Motorex সুইজারল্যান্ডের স্বনামধন্য একটি ইঞ্জিন অয়েল কোম্পানী যারা বিগত অনেক বছর ধরে বিভিন্ন দেশের বাজারে তাদের পন্যগুলো সরবরাহ করে আসছে। বাংলাদেশের বাজারে তাদের লাইন আপে অনেক ধরনের ইঞ্জিন অয়েল দেখতে পাওয়া যায় যেগুলো আমাদের দেশের বাজারে বিদ্যমান বাইকের জন্য প্রযোজ্য।
মজার ঘটনা, বিশ্বের অন্যতম বিখ্যাত লুব্রিকেন্ট কোম্পানি Motorex শুরুতে লুব্রিকেন্ট তৈরি করেনি। তারা 1917 সালে সুইজারল্যান্ডের ল্যানজেন্থালে জুতা এবং মেঝে যত্ন পণ্য তৈরি করে শুরু করে। 1920 সালের দিকে, আর্নল্ড বুচার কোম্পানির নাম দেন REX। তারপরে মোটরচালিত যানবাহনের ক্রমবর্ধমান বিকাশ প্রত্যক্ষ করার পর, এডি বুচার 1947 সালে মোটর গাড়ির জন্য লুব্রিকেন্ট তৈরি শুরু করেন। কোম্পানির নামটি তখন রেক্স থেকে মটোরেক্সে পরিবর্তিত হয়।
Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 ইঞ্জিন অয়েলটি Motorex এর নিজস্ব একটি অয়েল যা আমাদের দেশের বাজারে রয়েল এন্টারপ্রাইজের সকল অথোরাইজড সেন্টারে পাওয়া যাচ্ছে। এই ইঞ্জিন অয়েলটির বিশেষত্ব হল এটা ফুল সিন্থেটিক একটি ইঞ্জিন অয়েল যা বাইককে হাই পারফরমেন্স পেতে সাহায্য করে থাকে। অন্যদিকে এর ভিস্কোসিটি লেভেল অনেক ভালো, বাইকের মাইলেজ বৃদ্ধি সহ বিভিন্ন দিক থেকে একটা বাইকের ইঞ্জিনকে সাপোর্ট দিতে পারে। এছাড়াও ইঞ্জিনকে ওভার হিট থেকে রক্ষা করা, ক্লাচ সচল রাখা ও রক্ষা করা বিভিন্ন দিক থেকে এই Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 ইঞ্জিন অয়েল সুরক্ষা প্রদান করে থাকে।
সম্প্রতি রয়েল এন্টারপ্রাইজের হাত ধরে দেশের বাজারে বাজারজাত হয়ে আসছে Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 এবং এটি পাওয়া যাচ্ছে একদম সুলভ মুল্যে যার দাম মাত্র ১৫৬০ টাকা। অর্থাৎ
বাংলাদেশের বাজারে Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 ইঞ্জিন অয়েলের দাম ১৫৬০ টাকা।
তাই আর দেরি না করে আপনার বাইকের সর্বচ্চো সুরক্ষা প্রদানের জন্য ও পারফরমেন্স বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারেন Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2।
