Motul 5100 10W40 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- ওয়ালিউর শেখ

English Version
calender 2023-11-25

Motul 5100 10W40 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- ওয়ালিউর শেখ

Review Disclaimer Bn

Waliur Shakh-1700896986.jpg

আমি বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম Suzuki Gixxer Mono Tone এবং এই বাইকটি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করে আসছি Motul 5100 10W40। এই ইঞ্জিন অয়েল নিয়ে আমি রাইড করেছি ৭ মাসে ৫০০০ কিলোমিটার। যেহেতু আমি অনেক দিন ধরে এটা রাইড করছি এবং একটা অভিজ্ঞতা হয়েছে তাই আপনাদের সাথে এই ইঞ্জিন অয়েলের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন।

এই ইঞ্জিন অয়েলের ভালো লাগার মধ্যে একটি বড় বিষয় রয়েছে তা হল ইঞ্জিনের শব্দ ও পারফরমেন্স অনেক স্মুথ রাখে। আমি রাইড করে দেখেছি যে ইঞ্জিনের শব্দটা অনেক বেশি সময় পর্যন্ত খুব ভালো থাকে।

পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে এই ইঞ্জিন অয়েলের সুনাম করতে হবে কারণ এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর থেকে বাইকের পারফরমেন্স সহ অন্যান্য বিষয় অনেক ভালো পেয়েছি।

ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি আমার কাছে ভালো লেগেছে কিন্তু ৮০০ কিমি রাইড করার পর দেখেছি যে এর ভিস্কোসিটি লেভেল অনেক কমে যায় , এটা এই ইঞ্জিন অয়েলের বড় একটা সমস্যা মনে হয়েছে আমার কাছে। তাছাড়া আমি আর কোন সমস্যা দেখছি না।

সব মিলিয়ে আমি বলতে চাই যে যারা আপনাদের বাইকের জন্য এই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চান তারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

More Reviews On Motul 5100 10W40

Motul 5100 10W40 Engine Oil User Review by  Waliur Shakh-1700896832.jpg
Motul 5100 10W40 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- ওয়ালিউর শেখ
2023-11-25

আমি বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম Suzuki Gixxer Mono Tone এবং এই বাইকটি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করে আসছি Motul 5100 10W40। এ...

Bangla English