2022-07-23
Yohe 978 11# SRT Glossy Red হেলমেট ব্যবহারকারীর অভিজ্ঞতা আশরাফুল আলম

বাইক রাইডের ক্ষেত্রে নিরাপত্তা সর্বাগ্রে , তাই আমি চেষ্টা করি বাইক রাইডের সময় ভাল মানের একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করার। আমি যখন একটি হেলমেট কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বাজারে বিদ্যমান বিভিন্ন গিয়ার শপে হেলমেট দেখতে থাকি এবং দেখতে দেখতে আমার নজরে আসে Yohe 978 11# SRT Glossy Red। এই হেলমেটটি আমি মনে করি বাজেটের মধ্যে অনেক ভালো , তাই কিনে ফেলি। আজকে আমি আপনাদের সাথে আমার এই হেলমেটের ভালো মন্দ কিছু অভিজ্ঞতা শেয়ার করব।
Yohe 978 11# SRT Glossy Red এর ভালো দিক
•আমার কাছে এই হেলমেটের ডিজাইনটা অনেক ভালো লেগেছে। আমার বাইকের সাথে ম্যাচিং করে লালা রঙ নিয়েছি এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে।
•কম বাজেটের মধ্যে ECE এবং DOT দুইটা সার্টিফিকেশন রয়েছে। এতে আমার কাছে নিরাপত্তার দিক থেকে অনেক ভালো মনে হয়েছে।
•প্যাডিংগুলো আমার কাছে বেশ আরামদায়ক লেগেছে এবং দীর্ঘক্ষন রাইডে কোন সমস্যা হয় না।
Yohe 978 11# SRT Glossy Red এর মন্দ দিক
•আমার কাছে এই হেলমেটের মন্দ দিকের মধ্যে এয়ার ভেন্টিলেশন সিস্টেম একটু কম মনে হয়েছে।
•নয়েজ কম কিন্তু এতটাই কম যে বাইরের কোন শব্দই বুঝার উপায় থাকে না।
•ওজন বেশি যার কারণে এটা পড়ে বেশিক্ষন রাইড করতে একটু কষ্টকর হয়ে যায়।
সবশেষে আমি বলবো যে, Yohe 978 11# SRT Glossy Red কম বাজেটের মধ্যে অনেক ভালো একটি হেলমেট এবং আমি এই হেলমেট ব্যবহার করে এখন পর্যন্ত সন্তুষ্ট আছি।