বিলমোলা নেক্স সুমো গ্রাফিক্স ব্যবহারকারীক অভিজ্ঞতা জুনায়ের

English Version
calender 2021-12-18

বিলমোলা নেক্স সুমো গ্রাফিক্স ব্যবহারকারীক অভিজ্ঞতা জুনায়ের

Review Disclaimer Bn

Bilmola-Nex-Sumo-graphics-user-review-by-Maxud-Junaer-1639807244.jpg
আসসালামুয়ালাইকুম! আমি একজন বিলমোলা নেক্স (সুমো গ্রাফিক্স) হেলমেট ব্যবহারকারী। বরাবরই নিজের জন্য নিরাপত্তা পছন্দ করি, এই কারণেই আমি নিজের জন্য একটি সার্টিফাইড হেলমেট কিনতে আগ্রহী ছিলাম। আমি একটি ভালো হেডগিয়ার খোঁজা শুরু করলাম এবং অবশেষে বিলমোলা নেক্স হেলমেট আমার পচ্ছন্দ হল। সুমো গ্রাফিক্স আমাকে খুব আকর্ষণ করেছে এবং এর অভিনব গ্রাফিক্স আমার বেশ পছন্দ হয়েছে এবং এটি ECE সার্টিফাইড। হেলমেটটি ওজনে প্রায় ১৫০০ গ্রাম, তাই দীর্ঘ সময় রাইডে এই হেলমেটটি বহন করা আমার তেমন একটা কষ্টকর বলে মনে হয়না। আমি এটি প্রায় ১.৫ বছর ধরে ব্যবহার করছি। আমার কথাগুলো বেশি বড় না করি, তাই সংক্ষেপে এখানে আমার এই হেলমেট সম্পর্কে কী অনুভব করছি জানানোর চেষ্টা করছি।

কয়েকটি সমস্যা দিয়ে শুরু করা যাক। এই হেলমেটের সাথে আমি প্রথম যে সমস্যার সম্মুখীন হয়েছি তা হল এর ভাইজর স্ক্র্যাচ প্রুফ নয়। দ্বিতীয়ত, প্যাডিংটি প্রিমিয়াম কোয়ালিটিনা, এক বা দুই ধোয়া দিতেই এটি উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে। তা ছাড়া আমি এখনো কোনো সমস্যার সম্মুখীন হইনি। অন্যথায় এই হেলমেটের বাইরের শেল, গ্রাফিক্স, ডিজাইন এবং ভেন্টিলেশন বেশ ভালো। আমি এই হেলমেটটি ৭৮০০ টাকায় কিনেছি এবং উল্লিখিত সমস্যা ছাড়া এই হেলমেটের দাম ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে।

সব মিলিয়ে, আমি অন্যদের এই হেলমেটটি নেবার পরামর্ষ দেব এবং ১০ এর মধ্যে ৮ রেটিং দেব।
ধন্যবাদ সবাইকে।

More Reviews On Bilmola Nex Sumo

Bilmola-Nex-Sumo-graphics-user-review-by-Maxud-Junaer-1639807265.jpg
বিলমোলা নেক্স সুমো গ্রাফিক্স ব্যবহারকারীক অভিজ্ঞতা জুনায়ের
2021-12-18

আসসালামুয়ালাইকুম! আমি একজন বিলমোলা নেক্স (সুমো গ্রাফিক্স) হেলমেট ব্যবহারকারী। বরাবরই নিজের জন্য নিরাপত্তা পছন্...

Bangla English