LS2 FF327 Fusion ব্যবহার অভিজ্ঞতা – মীর আল আমিন

English Version
calender 2023-05-31

LS2 FF327 Fusion ব্যবহার অভিজ্ঞতা – মীর আল আমিন

Review Disclaimer Bn

350099224_1035321120778561_5343555751304796244_n-1685530393.jpg

আমি মনে করি যে , বাইক রাইডের সময় অবশ্যই সবাইকে হেলমেট পরিধান করা উচিত এবং এই বিষয়ে আমার ভালো একটি অভিজ্ঞতা ও হয়েছে। আমি একদিন বাইক রাইড করতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়েছিলাম এবং মাথায় বেশ জোড়ে সোড়ে আঘাত পেয়েছিলাম কিত্নু হেলমেট থাকার কারনে সেই আঘাত আমার তেমন ক্ষতি করতে পারেনি। যার ফলে আমি সার্টিফাইড ভালো মানের হেলমেট ব্যবহার করি এবং অন্যকেও উৎসাহ প্রদান করি। বর্তমানে আমি সার্টিফাইড হেলমেট হিসেবে ব্যবহার করছি LS2 FF327 Fusion । আজকে স্বল্প আকারে আপনাদের সামনে এই হেলমেট ব্যবহার অভিজ্ঞতা তুলে ধরবো।

সামারি

আমি একদিন বাইক রাইড করতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়েছিলাম এবং মাথায় বেশ জোড়ে সোড়ে আঘাত পেয়েছিলাম কিত্নু হেলমেট থাকার কারনে সেই আঘাত আমার তেমন ক্ষতি করতে পারেনি। যার ফলে আমি সার্টিফাইড ভালো মানের হেলমেট ব্যবহার করি এবং অন্যকেও উৎসাহ প্রদান করি।

ডিজাইনের দিক থেকে আমার কাছে LS2 FF327 Fusion হেলমেটটি অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন, বডির গঠন সব কিছু অত্যান্ত প্রিমিয়াম মনে হয়েছে এবং আমি ডিজাইন দেখেই মুলত পছন্দ করেছি।
প্যাডিং সিস্টেমটা দারুন, আমি এই হেলমেট পড়ে অনেক দীর্ঘরাইড করেছি এবং প্যাডিং এর ফিডব্যাক অনেক ভালো পেয়েছি।

এয়ার ভেন্টিলেশন সিস্টেম এর দিক থেকে অনেক্ ভালো সাপোর্ট পাই , কারণ এর এয়ার ভেন্টিলেশন সিস্টেম বাতাস খুব ভালোভাবে পাস করতে পারে।
আউটার শেল ও বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক মজবুত বলে মনে হয়েছে। আমি এর আগেও অনেক সার্টিফাইড হেলমেট ব্যবহার করেছি এবং সেগুলোর থেকে আমার কাছে এই হেলমেটের বিল্ড ও আউটার শেল অনেক মজবুত বলে মনে হয়েছে।
ভাইজার অনেক পরিস্কার এবং এটা সামনের সব কিছু পরিস্কার দেখতে সাহায্য করে । এদিকে পিন লক ভাইজরের কারনে আমি অনেক সুবিধা লাভ করতে পারি।

সবশেষে আমি বলতে চাই যে , যারা LS2 FF327 Fusion হেলমেটটি কিনবেন বা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা নির্দ্বিধায় কিনতে পারেন।

More Reviews On LS2 FF327 Fusion

350099224_1035321120778561_5343555751304796244_n-1685530430.jpg
LS2 FF327 Fusion ব্যবহার অভিজ্ঞতা – মীর আল আমিন
2023-05-31

আমি মনে করি যে , বাইক রাইডের সময় অবশ্যই সবাইকে হেলমেট পরিধান করা উচিত এবং এই বিষয়ে আমার ভালো একটি অভিজ্ঞতা ও হয়েছ...

Bangla English

Related E helmet


No helmet found