MOTUL 300V ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা জেহাদুল হাসান

English Version
calender 2022-04-04

MOTUL 300V ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা জেহাদুল হাসান

Review Disclaimer Bn

user review-1649066145.jpg
মটুল বিশ্বে একটি সুপরিচিত লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার সদর দফতর ফ্রান্সে অবস্থিত, মটুল প্রায় সকল প্রকার যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল ও বিভিন্ন প্রকারের লুব্রিকেন্ট প্রস্তুত করে থাকে। আজ আমি আপনাদের সাথে আমার MOTUL 300V ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরবো। মটুলের ইঞ্জিন অয়েল আমি আমার বাইক কেনার পর থেকেই ব্যবহার করে আসছি, প্রথমে MOTUL 3000 4T 20W40 ব্যবহার করেছি প্রায় ৭৭০০ কিলোমিটার পর্যন্ত , এরপর MOTUL 300V ব্যবহার করা শুরু করি যা আজ পর্যন্ত ব্যবহার করছি। ইঞ্জিন অয়েলটি ব্যবহারের পর থেকে আমার বাইক রাইডিং অভিজ্ঞতা অনেক ভালো, এটি খুবই উন্নত মানের সিন্থেটিক অয়েল, সাধারনত উচ্চ সিসির বাইকে এই ইঞ্জিন অয়েল ব্যবহার হয়ে থাকে।

ইঞ্জিন অয়েলটি প্রিমিয়াম বাইকের জন্য তৈরি, আমি প্রথম বার ব্যবহার করে অনেক স্মুথ ও থ্রটাল রেসপন্স অনেক ভালো পেয়েছি, এর পাশাপাশি বাইকের গিয়ার সিফটিং আগের চেয়ে বেশ স্মথ ও সহজ মনে হয়েছে। সিন্থেটিক অয়েল অনেক বেশি রিফাইন ও দীর্ঘ দিন ব্যবহার উপযোগী হয়ে থাকে, এই জন্য এটি দিয়ে লং টুর করে বেশ সুবিধা ও দীর্ঘ সময় ইঞ্জিনের স্মুথনেস ধরে রাখতে পারে ও এর কার্যক্ষমতা ঠিক থাকে। আমি এটি ব্যবহার করে ৭/৮ টি লং টুর করেছি এবং MOTUL 300V আমাকে কখন ও হতাশ করেনি পারফর্মেন্স এর দিক থেকে। নিম্নে এর কিছু ভালো দিক ও মন্দ দিক তুলে ধরা হল।

ভালো দিক সমূহ:

• ইঞ্জিনকে অনেক বেশি স্মুথ করে ও গেয়ার সিফটিং আগের তুলনায় ভালো হয়।

• স্পোর্টস বাইকে ব্যবহারের জন্য অধিক উপযোগী, ব্যবহারে অনেক ভালো পারফর্মেন্স পাওয়া যায়।

• কোনও প্রকার সমস্যা ছাড়াই লং টুর সম্পন্ন করা যায়, দীর্ঘসময় স্মথনেস ও পারফর্মেন্স ধরে রাখে।

• অয়েল কমে যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে, অনায়াসে ২৫০০-৩০০০ কিলোমিটার ব্যবহার করা যায়।

• এটি ফ্রান্সের থেকে আমদানি হওয়ায় নকল হওয়ার সম্ভবনা অন্যান্য ইঞ্জিন অয়েলের থেকে কম।

মন্দ দিক সমূহ :

• এটি স্পোর্টস বাইকে ব্যবহারের জন্য মূলত, তবে লিকুইড কুল বাইক ছাড়া অন্য বাইকে ব্যবহার করলে গরমের দিনে ইঞ্জিন ওভারহিট হয়ে থাকে।

• লং টুরে পারফর্মেন্স ভালো হলেও ২২০০ কিলোমিটার এর পরে তা কমতে থাকে, লং টুরে ২২০০-২৪০০ কিলোমিটারের বেশি ব্যবহার না করার পরামর্শ রইল।

• বাজারের অন্য ইঞ্জিন অয়েলের চেয়ে দাম তুলনামূলক বেশি।

এই ছিলো আমার MOTUL 300V ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত। আপনার বাইকের ইউজার ম্যানুয়াল অনুযায়ী গ্রেড ঠিক রেখে যেকোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন।

More Reviews On Motul 300V 10W40

user review-1649066286.jpg
MOTUL 300V ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা জেহাদুল হাসান
2022-04-04

মটুল বিশ্বে একটি সুপরিচিত লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার সদর দফতর ফ্রান্সে অবস্থিত, মটুল প্রায় সকল প...

Bangla English