পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এই ঈদকে সামনে রেখে বিভিন্ন কোম্পানী তাদের বাইকের সাথে বিভিন্ন অফার নিয়ে এসেছে। চলুন এক নজরে দেখে নিই কোন কোন কোম্পানী গ্রাহকদের জন্য কী কী অফার নিয়ে এসেছে।
বাংলাদেশের সকল শ্রেনীর বাইকারদের কাছে হিরো এবং হিরোর প্রতিটি প্রায় সমানভাবে জনপ্রিয়। সেগমেন্ট অনুযায়ী বাংলাদেশের তৃনমুল বাইক প্রেমী পর্যন্ত রয়েছে হিরোর একটি বিশেষ সুনাম আর এই সুনামের অন্যতম একটি কারন হলো কমদামের মধ্যে সেরা বাইক গ্রাহকদের কাছে পৌছে দেওয়া। আসছে কুরবানীর ঈদকে সামনে রেখে হিরো নিয়ে এসেছে “হিরোর হাট অফার” যেখানে একজন ক্রেতা পেতে পারেন সর্বোচ্চ ১৪,৫০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
জাপানিজ ব্র্যান্ড সুজুকি নিয়ে এলো এক্সক্লুসিভ ইদ-উল-আযহা অফার। এই অফারের মধ্যে রয়েছে তাদের নির্দিষ্ট মডেলের বাইকের সাথে ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। বাংলাদেশের সকল অথরাইজড ডিলার পয়েন্ট থেকে তাদের নির্দিষ্ট বাইক ক্রয় করলে এই অফার উপভোগ করতে পারবেন। অফারের আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশে যে কয়েকটি মোটরসাইকেল ব্র্যান্ড সকল শ্রেনীর বাইকারদের কাছে সমানভাবে সমাদৃত তার TVS Automobiles Bangladesh অন্যতম যার প্রতিটি মডেলই স্ব স্ব সেগমেন্টে নির্দিষ্ট বাইক কমিউনিটির কাছে সেরা একটি বাইক। TVS তাদের এই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে এবং আসছে ঈদে নিজেদের প্রসারের স্বার্থে ১৫,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশি ব্র্যান্ড রানার সর্বদায় স্বল্প দামে সবচেয়ে ভালমানের মোটরবাইক বাইক প্রেমীদের কাছে পৌছে দিতে সর্বদা বদ্ধপরিকর সেইসাথে বিভিন্ন লক্ষ্য এবং উপলক্ষ্যে রানার তাদের পন্যের ওপর দিয়ে থাকে আকর্ষনীয় ছাড় আর এই ধারাবাহিকতায় আসছে কুরবানী ঈদ উপলক্ষ্যে রানার বাইক কিনলেই এসএমএস এর মাধ্যমে পেয়ে যেতে পারেন নগদ ১০০০ টাকা থেকে শুরু করে ৫০% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
এই ঈদে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড লিফান দিচ্ছে স্পেশাল ঈদ অফার। এই অফারের মধ্যে থাকছে ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। দেশের বাজারে যে কোন অথরাইজড লিফান শোরুম থেকে তাদের নির্দিষ্ট বাইক ক্রয় করলেই থাকছে এই অফার। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইক GPX Demon GR165R যা খুব অল্প সময় হলো বাংলাদেশে বাজারে এসেছে আর এসেই বাংলাদেশের স্পোর্টস বাইক প্রেমীদের মনে অন্যরকম এক আলোড়ন তৈরি করেছে। GPX কর্তৃপক্ষ বরাবরের মত বাইক প্রেমীদের কাছে তাদের বাইক সহজলভ্য করার স্বার্থে আসছে কুরবানীর ঈদ উপলক্ষ্যে GPX Demon GR165R প্রিবুক করলেই পাচ্ছেন ৫০০০ টাকা ক্যাশব্যাক। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
বাংলাদেশের সুবিখ্যাত জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড Honda যা সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের বাইক প্রেমীদের মনের মত বাইক সরবরাহ করে বাইকার কমিউনিটিতে অনভেদ্য একটি অবস্থান তৈরি করে নিয়েছে এবং সেইসাথে বিভিন্ন লক্ষ্য এবং উপলক্ষ্যে Honda তাদের বাইকের ওপর অফার এবং নগদ অর্থ ছাড় দিয়ে থাকে গ্রাহকদের অর্থাৎ বাইক প্রেমীদের কাছে Honda এর বাইক সহজলভ্য করার স্বার্থে। আসন্ন কুরবানী ঈদ উপলক্ষ্যে Honda তাদের জনপ্রিয় ৪টি মডেলে দিচ্ছে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। বিস্তারির জানতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মোটরসাইকেল ব্র্যান্ড Meiduo আসন্ন কুরবানী ঈদ উপলক্ষ্যে দিচ্ছে আকর্ষনীয় ক্যাশব্যাক। বাংলাদেশের সাধারন বাইকাররা স্কুটারের সাথে সেভাবে পরিচিত না হলেও যারা স্কুটার পছন্দ করেন তাদের কাছের Meiduo বেশ পরিচিত একটি ব্রান্ড আর তাদের এই পরিচিতিকে আরও বাড়িয়ে নিতে আসন্ন ঈদ উপলক্ষ্যে Meiduo দিচ্ছে ক্যাশব্যাক অফার। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষ্যে Zontes দিচ্ছে বিশাল ক্যাশব্যাক অফার। এই অফারের মধ্যে পাচ্ছেন তাদের নির্দিষ্ট বাইকের সাথে ১৫,০০০ টাকা ক্যাশ ডিস্কাউন্ট। বাংলাদেশের যে কোন Zontes এর অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে তাদের বাইকগুলো কিনে ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। চলুন এক নজরে দেখে নিই তাদের কোন কোন বাইকের সাথে কী পরিমাণে অফার রয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশের স্বনামধন্য স্পোর্টস বাইক ব্র্যান্ড FKM তাদের StreetFighter মডেলে দিচ্ছে নগদ ২৫,০০০ টাকা ছাড়। উল্লেখ্য যে বাংলাদেশে স্পোর্টস বাইক সেগমেন্টে FKM খুবই গুরুত্বপুর্ন একটি অংশ আর বাংলাদেশের স্পোর্টস বাইক প্রেমীদের মধ্যে FKM বাইকের প্রতি আলাদা একটা আকর্ষন রয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আসন্ন কুরবানী ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের একমাত্র পিওর মাক্সি স্কুটার Znen T9 150cc এবং Znen T10 150cc স্কুটারে পাচ্ছেন ১০,০০০ টাকার মুল্যছাড়। বাংলাদেশে এমন স্কুটারের খুব বেশি প্রচলন এবং পরিচিতি না থাকলেও উন্নত বিশ্বে মাক্সি স্কুটারের ব্যবহার ব্যাপক এবং তার অন্যতম একটি কারন হলো এর বিশেষ আরামদায়ক ডিজাইন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
এই ছিলো বাংলাদেশের বিদ্যমান কোম্পানীগুলোর ঈদ অফার। এই অফার আরও বিস্তারিতভাবে দেখতে ক্লিক করুন এখানে।
QJ Motors, a renowned brand in the Chinese motorcycle market, is introducing two new bikes to the Bangladeshi market. These tw...
English BanglaThe long-awaited Bajaj Pulsar F250 has finally arrived in the Bangladeshi market. This is a semi-faired design motorcycle that...
English BanglaThe joint venture between China's prominent motorcycle manufacturer QJ Motor and America's legendary brand Harley-Davidson is ...
English BanglaQJMOTOR, a globally renowned motorcycle brand, will officially debut in Bangladesh on 1st May 2025 at the 9th Dhaka Bike Show,...
English BanglaEstablished in 1985 in Wenling, Zhejiang Province, China, Qianjiang Motorcycle Group, known as QJ Motor, is one of China's lar...
English Bangla