Axxis Eagle হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা ফাইসাল আকাশ

English Version
calender 2023-06-19

Axxis Eagle হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা ফাইসাল আকাশ

Review Disclaimer Bn

355490032_808734677139775_5225459790033568369_n-1687172727.jpg

আসসালামুয়ালাইকুম আমি আকাশ, আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্যবহৃত Axxis Eagle হেলমেট এর ব্যবহারের অভিজ্ঞতা, এই হেলমেট আমি ৬মাস যাবত ব্যবহার করছি, এটি আমার ব্যবহৃত প্রথম হেলমেট, ব্যবহার করতে গিয়ে আমি এর বেশ কিছু ভালো ও খারাও দিক পেয়েছি, আজ আপনাদের সাথে আমার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো, নিম্নে তা উল্লেখ করা হলো।

ভালো দিকঃ

এই হেলমেটটি বাজেট ফ্রেন্ডলি এবং বর্তমানে এই দামে ভালো মানের হেলমেট পাওয়া যায় না, বেশির ভাগ সারটিফাইড হেলমেটের দাম ৫০০০ টাকার বেশি, সেই তুলনায় এই হেলমেটটি আমার কাছে বেশ কম দামের মনে হয়েছে।

• এই হেলমেট দুইটি সারটিফিকেশন রয়েছে ECE এবং DOT, তাই সেইফটি নিয়ে কোন সন্দেহ থাকছে না।
• এর প্যাডিং কোয়ালিটি বেশ ভালো।
• কালার এবং গ্রাফিক্স ভালো লেগেছে।
• হেলমেটের লক বেশ ভালো মানের।

মন্দ দিকঃ

• এর ওজন কিছুটা বেশি মনে হয়েছে, ১৫৫০ গ্রাম, লং রাইডে মাথা ও ঘাড় ব্যাথা করে।
• ভেন্টিলেশন ভালো লাগেনি, জ্যামের মধ্যে এবং লং রাইডে মাথা ঘামে।
• ভাইজরে সহজে দাগ পরে যায়।
• রাবার সিল খুলে আসে, এর মান ভালো মনে হয়নি।

এই ছিলো আমার ব্যবহারের অভিজ্ঞতা, আপনি চাইলে এই হেলমেট কিনতে পারেন, তবে বাজেট কিছুটা বাড়াতে পারলে অন্যান্য হেলমেট দেখতে পারেন।

More Reviews On Axxis Eagle

355490032_808734677139775_5225459790033568369_n-1687172753.jpg
Axxis Eagle হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা ফাইসাল আকাশ
2023-06-19

আসসালামুয়ালাইকুম আমি আকাশ, আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্যবহৃত Axxis Eagle হেলমেট এর ব্যবহারের অভিজ্ঞতা, এই হেলমেট...

Bangla English
Axxis Jaguar User Review By Rimon Mahmud 2-1672049425.jpg
Axxis Jaguar হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ
2022-12-26

পূর্বে আমি একটি নন-সার্টিফাইড হেলমেট ব্যবহার করেছিলাম, এরপরে আমি যখন সার্টিফাইড হেলমেট সম্পর্কে জানতে পারি তখন...

Bangla English

Related E helmet


No helmet found