
বিশ্ব বিখ্যাত জাপানি ব্র্যান্ড কাওয়াসাকি বাইক পাওয়া যাচ্ছে এখন আকর্ষণীয় ক্যাশব্যাক অফারে। কাওয়াসাকি বাংলাদেশের পক্ষ থেকে কাওয়াসাকি KLX 150 BF বাইক-এ পাওয়া যাচ্ছে ৩০০০০ টাকা ক্যাশব্যাক। সেই সাথে দুই বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রি।
কাওয়াসাকি তার স্পোর্টস ক্যাটাগরির বাইকের জন্য বেশ জনপ্রিয়। বাংলাদেশেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। এই বাইকের ডিজাইন ও গ্রাফিক্স বাইকার তথা ইয়ং জেনারেশন কে বেশ আকর্ষীত করে। কাওয়াসাকি তার স্পোর্টস ক্যাটাগরির বাইকের সাথে সাথে অনেক আগে থেকেই ডার্ট ক্যাটাগরির বাইক গ্রাহকদের উপহার দিয়ে চলেছে। কিন্তু কাওয়াসাকি বাইকের দাম অন্যান্য বাইকের চেয়ে একটু বেশিই। আর তাই গ্রাহকের চাহিদার সাথে মূল্যের সামঞ্জস্য আনতে কাওয়াসাকি KLX 150 BF বাইক-এ ৩০০০০ টাকা ক্যাশব্যাক আর সাথে দুই বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রি।
আর তাই এখনই ডার্ট বাইক কিনতে চলে আসুন কাওয়াসাকি শো-রুমে।
শো-রুমের ঠিকানাঃ ৮৫/এ, ইস্কাটন, ঢাকা (সকাল ১০ টা হতে রাত্রি ৮ টা) অথবা তাইবা মটরস বাড্ডা (ইউ লুপের নিচে), ঢাকা। মোবাইল নাম্বারঃ ০১৮৪৪ ৫৬০ ০৫৬
বিস্তারিত জানতে লগ-ইন করুনঃ www.kawasaki.com.bd

Total view: 465