2024-11-18
Bilmola Dragon Ball Z GOKU হেলমেট ব্যবহার অভিজ্ঞতা - Ridwan Elahi Rahat

আসসালামু ওয়লাইকুম আমি রাহাত আমি লং রাইড অর্থাৎ ট্রাভেল করতে পছন্দ করি তাই নিরাপদ ভ্রমন এবং নিজের জন্য নিরাপত্তা পছন্দ করি তাই সার্টিফাইড হেলমেট ক্রয় করি।
Bilmola Dragon Ball z Goku হেলমেটটি দেড় বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি। আজ আমি আপনাদের সাথে Bilmola Dragon ball হেলমেট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো।
Bilmola Dragon Ball Z হেলমেটের ভালো দিকঃ
● হেলমেটের ডিজাইন এবং গ্রাফিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে ।অন্যান্য হেলমেটের থেকে গ্রাফিক্স অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে।
● হেলমেট দুইটি সারটিফিকেশন রয়েছে এর মধ্যে ECE R22 , TIS369 যা আমাকে নিরাপত্তা দেই এবং লং রাইডের ক্ষেত্রে নির্ভয়ে বাইক রাইড করি হেলমেট পরে।
● অন্যান্য হেলমেট ব্যবহার করে তেমন সেফটি ফিল করেনি এই হেলমেট ব্যবহার করে অনেক আরামদায়ক এবং নিশ্চিন্তে রাইড করা যায়।
● হেলমেটের লুকিং অসাধারণ মনে হয়েছে যে কাউকে পছন্দ করতে বাধ্য করবে।
Bilmola Dragon Ball Z হেলমেটের মন্দ দিকঃ
● হেলমেটের ভাইজর পিনলক ভালো মনে হয়নি খুব সহজে ভেঙ্গে যায় এখন পর্যন্ত ২ বার ভেঙ্গে গেছে।
● হেলমেট অনেক ভারী মনে হয়েছে রাইড করার সময় ভারী লাগে যার ফলে ঘাড়ে একটু ব্যাথা অনুভব হয়।
● ভাইজরে স্ক্রেচ পরে যায় সহজে তাই খুব সাবধানে ব্যবহার করতে হয়।
সব মিলিয়ে ভালো মনে হয়েছে হেলমেট আশা করি ভালো একটি ধারনা পেয়েছেন। যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারেন কারণ বাজেটের মধ্যে ভালো মানের একটি হেলমেট Bilmola Dragon Ball Z।