yamaha Banner
Search

ইয়ামাহা বাইকের দাম এপ্রিল ২০২১

2021-04-22

ইয়ামাহা বাইকের দাম এপ্রিল ২০২১

1619070889_Yamaha Bike Price in BD April 2021.jpg
কথা যখন বিশ্বাস এবং ব্র্যান্ড ভ্যালু নিয়ে হয়ে থাকে তখন ইয়ামাহা তালিকার শীর্ষ অংশেই থাকে। এই মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি বিশ্বজুড়েই শুধু নয় পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। বহু দশক ধরেই তারা আমাদের স্থানীয় বাজারেব্যাবসা করছে এবং সফলতার সাথে অনেক মাইলফলক অর্জন করেছে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিসট্রিবিউটর। ইয়ামাহার দ্বায়িত্ব নেওয়ার পরে, তারা বাংলাদেশের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় বাইকনিয়ে আসে, যাদের বিশাল জনপ্রিয়তা রয়েছে।চলুন দেখে ফেলিএপ্রিল ২০২১ এ বাংলাদেশে ইয়ামাহা বাইকগুলোর সর্বশেষতম দাম।

ইয়ামাহা সালুটো এসই বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি - ১২৪০০০ টাকা।
ইয়ামাহা সালুটো আর্মডা ব্লু বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি - ১২৪৯০০ টাকা।

ইয়ামাহা এফজেড-এস এফ আই রেয়ার ডিস্কের দাম এপ্রিল ২০২১ বিডি-

সাম্প্রতিক দিনগুলিতে কেবল এফজেড-এস এফ আইরেয়ার ডিস্কের আর্মাডা ব্লু ভার্শনটি পাওয়া যাচ্ছে, অন্যান্যভার্শনগুলো কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে। এপ্রিল ২০২১ এ ইয়ামাহা এফজেড-এস এফ আই রেয়ার ডিস্কের আপ টু ডেট দাম ২৩০০০০ টাকা।

ইয়ামাহা এফজেড-এস এফ আই ভি ৩বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি-

এফজেড-এস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। কয়েক বছর আগে ইয়ামাহা এই সিরিজটি আপগ্রেড করেছে এবং তাদের ব্যবহারকারীদের জন্য নতুন লুক এবং আধুনিক ফিচারস সহ তিন নম্বর ভার্শনটি বাজারে চালু করেছে। এপ্রিল ২০২১ এ ইয়ামাহা এফজেড-এস এফ আই ভি ৩ এর বর্তমান দাম ২৫৫০০০ টাকা।

ইয়ামাহা ফেজার এফ আই ভি ২ বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি-

যখন ট্রাভেলিং এর কথা আসে, ফেজারএফ আই ভি ২বাইকের তালিকায় শীর্ষস্থানীয় একটি নাম। আপগ্রেড অ্যারোডাইনামিক্স এবং কমপ্যাক্ট মডার্নফিচারসের সাথে দুর্দান্ত স্বাচ্ছন্দ্য এই বাইকে রয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশে ইয়ামাহা ফেজার এফ আই ভি ২সর্বশেষ দাম ২৭১০০০ টাকা।

ইয়ামাহা আর ১৫ ভি-৩ বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি-

পিওর স্পোর্টস সেগমেন্ট, রেস ট্র্যাক ফিচারস এবং হৃদয় ছোঁয়া পারফরম্যান্সের সাথে মনমুগ্ধকর ডিজাইন ইয়ামাহা আর ১৫ ভি ৩ এর আকর্ষন।ডুয়াল চ্যানেল এবিএস হল অতিরিক্ত সংযোজন যা এর কার্যক্ষমতা আরো বাড়িয়ে তোলে। এই মডেলের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে

এবং সেগুলির সর্বশেষ দামগুলি নীচে দেওয় হলঃ

ইয়ামাহা আর ১৫ ভি-৩ ডুয়াল এবিএস বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি - ৪৮৫০০০ টাকা
ইয়ামাহা আর ১৫ ভি-৩ ডার্ক নাইট বাইকের দাম এপ্রিল ২০২১বিডি –৪৮৫০০০ টাকা
ইয়ামাহা আর ১৫ ভি-৩ রেসিং ব্লু বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি- ৪৮৫০০০ টাকা

ইয়ামাহা এমটি – ১৫ বাইকের দাম এপ্রিল ২০২১ বিডি-

ইয়ামাহা এমটি – ১৫ আর ১৫ ভি ৩ এর নেকড এডিশন। নেকেড স্পোর্টস ডিজাইনের সাথে আর ১৫ইঞ্জিন এই বাইকটিকে রাইডারদের মাঝে আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তুলেছে। এপ্রিল ২০২১ এ ইয়ামাহা এমটি -১৫ এর সাম্প্রতিক দাম হচ্ছে ৪১০০০০ টাকা।

ইয়ামাহা রেই জেডআর স্ট্রিট র্যা২লি স্কুটারের দাম এপ্রিল ২০২১ বিডি-

আমাদের দেশে যদি কোনও আড়ম্বরপূর্ণ এবং শক্তিশালী স্কোটার সম্পর্কে কথা বলতে হয়, তবে আমাদের অবশ্যই ইয়ামাহা রে জেডআর স্ট্রিট সমাবেশ উল্লেখ করতে হবে। ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশে ইয়ামাহা রেই জেডআর স্ট্রিট র্যা লি স্কুটারের সর্বশেষ দামহচ্ছে ১৬৫০০০ টাকা।

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ বাইকের দাম এপ্রিল ২০২১

ইয়ামাহা এক্সএসআর ১৫৫ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এবং প্রিমিয়াম টাইপের মোটরসাইকেল যা ইয়ামাহা সম্প্রতি বাংলাদেশে প্রবর্তন করা হয়েছে। ক্যাফে রেসারের আউটলুকের সাথে আপগ্রেড ফিচারস এই বাইকের লুককে অনেকটা আকর্ষনীয় করে তুলেছে।এপ্রিল ২০২১ এ ইয়ামাহা এক্সএসআর ১৫৫ এর সাম্প্রতিক দাম রাখা হয়েছে ৫৪৫০০০ টাকা।

Bike News

Important Update for CFMOTO 300SR Users
2025-06-29

Recently, some CFMOTO 300SR users were facing an oil cut problem. As soon as the issue was brought to the attention of the CFMOT...

English Bangla
Lifan Bike Price in Bangladesh June 2025
2025-06-25

Lifan is one of those motorcycle brands in Bangladesh that provides quality motorcycles to bike lovers at a low price. Lifan i...

English Bangla
Suzuki Riders Day Organized by Abdullah Motors in Rajshahi
2025-06-24

Abdullah Motors, a renowned motorcycle showroom in Rajshahi and an authorized dealer of all Suzuki bikes, organized a special ...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh June 2025
2025-06-24

Bajaj is a well-known name among the grassroots bike lovers of Bangladesh, whose use is suitable for all family members, and t...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh June 2025
2025-06-24

Yamaha is one of the few quality and premium quality motorcycles in the Bangladeshi motorcycle market, each of which is very p...

English Bangla
Filter