Castrol 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা আনোয়ারুল আবেদিন

English Version
calender 2022-08-08

Castrol 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা আনোয়ারুল আবেদিন

Review Disclaimer Bn

Castrol User Review-1659951783.jpg

আসসালামুয়ালাইকুম, আমি আনোয়ারুল আবেদিন, আমি রাজশাহীর বাসিন্দা এবং একজন চাকুরীজীবী। আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করতে হয়, বর্তমানে আমি বাজাজ ডিস্কোভার ১৫০ মোটরসাইকেলটি ব্যবহার করছি এবং এই বাইকের ইঞ্জিন অয়েল হিসাবে Castrol 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহার করছি, Castrol বিশ্বের অন্যতম একটি সুপরিচিত লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ইঞ্জিন অয়েল ব্যবহারের পূর্বে অনেকের থেকে আমি এই ইঞ্জিন অয়েল ব্যবহারের পরামর্শ পেয়েছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো এই ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা এবং এতদিন এটি ব্যবহার করে আমি কি কি বিষয় লক্ষ করেছি।
ভালো দিকঃ

• এই ইঞ্জিন অয়েলের দাম এর মান অনুযায়ী আমার কাছে ন্যায্যমূল্য মনে হয়েছে, Castrol একটি সুপরিচিত ব্র্যান্ড সেই হিসাবে এই ইঞ্জিন অয়েলের দাম আমার কাছে যুক্তিযত মনে হয়েছে।
• একটি বিখ্যাত ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল হিসাবে এটি বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে ও গ্রামে পাওয়া যায়, যা এর অন্যতম ভালো দিক হিসাবে মনে হয়েছে।
• এটি ব্যবহারের পরে আমার কাছে বাইক চালানোর অভিজ্ঞতা আগের চেয়ে ভালো মনে হয়েছে, এর ইঞ্জিন স্মুথনেস এর কারনে, দাম অনুযায়ী অয়েলের স্মুথনেস আমার কাছে অনেক ভালো লেগেছে।
• নিত্যপ্রয়োজনীয় কাজে আমাকে প্রায়ই ৮০-১০০ কিলোমিটার বাইক চালানোর প্রয়োজন হয় এবং এই ক্ষেত্রে লং রাইডে এই ইঞ্জিন অয়েলের পারফর্মেন্স ও এর স্মুথনেস ছিলো বেশ ভালো।
মন্দ দিকঃ

• এই ইঞ্জিন অয়েলের ড্রেন পিরিয়ড আমার কাছে কম মনে হয়েছে, ৭০০-৮০০ কিলোমিটার পর্যন্ত এর স্মুথনেস ও ঘনত্ব ঠিক থাকলেও ৮০০ কিলোমিটারের পরে তা কমে যায়, এবং ইঞ্জিন থেকে ভাইব্রেশন অনুভব করা যায়।
• গিয়ার শিফটিং স্মুথ মনে হয়নি, এছাড়া ইঞ্জিন হিটিং ইস্যু ছিলো।
• এছাড়া ইঞ্জিন অয়েল কমে যাওয়ার ইস্যু ছিলো, আমি ১ লিটার ইঞ্জিন অয়েল ফিল-আপ করার পরে যখন অয়েল ড্রেন করি তখন ৭৫০-৮০০ মিলি অয়েল পেয়েছি, বাইকের সব কিছু ঠিক থাকার পরেও।

এই ছিলো আমার Castrol 20W50 Mineral ইঞ্জিন অয়েল ব্যবহারের বিস্তারিত, আশা করি আমার ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সিধান্ত নিতে সহায়তা করবে, Castrol সুপরিচিত ব্র্যান্ড হওয়ায় এর প্রতি আস্থা রেখে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করেছিলাম, তবে এর ব্যবহারকারীদের থেকে এর সম্পর্কে যত কথা শুনেছিলাম আমার কাছে তা মনে হয়নি, আমার মতে এই ইঞ্জিন অয়েল ৮০০ কিলোমিটারের বেশি ব্যবহার করা উচিত না, এই ছিলো আমার অভিজ্ঞতা।

More Reviews On Castrol Activ 4T 20W50

Castrol User Review-1659951826.jpg
Castrol 20W50 ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা আনোয়ারুল আবেদিন
2022-08-08

আসসালামুয়ালাইকুম, আমি আনোয়ারুল আবেদিন, আমি রাজশাহীর বাসিন্দা এবং একজন চাকুরীজীবী। আমার প্রতিদিনের নিত্য প্রয়...

Bangla English