
করোনা ভাইরাসে বিপর্যস্থ জীবনে বাইক লাভারদের জন্য আনন্দের ছটা নিয়ে হাজির হয়েছে নিউ গ্রামীন মটরস।করোনার লক ডাউনে এইচ পাওয়ার জিপি১৬৫(রোবট জেড) প্রি-বুকিং দিলেই মিলবে নগদ ১৫,০০০.০০ টাকা ডিস্কাউন্ট এবং সাথে রয়েছে লোভনীয় এবং প্রয়োজনীয় গিফটস।
১৬৫সিসি সিগমেন্টে বাংলাদেশে অন্যতম শক্তিশালী বাইক এইচ পাওয়ার জিপি১৬৫(রোবট জেড)। বাইকটি বাইকটি করোনা লকডাউনে বুকিং দিলেই মিলবে নিম্নের সুবিধাগুলো-
নগদ ছাড়
প্রি-বুকিং দিলে মিলবে নগদ ১৫০০০ টাকা ছাড়। অর্থাৎ ১,৮৫,০০০ টাকার বাইক পাওয়া যাবে ১,৭০,০০০ টাকায়
আকর্ষনীয় হেলমেট
প্রতিটি বাইকের সাথে রয়েছে আকর্ষনীয় হেলমেট
আকর্ষনীয় রেইনকোট
বাইকটি ক্রয়ের পরে মোটরসাইকেলভ্যালীর পক্ষ থেকে প্রতিটি ক্রেতার জন্য রয়েছে বর্ষার সুরক্ষাদানকারী আকর্ষনীয় রেইনকোট। রেইনকোটটি পেতে বাইক ক্রয়ের পরে মোটরসাইকেলভ্যালীর সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে রেইনকোটটি পাঠিয়ে দেয়া হবে।
প্রি-বুকিং দেবার নিয়ম
নিচের লিংকে গিয়ে সেখানে দেয়া বিকাশ নম্বরে ৫০০০.০০(পাঁচ হাজার) টাকা বিকাশ করে দিয়ে লিংকের ফরমটি ফিলআপ করলেই হবে। বিকাশ পাঠানোর পূর্বে নম্বরটিতে কথা বলে কনফার্ম হয়ে বিকাশ পাঠাবেন। যে কোনো প্রয়োজনে বিকাশ নম্বরে যোগাযোগ করে সাহায্য নিলেই হবে।
প্রি-বুকিং লিংক: https://www.bikers.name/hpower/

Total view: 3556