SKT DOT Certified হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা সামি

English Version
calender 2023-01-18

SKT DOT Certified হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা সামি

Review Disclaimer Bn

SKT DOT Certified helmet user review-1674037595.jpg

আসসালামুয়ালাইকুম, আমি সাদনান সামি, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ৬ মাস যাবত ব্যবহৃত SKT DOT certified হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা, হেলমেট কেনার সিদ্ধান্ত নেয়ার সময় আমার বাজেট কম ছিলো এবং আমার সাইজ অনুযায়ী হেলমেট পাচ্ছিলাম না, আমার সাইজ XXL-3XL এই সাইজের হেলমেট পাচ্ছিলাম না, তখন এই হেলমেট পেয়েছিলাম এবং আমার বাজেটে পাওয়া যাচ্ছিল, তাই আমি এই হেলমেট কেনার সিদ্ধান্ত নেই, এখন পর্যন্ত আমি ৬ মাসের বেশি সময় ধরে এই হেলমেট ব্যবহার করছি, এখন এর কিছু ভালো ও মন্দ দিক নিয়ে আলোচনা করব।

ভালো দিকঃ

• এই বাজেটের হেলমেট হিসাবে এর ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো মানের মনে হয়েছে, সিটি রাইড এবং হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।
• হেলমেটের ভাইজর অনেক ভালো লেগেছে, এর মধ্যে সান ভাইজর আছে, যা আমার জন্য সুবিধার ছিলো।
• প্যাডিং বেশ আরামদায়ক, এবং এটি আমার মুখের সাথে ফুল এডজাস্ট, এমনকি ৬ মাস ব্যবহারের পরেও প্যাডিং আগের মতই আছে।
• হেলমেটের বিল্ড কোয়ালিটি বেশ ভালো।
• লক আমার কাছে দাম অনুযায়ী ভালো মনে হয়েছে।

মন্দ দিকঃ

• এই বাজেটের অন্যান্য হেলমেটে ECE certification রয়েছে, তবে এই হেলমেট শুধু DOT certified, আমার মতে এতে ECE certification থাকলে তা আরও ভালো হতো।
• হেলমেটের Weight distribution ভালো মনে হয়নি, একটানা বেশি সময় ধরে রাইড করলে ঘাড় ব্যাথা করে, এর Weight distribution ভালো হতে পারতো।

এই ছিলো আমার SKT DOT certified হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা, এই দামে এর চেয়ে ভালো হেলমেট পাওয়া সম্ভব, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন, তবে এই হেলমেট ও ভালো, কেনার পূর্বে অবশ্যই সব দেখে কিনবেন।

More Reviews On

SKT DOT Certified helmet user review-1674037623.jpg
SKT DOT Certified হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা সামি
2023-01-18

আসসালামুয়ালাইকুম, আমি সাদনান সামি, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ৬ মাস যাবত ব্যবহৃত SKT DOT certified হেলমেট ব্যবহারের অভ...

Bangla English

Related E helmet


No helmet found