Yamaha Banner
Search

বাংলাদেশে CFMoto বাইকসমুহ

2024-11-20

বাংলাদেশে CFMoto বাইকসমুহ

CFMoto মুলত একটি চাইনীজ মোটরসাইকেল ব্রান্ড যা মোটামুটি সারাবিশ্বেই দারুন সুনাম অর্জন করেছে আর বাংলাদেশে আসন্ন তালিকাতে থাকলেও পুর্ববর্তী নাম সুনামের কারনে বাইকিং কমিউনিটিসমুহে CFMoto এর আলোচনা বেশ জোরেসোরেই চলছে।

CFMoto প্রারম্ভিকভাবে ৩টি মডেল নিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেঃ


cfmoto-250-nk-bd-1732099548.webp
CFMoto 250NK দারুন জনপ্রিয় একটি ন্যাকেড স্পোর্টস মোটরসাইকেল আর এই জনপ্রিয়তার পেছনে মুলত বাইকটির এগ্রেসিভ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন সাথে দাম এবং মানের সমন্বয় উল্লেখযোগ্য।
CFMoto 250NK এর স্পেশাল কিছু ফীচার নিম্নে উল্লেখ করা হলোঃ

ইঞ্জিনঃ
• ইঞ্জিনের টাইপঃ সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, ৪ স্ট্রোক
• ডিস্প্লেসমেন্টঃ 249.2 cc
• পাওয়ারঃ 25.2 HP @ 9,200 RPM
• টর্কঃ 22 Nm @ 7,300 RPM
• ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমঃ Electronic Fuel Injection (EFI)

ডিজাইন এবং ফীচারসঃ




এগ্রেসিভ ডিজাইনঃ CF 250NK সার্প স্পোর্টি ডিজাইন এবং মাসকুলার ফুয়েল ট্যাংক দিয়ে সাজানো হয়েছে সাথে এই বাইকের রাইডিং পজিশনটা পুরোপুরি স্পোর্টস বাইকের সাথে মিল রেখে করা হয়েছে যা CF 250NK বাইকটাকে আরও আকর্ষনীয় করে তুলেছে।

ডিজিটাল মিটারঃ অন্যান্য আধুনিক বাইকের মত CF 250NK বাইকের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার একজন বাইকারের প্রয়োজনীয় সকল তথ্য যেমন স্পীড, RPM, ফুয়েল লেভেল এবং অন্যান্য তথ্য সরবরাহ করে।

লাইটিং ফিচারসঃ CF 250NK এর LED হেডলাইট রাতে যে কোন পথে পরিষ্কারভাবে সামনের দিক দিকটা দেখতে সহায়তা করে।

ব্রেকিং সিস্টেমঃ পথের সামগ্রীক অবস্থার কথা চিন্তা করে CF 250NK বাইকটিতে ABS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে যা যে কোন পথে একজন বাইকারকে স্বাচ্ছন্দ্যে চলার নিশ্চয়তা যোগাবে।

সাসপেনশনঃ সামনের দিকে ইনভার্টেড ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে যা থেকে একজন বাইকার পথের যে কোন অবস্থায় সর্বোচ্চ আরাম পাবেন বলে আশা করা যাচ্ছে।

CFMoto 250NK বাইকটি সবসময়ই নতুন অথবা পুরাতন বাইকারদের জন্যে ২৫০সিসির দারুন একটি বাইক যা পারফরমেন্সের ব্যালেন্স, স্টাইল এবং প্রায় সকল শ্রেনীত বাইকারের জন্য সহজলভ্য বলেই আশা করা যাচ্ছে।

CFMoto 250SR বাইকটি এর পাওয়ারফুল ইঞ্জিন এবং স্পোর্টি ডিজাইন দিয়ে প্রতিটি বাইকারকে দারুন থ্রিল দিতে সক্ষম। CFMoto এর এই মডেলটি স্পোর্টস বাইক প্রেমীদের জন্য একটি দুর্দান্ত বাইক হতে চলেছে বলেই আশা করা যাচ্ছে।



cfmoto-250sr-bd-1732099570.webp
CFMoto 250SR এর ডিজাইন এবং ফিচারসঃ

স্পোর্টি ডিজাইনঃ CFMoto 250SR বাইকটিতে সার্প এরোডাইনামিক ডিজাইনের সাথে স্পোর্টি রাইডিং পজিশন দেওয়া হয়েছে যা একজন স্পোর্টস বাইক প্রেমীসহ সাধারন যে কোন বাইকারের পছন্দ হবে।

ডিজিটাল ফীচারসঃ বাইকটির স্পীড, আরপিএম, ফুয়েল লেভেল এবং অন্যান্য সকল তথ্য সহজেই পাওয়ার জন্য বাইকটিতে আকর্ষনীয় একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে।

লাইটিং সিস্টেমঃ রাতের আধারে দিনের আলোর মত পরিষ্কার দেখার জন্য বাইকটিতে LED হেডলাইট ব্যবহার করা হয়েছে।

সাসপেনশনঃ CFMoto এর অন্যান্য মডেলের মত CFMoto 250SR বাইকটিতেও সামনের দিকে ইনভার্টেড ফর্কস এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা একজন বাইকারকে সর্বোচ্চ আরাম দিবে বলেই আশা করা যাচ্ছে।

ব্রেকিং সিস্টেমঃ যাত্রাপথে ২৫০সিসির একটি বাইককে নিরাপদ এবং নিশ্চিন্তে থামানোর জন্য এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল – চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

CFMoto 250SR ইঞ্জিনঃ
ইঞ্জিন টাইপঃ সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলিং সিস্টেম, DOHC
ডিস্প্লেসমেন্টঃ ২৪৯.২ সিসি
পাওয়ারঃ 27.1 HP @ 9,750 RPM
টর্কঃ 22 Nm @ 7,500 RPM
ফুয়েল ইঞ্জেকশনঃ Electronic Fuel Injection (EFI)

CFMoto এর আরেকটি আধুনিক এবং বাংলাদেশে সম্ভাব্য সর্বোচ্চ শক্তির একটি মডেল হলো CFMoto 300SR আর এই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই বাইকটা রেস ট্র্যাকেও ব্যবহার করা যাবে আবার প্রতিদিনের সাধারন প্রয়োজনেও ব্যবহার করা যাবে। CFMoto 300SR বাইকটি অধিক পরিচিত মুলত এর পাওয়ারফুল ইঞ্জিন, এগ্রেসিভ ডিজাইন এবং দামের সাথে মানের অসাধারন সমন্বয়ের কারনে।


cfmoto-300sr-bd-1732099590.webp
CFMoto 300SR এর স্পেশাল কিছু ফীচারস নিম্নে উল্লেখ করা হলোঃ

CFMoto 300SR ইঞ্জিনঃ
ইঞ্জিন টাইপঃ সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলিং সিস্টেম, DOHC
ডিস্প্লেসমেন্টঃ ২৯৮সিসি
পাওয়ারঃ 28.7 HP @ 8750 RPM
টর্কঃ 25.3 Nm @ 7250 RPM
ফুয়েল ইঞ্জেকশনঃ Electronic Fuel Injection (EFI)






CFMoto 300SR বাইকটির সাধারন কিছু ফিচার এবং বৈশিষ্ঠ্যঃ

স্পোর্টি ডিজাইনঃ CFMoto 300SR বাইকটিতে আকর্ষনীয় সার্প এরোডাইনামিক ডিজাইনের সাথে স্পোর্টি রাইডিং পজিশন বাইকটির সৌন্দর্যকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

ডিজিটাল ফিচারসঃ একজন রাইডারের প্রয়োজনীয় সাধারন কিছু তথ্য যেমন স্পীড, আরপিএম, ফুয়েল লেভেল ইত্যাদি বিষয় পরিষ্কারভাবে দেখানোর জন্য আকর্ষনীয় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বাইকটিতে দেওয়া হয়েছে।

সাসপেনশনঃ যে কোন পথে আরাম নিশ্চিত করার জন্যে CFMoto 300SR এর সামনে ইনভার্টেড ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।

ব্রেকিং এবং কন্ট্রোলঃ ৩০০সিসির একটি বাইকের নিরাপদে চলার জন্যে CFMoto 300SR বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল – চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

প্রকৃতপক্ষে CFMoto 300SR একটি অসাধারন পাওয়ারফুল ৩০০সিসির ইঞ্জিন দিয়ে তৈরি মোটরসাইকেল যা স্পোর্টস বাইক প্রেমীসহ সাধারন প্রয়োজনে বাইক ব্যবহারকারীদের কাছেও ব্যাপকভাবে গ্রহনযোগ্য হবে বলেই আশা করা যাচ্ছে।

Bike News

Bajaj Bike Price in Bangladesh July 2025
2025-07-16

Bajaj is one of the most well-known motorcycle brands among the root level bike lovers in Bangladesh. Almost every bike of whi...

English Bangla
EV Pabna E-Bike Showroom Inaugurated in Pabna
2025-07-16

On July 15, 2025, EV Pabna, the distributor of TAILG Bangladesh, started its journey in Pabna with a joyful moment, which is a...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh July 2025
2025-07-12

Yamaha is a very well-known bike brand among bike lovers worldwide, which has been achieved mainly due to Yamaha's excellent q...

English Bangla
Yamaha brings The Rev HEAT IS ON throughout the month of July
2025-07-07

Yamaha is one of the top brands in the premium motorcycle brand segment in Bangladesh, and as part of its efforts to maintain ...

English Bangla
Mango Fest Season-2: A Grand Gathering of Bikers in Rajshahi
2025-07-07

July 4, 2025 — Under the supervision of CRBZ and organized by RFB(Rajshahi Freedom Bikers) Rajshahi, the much-anticipated Ma...

English Bangla
Filter