2024-07-01
Bilmola Nex হেলমেট ব্যবহার অভিজ্ঞতা –Md Maxudul Islam

আমি বাইক রাইড করতে খুবই পছন্দ করি এবং সময়ে পেলেই বাইক নিয়ে বের হয়ে যায় অজানা উদ্দেশ্যে। আমার বাইক চালাতে গিয়ে একটি জিনিস অবশ্যই দরকার হয় তা হল হেলমেট। বাজারে অনেক হেলমেট ছিলো আজ থেকে ২ বছর আগে কিন্তু তখন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে হেলমেট টি তা হল Bilmola Nex। আজকে আমি আপনাদের সাথে আমার হেলমেট ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি আমার ইউজার রিভিউ পড়ে আপনাদের ভালো লাগবে।
ভালো দিক
শেল কন্সট্রাকশন আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই শেল কন্সট্রাকশন একদম প্রিমিয়াম লেভেলের যা যে কোন রাইডারকে ভালো প্রটেকশন দিতে সক্ষম।
ভেন্টিলেশন সিস্টেম ভালো হওয়ার কারণে আমি একটানা অনেকক্ষণ রাইড করার পরেও কোন অস্বস্তিবোধ করি না।
ভাইজার এর কোয়ালিটি অনেক ভালো এবং আমার ২ বছরের অভিজ্ঞতার আলোকে বলতে পাই যে এই ভাইজর অনেক লং লাস্টিং হবে।
মন্দ দিক
মন্দ দিকের মধ্যে আমার কাছে এর প্যাডিংটা খুবই নিম্ন মানের মনে হয়েছে কারণ আমি ২ বছর ব্যবহার করার পরে দেখতে পাই যে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে আমি অনেক যত্ন সহকারে ব্যবহার করার পরেও এই অবস্থা। তাই এর প্যাডিং এর মান আমার কাছে ভালো মনে হয়নি। তবে প্যাডিং যথেষ্ট আরামদায়ক মনে হয়েছে আমার কাছে।
সব মিলিয়ে বাজেট অনুযায়ী Bilmola Nex অনেক ভালো একটি হেলমেট তাই যারা এই হেলমেট ব্যবহার করতে চান বা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন, আমার কাছে ভালো একটি অপশন মনে হয়েছে এই হেলমেট ।