Yohe 967R হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা এএসএম আসিফ

English Version
calender 2022-01-06

Yohe 967R হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা এএসএম আসিফ

Review Disclaimer Bn

Yohe-967R-Helmet-User-Review-by-ASM-Asif-1641450155.JPG
Yohe 967R এই হেলমেটটি আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি। আমার কাছে সার্টিফাইড হেলমেটের গুরুত্ব অনেক কারণ এই হেলমেট আমাদের মাথা সুরক্ষা করে এবং আমাদের রাইড নিরাপদ করে। আমি যেহেতু অনেক দিক যাবত এই Yohe 967R হেলমেটটি ব্যবহার করছি তাই আমার ব্যবহার অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে আমি আমার কিছু মন্তব্য আপনাদের সাথে আলোচনা করবো।

Yohe 967R এর ভালো দিক
•এই বাজেট অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে।
•কম দামের মধ্যে ভালো ECE সার্টিফিকেশন
•Crystal Clear ভাইজর এবং এই ভাইজর খুবই ভালো মানের (এক্সিডেন্টে ভাংগে নাই)
•ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো।
•Pinlock 30 সাপোর্ট করে এবং ভিউয়িং এঙ্গেল খুবই ভালো।
•ভাইজর এর মেকানিজমগুলো অনেক ভালো এখনো ঠিক ঠাক কাজ করে।

Yohe 967R এর খারাপ দিক
•Padding নিয়ে আমি অসন্তুষ্ট, ১ বছরেই Padding বসে গেছে।
•Helmet Lock এর Metal Parts গুলা জং ধরে গেছে ঘামের কারনে
•৮০ এর বেশী গতিতে হেলমেট এর ভিতরে Noise হয়।
•Ventilation System Is Unsatisfied, Summer এ ভালোই Heat হয়

শুধুমাত্র Clear Visor Available For This Helmet, আমি চাইলেও মারকারি বা স্মোক ভাইজর Use করতে পারিনাই কারন Yohe এর কাছে Available না। আমি এই হেলমেট মাত্র ৬,০০০ টাকা দিয়ে কিনেছি দাম অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে কিন্তু After Sale Service আমার পছন্দ হয়নি, কারন তারা আমাকে বলেছিল স্মোক ভাইসোর এনে দিবে বাট তারা আনেনি।

More Reviews On YOHE 967-2

Yohe-967R-Helmet-User-Review-by-ASM-Asif-1641450177.JPG
Yohe 967R হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা এএসএম আসিফ
2022-01-06

Yohe 967R এই হেলমেটটি আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি। আমার কাছে সার্টিফাইড হেলমেটের গুরুত্ব অনেক কারণ এই হেলমেট আমাদ...

Bangla English