Yamaha Banner
Search

বাংলাদেশে হিরো বাইকের দাম ২০২৩

2023-01-30

বাংলাদেশে হিরো বাইকের দাম ২০২৩

hero-bike-price-in-bangladesh-2023-1675061924.webp

বাংলাদেশের আপামর জনসাধারন এবং মফস্বল এলাকায় সবচেয়ে বেশি ব্যবহার হউয়া একইসাথে কমদামে বাংলাদেশে সেরামানের বাইক সরবরাহ করার দিক দিয়ে ববেচনা করতে গেলে হিরো বাংলাদেশে শীর্ষে থাকা একটি মোটরসাইকেল ব্রান্ড। কমদামে ভালমানের এবং দারুন মাইলেজের বাইক যারা আশা করেন তাদের কাছে সেরা পছন্দ হলো হিরো মোটরসাইকেল।

তাছাড়া হিরো তাদের পন্য তালিকা এমনভাবে সাজিয়েছে আর উন্নত প্রযুক্তির সংমিশ্রন সাথে সুলভ মুল্য সবমিলিয়ে একজন বাইক প্রেমী যদি বাইক কেনার সিদ্ধান্ত নিয়ে হিরো শোরুমে যায় তাহলে উনাকে বাইক কিনেই বাড়ি ফিরতে হবে কারন হিরো পন্য তালিকায় বর্তমানে ২১টি বাইক রয়েছে যার সবগুলিই বাজারে বর্তমান।
তাই একথা বলাই যেতে পারে যে ২১ ক্যাটেগরির কাস্টমারের চাহিদা মেটানোর সক্ষমতা হিরোর ভালভাবেই আছে। বলে রাখা ভাল যে হিরোর এই ২১টি মডেল তাদের স্ব স্ব বৈশিষ্ট্যে, প্রযুক্তিতে এবং দামের দিক দিয়ে সেরা।
২০২৩ সালে হিরোর সকল বাইকের দাম এবং স্বল্পাকারে সেগুলোর প্রযুক্তি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলোঃ

hero-glamour-1675068333.webp
Hero Glamour
হিরোর পরিচিত মডেলগুলোর মধ্যে অন্যতম একটি মডেল হলো Hero Glamour যেটি দেখতে কিছুটা ছোটখাটো হলেও আমাদের কাছে থাকা ৪৫ জনেরও বেশি ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পায় যে Hero Glamour বাইকটা এককথায় একটি অসাধারন বাইক কারন ১২৫সিসি সেগমেন্টে গড়ে ৫৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আর লম্বা দুরুত্ব্বে অসাধারন পারফরমেন্স দেওয়ার মত বাইক বাংলাদেশে খুব কমই আছে। আমাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করা কয়েকজনের মধ্যে একজন আমাদের জানিয়েছেন তিনি Hero Glamour বাইকটা নিয়ে ঢাকা-রাজশাহী (প্রায় ২৫০ কিলোমিটার) অর্থাৎ বাড়ি থেকে কর্মস্থলে প্রায়ই যাওয়া আসা করেন কোন রকম সমস্যা ছাড়াই। উনি ছাড়াও আরেকজন আমাদের জানিয়েছেন তিনি রাজশাহী থেকে সৈয়দপুর, নীলফামারী যাওয়া আসা করেছেন তাও আবার ৩ জন নিয়ে সেখানেও তিনি কোনরকম সমস্যা টের পানি নি।
অর্থাৎ ১২৫সিসি বাইক হিসেবে Hero Glamour বাইকটা এককথায় অসাধারন তা বলার আর অপেক্ষা রাখে না। বর্তমানে হিরো গ্ল্যামারের দুইটি মডেল বাজারে চলমান, একটি আমাদের পরিচিত Hero Glamour আর আরেকটি হলো Hero Glamour BS4.
• Hero Glamour এর বর্তমান দাম ১,১৮,৭৪০ টাকা
• Hero Glamour BS4 এর বর্তমান দাম ১,২৮,২৪০ টাকা
বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে থাকা অন্যান্য ১২৫সিসি বাইকের থেকে Hero Glamour এর দাম অনেকটাই কম আর দাম অনুযায়ী এই বাইকটার পারফরমেন্স সত্যিই অবিশ্বাস্য।

hero-hf-deluxe-self-1675068363.webp
Hero HF Deluxe Self
বাংলাদেশের তৃনমুল পর্যায়ের বাইক ব্যবহারকারীদের কাছে এই বাইকটা হলো মাইলেজের রাজা। ১০০সিসির এই বাইকটার বিল্ড কোয়ালিটি যেমন শক্তপোক্ত তেমনি মাইলেজের দিক দিয়ে তার সাথে দামের অনুপাতে Hero HF Deluxe Self বাংলাদেশের অন্যতম একটি সেরা বাইক। আমাদের সাথে এই বাইকের ৮ জন ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যাদের প্রাপ্ত মাইলেজের গড় হলো ৬০ কিলোমিটার প্রতি লিটার।
• Hero HF Deluxe Self এর বর্তমান দাম ১,০৪,৪৯০ টাকা
দামের দিক দিয়ে এই বাইকটাকে বিবেচনা করতে গেলে ১০০সিসির এই বাইকটার সাথে ১০০সিসির অন্যান্য বাইকের তুলনা হবে না বললেই চলে।

hunk-dd-1675068384.webp
Hero Hunk Series
বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে Hero Hunk এর একটা ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে আর তা হলো, Hero Hunk হল এই উপমহাদেশের প্রথম ১৫০সিসির বাইক যেটায় মাস্কুলার ডিজাইন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিনে শব্দহীনভাবে চলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঠিক তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে Hero Hunk একটি অসাধারন ১৫০সিসি বাইক হিসেবে বিবেচিত হতে আসছে আর বাংলাদেশের বহুল ব্যবহৃত ১৫০সিসি বাইকের মধ্যে অন্যতম একটি হলো Hero Hunk. ব্যাপক গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে হিরো কর্তৃপক্ষ সবমিলিয়ে ৬টি মডেল বাজারে রেখেছেন যেগুলোর প্রত্যেকটিই স্ব স্ব বৈশিষ্ট্যে নির্দিষ্ট গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়।
২০২৩ সালে Hero Hunk এর প্রত্যেকটির মডেলের দাম উল্লেখ করা হলোঃ
• Hero Hunk এর বর্তমান দাম ১,৫৭,৪৯০ টাকা (৬ হাজার টাকার ছাড় চলছে)
• Hero Hunk DD এর বর্তমান দাম ১,৯০,৪৯০ টাকা
• Hero Hunk Matt SD এর বর্তমান দাম ১,৫৮,৪৯০ টাকা
• Hero Hunk Matt DD এর বর্তমান দাম ১,৭৭,৯৯০ টাকা
• Hero Hunk 150R এর বর্তমান দাম ১,৯০,৪৯০ টাকা
• Hero Hunk 150R ABS এর বর্তমান দাম ২,০১,৪৯০ টাকা
Hero Hunk ব্যবহারকারী যে কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তাদের সকলের প্রাপ্ত মাইলেজ গড় করলে আমরা দেখতে পাই যে তারা ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন যা ১৫০সিসি একটি বাইক এবং এর দামের অনুপাতে বাংলাদেশের অনেক নামীদামী ব্রান্ডের থেকে অনেক ভাল।

hero-ignitor-1675068402.webp
Hero Ignitor
১২৫সিসি সেগমেন্টে হিরোর আরেকটি অসাধারন বাইক হলো Hero Ignitor. এই বাইকটা দেখতে যেমন আকর্ষনীয় ঠিক এর পারফরমেন্সও এককথায় দারুন যা বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে থাকা ১২৫সিসির কোন বাইকে সচরাচর দেখা যায় না। এই বাইকটাও স্বল্প বা দুরের পথে দারুন আরামদায়ক সাথে দমদার পারফরমেন্স আর দারুন মাইলেজের সমন্বয় যা একজন সাধারন বাইকের হিসেবে সবাইই আশা করে। বর্তমানে Hero Ignitor এর দুইটি মডেল বাংলাদেশের বাজারে চলমান একটি হলো Hero Ignitor এবং আরেকটি হলো Hero Ignitor Techno
২০২৩ সালে এই বাইক দুটির দাম নিম্নে উল্লেখ করা হলোঃ
• Hero Ignitor এর বর্তমান দাম ১,২৫,২৪০ টাকা
• Hero Ignitor Techno এর বর্তমান দাম ১,৪০,৭৪০ টাকা
Hero Ignitor এর ৭ জন ব্যবহারকারী আমাদের সাথে কথা বলেছেন তারা গড়ে মাইলেজ পাচ্ছেন প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটার আর Hero Ignitor Techno এর ব্যবহারকারীদের গড় মাইলেজ হচ্ছে ৫৫ কিলোমিটার প্রতি লিটার।

hero-maestro-edge-1675068466.webp
Hero Maestro Edge & Hero Pleasure
বাংলাদেশের স্কুটারের বাজারে হিরোর চমকপ্রদ দুটি বাইক হলো Hero Maestro Edge এবং Hero Pleasure, এই দুটি বাইক সকল বয়সী স্কুটার প্রেমীদের কাছে তো বটেই ইদানীং কর্মজীবী নারীদের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে স্বল্প দুরুত্বের পথে ভ্রমনকারী নারীদেরও হিরোর এই স্কুটারগুলো পছন্দের শীর্ষে উঠে এসেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সময়ের সাথে সাথে স্কুটারের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
২০২৩ সালে Hero Maestro Edge আর Hero Pleasure বাইকের দামঃ
• Hero Maestro Edge এর বর্তমান দাম ১,৫০,৭৪০ টাকা
• Hero Pleasure এর দাম ১,৪৩,৭৪০ টাকা

hero-passion-x-pro-1675068792.webp
Hero Passion X Pro Series
বাংলাদেশে যারা সাধারন প্রয়োজনে বাইক ব্যবহার করে তাদের জন্যে হিরোর একটি দারুন উপহার হলো ১১০সিসির Hero Passion X Pro সিরিজের কয়েকটি বাইক। এই সিরিজের বাইকগুলোর পারফরমেন্স যেমন দারুন ঠিক দেখতেও তেমন আকর্ষনীয় তবে অতিরঞ্জিত কিছু দেওয়া হয়নি তারপরেও সকল বয়সী বাইকারের সাথে বেশ ভালই মানিয়ে যায়। আমাদের সাথে আলাপ হউয়া কয়েকজন ব্যবহারকারীর তথ্য বিশ্লেষন করে দেখা যায় যে Hero Passion X Pro বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার যা এই সেগমেন্টের আর দামের অনুপাতে অন্য যে কোন বাইকের থেকে অনেক বেশি। Hero Passion X Pro এর প্রতিটা মডেলই দারুন গ্রাফিক্যাল আউটলুক, প্রশস্ত সিটিং পজিশন, ওজনের সমন্বয় এবং যেকোন বয়সের বাইক প্রেমীর সাথে মানান এই বাইকটাকে হিরোর অন্যান্য বাইকের থেকে আলাদা করেছে। বর্তমানে এই বাইকটার ৩টি মডেল বাংলাদেশে বর্তমান Hero Passion X Pro Drum, Hero Passion X Pro Disc এবং Hero Passion X Pro X Tec
২০২৩ সালে এই বাইকগুলির নিম্নে উল্লেখ করা হলোঃ
• Hero Passion X Pro Drum এর বর্তমান দাম ১,০৭,২৪০ টাকা
• Hero Passion X Pro Disc এর বর্তমান দাম ১,১৪,৭৪০ টাকা
• Hero Passion X Pro X Tec এর বর্তমান দাম ১,৪৩,৭৪০ টাকা

hero-splendorplus-series-1675068988.webp
Hero Splendor+ Series
বাংলাদেশের যে কয়েকটি বাইক শুধুমাত্র মাইলেজের জন্যে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটি হলো হিরোর Hero Splendor+ সিরিজ যা শুধুমাত্র হিরোর না বরং বাংলাদেশের বাজারে দীর্ঘদিন থেকে ব্যবহার হউয়া অন্যতম মাইলেজ সেরা একটি মডেল। বাংলাদেশের অধিকাংশ পেশাজীবী যারা পেশাগত প্রয়োজনে বাইক ব্যবহার করেন তাদের পছন্দের শীর্ষে থাকা একটি বাইক হলো Hero Splendor+ আর সবার এই পছন্দকে নতুন একটি মাত্রা দেওয়ার জন্যে হিরো কর্তৃপক্ষ এই মডেলটির বর্তমানে ৩টি মডেল বাজারে রেখেছেন যেগুলোর প্রত্যেকটিই সাধারন প্রয়োজনে বাইক ব্যবহারকারীদের কাছে বেশ দারুনভাবে জনপ্রিয়, এই মডেলগুলি হলো Hero Splendor+ 25 Years Special Edition, Hero Splendor+ IBS i3s, Hero Splendor+ Self
২০২৩ সালে হিরোর এই বিখ্যাত মডেলগুলির দামঃ
• Hero Splendor+ Self বাইকটির বর্তমান দাম ১,১০,৪৯০ টাকা
• Hero Splendor+ IBS i3s এর বর্তমান দাম ১,১১,৪৯০ টাকা
• Hero Splendor+ 25 Years Special Edition এর বর্তমান দাম ১,১৩,৪৯০ টাকা
এখানে উল্লেখ্য যে এই প্রতিটি মডেলের যে কয়েকজন ব্যবহারকারীর সাথে আমাদের আলাপ হয়েছে তাদের সকলেই জানিয়েছেন তাদের প্রাপ্ত অসাধারন মাইলেজের ব্যাপারে আর ব্যবহারকারীদের প্রাপ্ত মাইলেজ গড় করলে আমরা দেখতে পায় যে Hero Splendor+ এর প্রতিটি মডেল গড়ে মাইলেজ দিচ্ছে ৬০ কিলোমিটার প্রতি লিটার যা দামের অনুপাতে এককথায় অসাধারন।

hero-thriller-1675068528.webp
Hero Thriller
বাংলাদেশের স্পোর্টস বাইকের বাজারে একসময় হিরোর কোণ বাইক পাওয়া যেত না আর এ নিয়ে অনেক সাধারন গ্রাহক ভাআবতেন হিরো মনে হয় শুধুমাত্র কমিউটার বাইক নিয়ে ব্যবসা করেন কিন্তু আসলে তা না। হিরো তাদের এই শুন্যতা পুরন করেছে Hero Thriller এর দুইটি মডেল দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো হিরো বাংলাদেশের বাজারে সবচেয়ে উন্নত প্রযুক্তির (Fi & ABS) সমন্বয়ে তৈরি স্পোর্টস ক্যাটেগরির বাইক দিচ্ছে সবচেয়ে কম দামে। অর্থাৎ এখানেও হিরো তাদের স্বকীয়তা বজায় রেখেছে যেটাকে আমরা সাধারন ভাষায় বলি “কমদামে সেরা বাইক সরবরাহকারী ব্রান্ড হলো হিরো”।
বলা বাহুল্য যে খুব অল্প সময়ের মধ্যেই Hero Thriller এর দুইটি মডেল বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মুলত এর ব্যতক্রমী আউটলুক, অত্যাধুনিক প্রযুক্তি এবং সহনীয় দামের মধ্যে স্পোর্টস বাইকের যাবতীয় কিছু দেওয়ার কারনে।
২০২৩ সালে Hero Thriller এর দুইটা মডেলের দামঃ
• Hero Thriller 160R Fi ABS SD এর বর্তমান দাম ২,০৪,৯৯০ টাকা
• Hero Thriller 160R Fi ABS DD এর বর্তমান দাম ২,১৪,৯৯০ টাকা
২০২৩ সালের শুরুতে এই হলো হিরোর সকল বাইকের দাম, সময়ের সাথে সাথে যদি হিরোর কোন বাইকের দাম আপডেট হয় অর্থাৎ কমে বা বৃদ্ধি পায় তাহলে সেটার আপডেট আমাদের ওয়েবসাইটেই পাবেন।

Bike News

Yamaha Presents নববর্ষের ঝড়ো অফার
2024-04-17

Country’s popular motorcycle brand Yamaha has brought a new offer which is called নববর্ষের ঝড়ো অফ...

English Bangla
TVS Bike Price in Bangladesh April 2024
2024-04-17

TVS has become capable of capturing the market very well through their powerful engine-equipped bikes. They have a range of bi...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2024
2024-04-16

Budget-friendly bikes are readily available for customers, and this has been demonstrated by the popular brand Lifan. In the m...

English Bangla
Zontes Bike Price in Bangladesh April 2024
2024-04-15

From the perspective of features, if any brand has enriched its bike more, then it's undeniable that Zontes has done so. Zonte...

English Bangla
GPX Bike Price in Bangladesh Aprill 2024
2024-04-15

The daily new designs and features are the main attractions of GPX bikes. In our country's market, the bikes they currently ha...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter