Yohe 978 Space হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

English Version
calender 2023-06-20

Yohe 978 Space হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

Review Disclaimer Bn

355570533_963594671338581_8319297780606886751_n-1687254564.jpg


আমি বরাবরই সার্টিফাইড হেলমেট পছন্দ করি সেটা আমার পুর্বের রিভিউতে আপনাদের বলেছি। যেহেতু সার্টিফাইড পছন্দ করি তাই সেই সুবাদে আমার দুই দুইটা সার্টিফাইড হেলমেট রয়েছে। MT হেলমেট নিয়ে আপনাদের সামনে রিভিউ তুলে ধরেছি , আজকে আপনাদের সামনে আলোচনা করবো Yohe 978 Space এই হেলমেটের ভালো মন্দ দিক নিয়ে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই হেলমেটের রিভিউ আপনাদের সামনে তুলে ধরি।

Yohe 978 Space হেলমেটের ভালো দিক:

যেহেতু Yohe নিজেই বডি শেলটা মেনুফেকচার করে তাই আমার কাছে মনে হয়েছে এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং আমি নিজেও ব্যবহার করে তাই অনুভব করছি।
এদিকে Yohe নিজেই বডি শেল মেনুফেকচার করার জন্য ওজনটা অনেক কম হয়েছে যার ফলে আমি খুব আরামের সাথে রাইড করতে পারি এই হেলমেট পরিধান করে।
এয়ার ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো। গরম বা যে কোন আবহাওয়ায় আমি এয়ার ভেন্টিলেশন থেকে অনেক ভালো সাপোর্ট পাই। এদিকে এই সুন্দর এয়ার ভেন্টিলেশনের কারনে টানা ৩ থেকে ৪ ঘন্টা রাইড করলেও কোন অস্বস্তিবোধ হয় না।
বাজেটের দিক থেকে আমার কাছে এই হেলমেটটা ডিজাইন ও অন্যান্য দিক থেকে অনেক ভালো লেগেছে।

Yohe 978 Space হেলমেটটা এতদিন ব্যবহার করার পর আমার কাছে খারাপ কোন দিক এখনো সামনে আসেনি। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের বাজেট আছে তারা এই Yohe 978 Space হেলমেটটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।

More Reviews On YOHE 978-2-04#

355570533_963594671338581_8319297780606886751_n-1687254652.jpg
Yohe 978 Space হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির
2023-06-20

আমি বরাবরই সার্টিফাইড হেলমেট পছন্দ করি সেটা আমার পুর্বের রিভিউতে আপনাদের বলেছি। যেহেতু সার্টিফাইড পছন্দ করি ...

Bangla English

Related E helmet


No helmet found