MT Targo Pro হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

English Version
calender 2023-06-20

MT Targo Pro হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

Review Disclaimer Bn

355514903_236055639182633_6846748800305387339_n-1687252056.jpg

সার্টিফাইড হেলমেট আমি সর্বদা বাইক রাইডের সময় ব্যবহার করি কারণ সার্টিফাইড হেলমেট রাইডিং এর সময় মেজর ইনজুরি থেকে সুরক্ষা প্রদান করে। বর্তমানে আমি ব্যবহার করছি MT Stinger হেলমেট এবং আমার আরও একটি অন্য কোম্পানীর সার্টিফাইড হেলমেট রয়েছে। যেহেতু বেশ অনেক দিক ধরেই ব্যবহার করছি তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে এই হেলমেট বিষয়ে একটু অভিজ্ঞতা শেয়ার করা যাক।

MT Stinger হেলমেটের ভাল দিক:

• বডি শেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি লক্ষ্য করে দেখেছি যে বড় কোন আঘাত থেকে এই শেল বেশ ভালোভাবেই রক্ষা করতে পারবে।
• প্যাডিং অনেক আরামদায়ক এবং এই প্যাডিং এর জন্য আমি অনেক লং রাইড আরামে করতে পারি।
• গ্রাফিক্স অনেক সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয়।
• এয়ার ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো।

এইবার বলি এই MT Stinger হেলমেটের মন্দ দিক:

• ওজন একটু বেশি মনে হয়েছে যার ফলে রাইডিং এর সময় একটু খারাপ প্রভাব ফেলে ।

MT Stinger হেলমেট নিয়ে এই ছিলো আমার ভালো মন্দ অভিজ্ঞতা। আশা করি আপনারা ভালো একটি ধারণা লাভ করতে পেরেছেন আরাম রিভিউ এর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার রিভিঊ পড়ার জন্য।

More Reviews On MT TARGO PRO

355514903_236055639182633_6846748800305387339_n-1687252088.jpg
MT Targo Pro হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির
2023-06-20

সার্টিফাইড হেলমেট আমি সর্বদা বাইক রাইডের সময় ব্যবহার করি কারণ সার্টিফাইড হেলমেট রাইডিং এর সময় মেজর ইনজুরি থেকে...

Bangla English

Related E helmet


No helmet found